Ajker Patrika

আমরা মানবিক বাংলাদেশে আছি, এবার স্মার্ট বাংলাদেশ গড়তে চাই: শিক্ষামন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ১৭: ৪২
Thumbnail image

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আমরা মানবিক বাংলাদেশে আছি। সেই মানবিকতা ও সৃজনশীলতা বজায় রেখে সমৃদ্ধির স্মার্ট বাংলাদেশ গড়তে চাই। শেখ হাসিনার নেতৃত্বেই এটা সম্ভব।’ 

আজ রোববার দুপুরে কক্সবাজারে অনুষ্ঠিত ‘ন্যানো-বায়ো অ্যান্ড অ্যাডভান্সড ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং-২০২৩’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। 

শিক্ষামন্ত্রী বলেন, ‘চতুর্থ শিল্পবিপ্লবের যত টেকনোলজির কথা বলা হচ্ছে, সেগুলোর মধ্যে ন্যানো-বায়ো টেকনোলজি একটি গুরুত্বপূর্ণ বিষয়।’ মন্ত্রী এ সময় গবেষণা ও উদ্ভাবনের ওপর জোর দেওয়ার তাগিদ দেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘আগামী দুই সপ্তাহের মধ্যে সব শিক্ষার্থীর হাতে পাঠ্যবই শতভাগ পৌঁছে যাবে। এরই মধ্যে প্রাথমিকে ৯০ ভাগ ও মাধ্যমিকে ৮০ ভাগের বেশি শিক্ষার্থী নতুন বই পেয়েছে।’ 

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিকৌশল বিভাগের আয়োজনে শহরের একটি হোটেলে এই সম্মেলন হয়। 

সম্মেলনে যুক্তরাষ্ট্র, স্পেন, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ভারত, সংযুক্ত আরব আমিরাতসহ দেশ-বিদেশের ২৫০ জন শিক্ষক-শিক্ষার্থী ও গবেষক অংশ নেন। 

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল বিভাগের চেয়ারম্যান ড. জাভেদ হোসেন খান সম্মেলনে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট মানুষ ও স্মার্ট টেকনোলজি প্রয়োজন। এ জন্য আমাদের নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে। তাহলে আমাদের উন্নয়ন আরও টেকসই হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত