রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের রাউজানে ছিনতাই হওয়া আটটি গরু উদ্ধার করা হয়েছে। আজ রোববার (১৮ মে) সকাল সাড়ে ৮টায় রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রাউজান রাবার-বাগান থেকে ট্রাকসহ সাড়ে ৬ লাখ টাকা মূল্যের গরুগুলো উদ্ধার করা হয়। একই সঙ্গে ছিনতাইকারীদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, ছিনতাই হওয়া আরেকটি গরু উদ্ধারে চেষ্টা চলছে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া এই তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, গতকাল শনিবার রাত ১২টার দিকে গরু ব্যবসায়ী আবদুর রহিমের ট্রাকসহ ৯টি গরু ছিনতাই হয়। চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রাবার-বাগান এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। চার থেকে পাঁচ ছিনতাইকারী ট্রাক আটকে সেটি থেকে চালক ও ব্যবসায়ী আবদুর রহিমকে ধাক্কা দিয়ে বের করে দেন। তাঁরা আবদুর রহিমের ব্যাগে থাকা নগদ ১ লাখ টাকা, একটি স্মার্ট ফোন ও গরুগুলো নিয়ে ট্রাকে পালিয়ে যান।
পরে রাউজান থানাকে বিষয়টি অবহিত করা হয়। পুলিশ অভিযান চালিয়ে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রাউজান রাবার-বাগান থেকে ট্রাকসহ আটটি গরু উদ্ধার করে। ছিনতাইকারীদের একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এদিকে গরু উদ্ধারের খবরটি ছড়িয়ে পড়লে কয়েকজন গরুমালিক তাঁদের হারানো গরুর সন্ধানে রাউজান থানায় আসেন। তাঁদের একজন নাছির উদ্দিন বলেন, ‘গতকাল রাতে আমার চারটি গরু চুরি হয়েছে। তবে থানায় থাকা গরুগুলোর মধ্যে আমার গরুটি নেই।’ রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘সড়কে গাড়ি আটকে গরু ছিনতাইয়ের বিষয়টি আমাদের অবহিত করার সঙ্গে সঙ্গে অভিযান শুরু করি। রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রাবার-বাগান থেকে আটটি গরু উদ্ধার করা হয়েছে। দুষ্কৃতকারীদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আরও একটি গরু উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে। মোটরসাইকেলের সূত্র ধরে আসামিদের শনাক্ত করা গেছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে। যাদের শানাক্ত করা হয়েছে, তাদের নামে মামলা করা শেষে আদালতের মাধ্যমে গরুগুলো মালিকের কাছে হস্তান্তর করা হবে।’
চট্টগ্রামের রাউজানে ছিনতাই হওয়া আটটি গরু উদ্ধার করা হয়েছে। আজ রোববার (১৮ মে) সকাল সাড়ে ৮টায় রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রাউজান রাবার-বাগান থেকে ট্রাকসহ সাড়ে ৬ লাখ টাকা মূল্যের গরুগুলো উদ্ধার করা হয়। একই সঙ্গে ছিনতাইকারীদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, ছিনতাই হওয়া আরেকটি গরু উদ্ধারে চেষ্টা চলছে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া এই তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, গতকাল শনিবার রাত ১২টার দিকে গরু ব্যবসায়ী আবদুর রহিমের ট্রাকসহ ৯টি গরু ছিনতাই হয়। চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রাবার-বাগান এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। চার থেকে পাঁচ ছিনতাইকারী ট্রাক আটকে সেটি থেকে চালক ও ব্যবসায়ী আবদুর রহিমকে ধাক্কা দিয়ে বের করে দেন। তাঁরা আবদুর রহিমের ব্যাগে থাকা নগদ ১ লাখ টাকা, একটি স্মার্ট ফোন ও গরুগুলো নিয়ে ট্রাকে পালিয়ে যান।
পরে রাউজান থানাকে বিষয়টি অবহিত করা হয়। পুলিশ অভিযান চালিয়ে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রাউজান রাবার-বাগান থেকে ট্রাকসহ আটটি গরু উদ্ধার করে। ছিনতাইকারীদের একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এদিকে গরু উদ্ধারের খবরটি ছড়িয়ে পড়লে কয়েকজন গরুমালিক তাঁদের হারানো গরুর সন্ধানে রাউজান থানায় আসেন। তাঁদের একজন নাছির উদ্দিন বলেন, ‘গতকাল রাতে আমার চারটি গরু চুরি হয়েছে। তবে থানায় থাকা গরুগুলোর মধ্যে আমার গরুটি নেই।’ রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘সড়কে গাড়ি আটকে গরু ছিনতাইয়ের বিষয়টি আমাদের অবহিত করার সঙ্গে সঙ্গে অভিযান শুরু করি। রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রাবার-বাগান থেকে আটটি গরু উদ্ধার করা হয়েছে। দুষ্কৃতকারীদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আরও একটি গরু উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে। মোটরসাইকেলের সূত্র ধরে আসামিদের শনাক্ত করা গেছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে। যাদের শানাক্ত করা হয়েছে, তাদের নামে মামলা করা শেষে আদালতের মাধ্যমে গরুগুলো মালিকের কাছে হস্তান্তর করা হবে।’
‘এই সরকারকে ক্ষমতায় বসানো হয়েছে সুন্দর একটি নির্বাচন দেওয়ার জন্য। কিন্তু আমার মনে হচ্ছে, সরকার নির্বাচন নিয়ে টালবাহানা করছে। এটি কাউকে সুবিধা দেওয়ার জন্য করা হচ্ছে।’
১৪ মিনিট আগেপ্রধান উপদেষ্টা যে সময়টা দিয়েছেন নির্বাচনের জন্য, এ বছরের ডিসেম্বর থেকে পরের বছরের জুনের মধ্যে। আমরা আশা করছি, সে সময়ের মধ্যেই নির্বাচন হবে।
১৭ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর জেলা ও মহানগর কমিটির কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধে অনৈতিক সুবিধা আদায় ও দুর্নীতির অভিযোগ এনে কমিটি দুটির ১৬ নেতা পদত্যাগ করেছেন। আজ রোববার রাত ৮টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি চত্বরে সংবাদ সম্মেলন ডেকে তাঁরা পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগকারীদের অভিযোগ, কমিটির কয়েকজন
১৯ মিনিট আগেঅস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী সিলেটবাসীদের অন্যতম সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস ইনক’র নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১৮ মে) স্থানীয় সময় সন্ধ্যায় সিডনির মিন্টো এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রবাসে সিলেটি সংস্কৃতি ও ঐতিহ্য টিকিয়ে রাখতে সম্মিলিতভাবে
২২ মিনিট আগে