কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী ও পুলিশের সংঘর্ষের স্থানকে ‘ছাত্র আন্দোলন চত্বর’ ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ শুক্রবার (১২ জুলাই) এক প্রতিবাদী বিক্ষোভ মিছিলের পর এই ঘোষণা দেন কুবির কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. সাকিব হোসাইন।
এ সময় তাঁরা সে রাস্তার দুই পাশের দুটি গাছে ছাত্র আন্দোলন চত্বর লেখা দুটি বোর্ড ঝুলিয়ে দেন।
এর আগে তাঁরা আজ বিকেল সাড়ে ৪টায় ক্যাম্পাস গেটে থেকে দক্ষিণ মোড় পর্যন্ত মিছিল নিয়ে যান। দক্ষিণ মোড় থেকে গতকালের সংঘর্ষের স্থানে অবস্থান নেন। সেখানে তাঁরা জাতীয় সংগীত পাঠ ও ১ মিনিট নীরবতা পালন করেন। এরপর শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ, টিয়ারগ্যাস ও লাঠিপেটার স্থানকে ‘আনসার ক্যাম্প মোড়’ থেকে পরিবর্তন করে ‘ছাত্র আন্দোলন চত্বর’ ঘোষণা করেন। পরবর্তীকালে সেখানে তাঁরা দুটি চারা রোপণ করে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এসে কর্মসূচি শেষ করেন।
এ ব্যাপারে আন্দোলনের সমন্বয়ক সাকিব হোসাইন বলেন, ‘আমাদের এ আন্দোলন যৌক্তিক ছিল, আমরা বিশ্বরোডের দিকে যাচ্ছিলাম অবরোধ করতে। তখন আমাদের ওপর হামলা, লাঠিপেটা ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়। আজকে আমরা দেখিয়ে দেব শিক্ষার্থীরা কী করতে পারে। আমরা এই আন্দোলন আরও জোরদার করব।’
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার (১১ জুলাই) বেলি ৩টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন আনসার ক্যাম্পের সামনে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। এর জবাবে শিক্ষার্থীরাও ইট-পাথর নিক্ষেপ করেন। পরবর্তীকালে পুলিশ লাঠিপেটাসহ কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছোড়ে। এতে তিন সাংবাদিকসহ অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হন। পরবর্তীকালে বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী ও পুলিশের সংঘর্ষের স্থানকে ‘ছাত্র আন্দোলন চত্বর’ ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ শুক্রবার (১২ জুলাই) এক প্রতিবাদী বিক্ষোভ মিছিলের পর এই ঘোষণা দেন কুবির কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. সাকিব হোসাইন।
এ সময় তাঁরা সে রাস্তার দুই পাশের দুটি গাছে ছাত্র আন্দোলন চত্বর লেখা দুটি বোর্ড ঝুলিয়ে দেন।
এর আগে তাঁরা আজ বিকেল সাড়ে ৪টায় ক্যাম্পাস গেটে থেকে দক্ষিণ মোড় পর্যন্ত মিছিল নিয়ে যান। দক্ষিণ মোড় থেকে গতকালের সংঘর্ষের স্থানে অবস্থান নেন। সেখানে তাঁরা জাতীয় সংগীত পাঠ ও ১ মিনিট নীরবতা পালন করেন। এরপর শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ, টিয়ারগ্যাস ও লাঠিপেটার স্থানকে ‘আনসার ক্যাম্প মোড়’ থেকে পরিবর্তন করে ‘ছাত্র আন্দোলন চত্বর’ ঘোষণা করেন। পরবর্তীকালে সেখানে তাঁরা দুটি চারা রোপণ করে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এসে কর্মসূচি শেষ করেন।
এ ব্যাপারে আন্দোলনের সমন্বয়ক সাকিব হোসাইন বলেন, ‘আমাদের এ আন্দোলন যৌক্তিক ছিল, আমরা বিশ্বরোডের দিকে যাচ্ছিলাম অবরোধ করতে। তখন আমাদের ওপর হামলা, লাঠিপেটা ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়। আজকে আমরা দেখিয়ে দেব শিক্ষার্থীরা কী করতে পারে। আমরা এই আন্দোলন আরও জোরদার করব।’
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার (১১ জুলাই) বেলি ৩টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন আনসার ক্যাম্পের সামনে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। এর জবাবে শিক্ষার্থীরাও ইট-পাথর নিক্ষেপ করেন। পরবর্তীকালে পুলিশ লাঠিপেটাসহ কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছোড়ে। এতে তিন সাংবাদিকসহ অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হন। পরবর্তীকালে বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।
কক্সবাজার সদরের খুরুশকুলে পুলিশের উপস্থিতি দেখে পুকুরে ঝাঁপ দিয়েও রক্ষা পাননি ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক বাবুল। তিনি একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ সোমবার দুপুরে খুরুশকুল তেতৈয়া এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার পর ইউপি সদস্যকে কঠোর নিরাপত্তার...
৭ মিনিট আগেখুলনার দাকোপ উপজেলার ডাকাতিয়া খালের ইজারাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ সোমবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে চালনা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে এক পুলিশ সদস্যের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা...
১২ মিনিট আগেবরিশালের মুলাদীতে মেয়েকে না পেয়ে এক কলেজছাত্রের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে যুবলীগ নেতার বিরুদ্ধে। উপজেলার কাজিরচর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আনিচ ঘরামী লোকজন নিয়ে ডিক্রীরচর গ্রামের মৃত বাচ্চু মৃধার ছেলে জিহাদ মৃধার বাড়িতে হামলা ও ভাঙচুর করেন। সোমবার দুপুরে এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
২৭ মিনিট আগেনারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) যানজট নিরসন কর্মীদের ওপর হামলা চালিয়েছে অনুমোদনহীন অটোরিকশার চালকেরা। হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। হামলার পর সিটি করপোরেশনের কর্মকর্তা ও কর্মচারীদের অবরুদ্ধ করে রাখে হামলাকারীরা। আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় হামলার এই ঘটনা ঘটে।
৩১ মিনিট আগে