ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শুরু হয়েছে নবান্নের আমেজ। মাঠে মাঠে আমন ধান কাটা ও মাড়াইয়ের ধুম পড়েছে। সোনালি ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পাড় করছেন কৃষক-কৃষাণীরা।
উপজেলা কৃষি কার্যালয় জানায়, এ উপজেলায় চলতি মৌসুমে আমন ধান চাষাবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫ হাজার ৪২৭ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৫ হাজার ৪৩০ হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে। কৃষি সম্প্রসারণ দপ্তরের দাবি, ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা এবার ছাড়িয়ে যাবে।
উপজেলার বিভিন্ন বিল ও গ্রাম ঘুরে দেখা যায়, মাঠে মাঠে ম ম গন্ধ ছড়াচ্ছে পাকা ধান। হেমন্তে শীতের সকালে সোনালি ধানের মিষ্টি গন্ধে মুখে তৃপ্তির হাসি নিয়ে কৃষক-কৃষাণীরা ধান কাটা, মাড়াই-ঝাড়াই আর খড় শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন। অনেকে আবার বাড়ির উঠানে ছড়িয়ে রেখে ধান শুকাচ্ছেন। কিউবা শুকনো ধান গোলায় তুলছেন।
কৃষকেরা জানান, এবার রোপা আমন ধানের বাম্পার ফলন হয়েছে। বিগত কয়েক বছরের মধ্যে এ বছর কাঙ্ক্ষিত ফসল ঘরে উঠবে।
উপজেলার কৃষক সরাফত আলী জানান, চলতি মৌসুমে তিনি ৫৫ শতক জমিতে রোপা আমন ধান চাষা করেছেন। ধান কাটা শুরু করেছেন। আগামী দশ দিনের মধ্যে সব ধান ঘরে তুলতে পারবেন।
উপজেলার বেজুরা গ্রামের আরেক কৃষক রমজান আলী বলেন, ‘ধার-দেনা করে এ মৌসুমে ৭২ শতক জমিতে ধানের আবাদ করেছিলাম। ফলনও ভালো হয়েছে। ধান তোলা শেষ হলে বিক্রি করে ধার-দেনা মিটিয়ে যা থাকবে তা দিয়েই সংসার চালাব।’
রমজান আলী আরও বলেন, ‘প্রতি বছর ধান তোলার সময় দাম কমে যায়। ধানের দাম স্বাভাবিক থাকলে এবার ঋণ শোধ করতে সমস্যা হবে না।’
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুবুল হাসান বলেন, ‘আমন ধান কাটা শুরু হয়েছে। কৃষকেরা আগামী এক সপ্তাহের মধ্যে সব ধান ঘরে তুলতে পারবেন। এ বছর ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করি।’
মাহবুবুল হাসান আরও বলেন, চলিত মৌসুমে ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন কৃষকদের মাঝে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রদর্শনী ও প্রণোদনার বীজ সার দেওয়া হয়েছে।
ধান বিক্রয়ের বিষয়ে এই কর্মকর্তা বলেন, উপজেলা কৃষি কার্যালয়ের মাধ্যমে খাদ্য গুদাম কর্তৃপক্ষের কাছে কৃষকেরা ধান বিক্রি করলে তাঁরা ধানের সঠিক দাম পাবেন। অথবা এসব ধান সংগ্রহ করে এখন রেখে দিলে তা কিছুদিন পর পাইকারদের কাছে ভালো দামে বিক্রি করতে পারবেন।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শুরু হয়েছে নবান্নের আমেজ। মাঠে মাঠে আমন ধান কাটা ও মাড়াইয়ের ধুম পড়েছে। সোনালি ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পাড় করছেন কৃষক-কৃষাণীরা।
উপজেলা কৃষি কার্যালয় জানায়, এ উপজেলায় চলতি মৌসুমে আমন ধান চাষাবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫ হাজার ৪২৭ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৫ হাজার ৪৩০ হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে। কৃষি সম্প্রসারণ দপ্তরের দাবি, ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা এবার ছাড়িয়ে যাবে।
উপজেলার বিভিন্ন বিল ও গ্রাম ঘুরে দেখা যায়, মাঠে মাঠে ম ম গন্ধ ছড়াচ্ছে পাকা ধান। হেমন্তে শীতের সকালে সোনালি ধানের মিষ্টি গন্ধে মুখে তৃপ্তির হাসি নিয়ে কৃষক-কৃষাণীরা ধান কাটা, মাড়াই-ঝাড়াই আর খড় শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন। অনেকে আবার বাড়ির উঠানে ছড়িয়ে রেখে ধান শুকাচ্ছেন। কিউবা শুকনো ধান গোলায় তুলছেন।
কৃষকেরা জানান, এবার রোপা আমন ধানের বাম্পার ফলন হয়েছে। বিগত কয়েক বছরের মধ্যে এ বছর কাঙ্ক্ষিত ফসল ঘরে উঠবে।
উপজেলার কৃষক সরাফত আলী জানান, চলতি মৌসুমে তিনি ৫৫ শতক জমিতে রোপা আমন ধান চাষা করেছেন। ধান কাটা শুরু করেছেন। আগামী দশ দিনের মধ্যে সব ধান ঘরে তুলতে পারবেন।
উপজেলার বেজুরা গ্রামের আরেক কৃষক রমজান আলী বলেন, ‘ধার-দেনা করে এ মৌসুমে ৭২ শতক জমিতে ধানের আবাদ করেছিলাম। ফলনও ভালো হয়েছে। ধান তোলা শেষ হলে বিক্রি করে ধার-দেনা মিটিয়ে যা থাকবে তা দিয়েই সংসার চালাব।’
রমজান আলী আরও বলেন, ‘প্রতি বছর ধান তোলার সময় দাম কমে যায়। ধানের দাম স্বাভাবিক থাকলে এবার ঋণ শোধ করতে সমস্যা হবে না।’
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুবুল হাসান বলেন, ‘আমন ধান কাটা শুরু হয়েছে। কৃষকেরা আগামী এক সপ্তাহের মধ্যে সব ধান ঘরে তুলতে পারবেন। এ বছর ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করি।’
মাহবুবুল হাসান আরও বলেন, চলিত মৌসুমে ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন কৃষকদের মাঝে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রদর্শনী ও প্রণোদনার বীজ সার দেওয়া হয়েছে।
ধান বিক্রয়ের বিষয়ে এই কর্মকর্তা বলেন, উপজেলা কৃষি কার্যালয়ের মাধ্যমে খাদ্য গুদাম কর্তৃপক্ষের কাছে কৃষকেরা ধান বিক্রি করলে তাঁরা ধানের সঠিক দাম পাবেন। অথবা এসব ধান সংগ্রহ করে এখন রেখে দিলে তা কিছুদিন পর পাইকারদের কাছে ভালো দামে বিক্রি করতে পারবেন।
‘ডিজে পার্টি’তে যাওয়ার পথে নাটোরের বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ ও আশপাশের কয়েকটি এলাকার ৫৭ কিশোরকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার (১ আগস্ট) বেলা ১১টায় জেলার গুরুদাসপুরের খুবজিপুর এলাকা থেকে ওই কিশোরদের আটক করা হয়। পরে তাদের গুরুদাসপুর থানা-পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে।
১১ মিনিট আগেখুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মনোয়ার হোসেন টগর (২৭) নামের এক যুবক খুন হয়েছেন। আজ শুক্রবার রাত সোয়া ৯টার দিকে সোনাডাঙ্গা থানাধীন সবুজবাগ এলাকায় হামলার এ ঘটনা ঘটে। নিহত টগর ওই এলাকার বাসিন্দা জামাল হাওলাদারের ছেলে। মসজিদের পাশে নিজের বাড়িতে তাঁকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
২৯ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদ উপজেলায় পেয়ারাবাগান ও ভাসমান হাটে ঘুরতে আসা যুবকদের নৌকা থেকে লাউড স্পিকার (সাউন্ডবক্স) জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার ঐতিহ্যবাহী পেয়ারার হাট ও বাগানে বেড়াতে এসে কেউ যেন লাউড স্পিকারে গানবাজনা চালিয়ে পরিবেশের ক্ষতি না করেন, সে জন্য সবাইকে সতর্ক করেন আদালত।
৩৩ মিনিট আগে‘দুই দফায় আমার কাছ থেকে চার কোটি টাকা নিয়েছে জনি। এত দিন নিরাপত্তার কারণে অভিযোগ দিইনি। এখন আমার ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধের পথে। তাই আমি সুষ্ঠু বিচারের দাবি করছি।’
৩৭ মিনিট আগে