Ajker Patrika

নোয়াখালীতে লকডাউন চলছে, ছোট পরিবহনে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

প্রতিনিধি
আপডেট : ০৫ জুন ২০২১, ১৭: ০০
নোয়াখালীতে লকডাউন চলছে, ছোট পরিবহনে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

নোয়াখালী: করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গতকাল শুক্রবার বিকেলে নোয়াখালী পৌরসভাসহ সদর উপজেলার ছয়টি ইউনিয়নে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। আজ শনিবার ভোর ৬টা থেকে লকডাউন শুরু হলেও তা চলছে ঢিলেঢালাভাবে। তবে শহরের বিভিন্ন স্থানে প্রশাসনের তৎপরতা দেখা গেছে।

আজ সকালে জেলা শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, জেলা শহর মাইজদী থেকে দূরপাল্লার কোনো যানবাহন না ছাড়লেও অভ্যন্তরীণ সড়কে সিএনজি, অটোরিকশা, ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলছে।  শর্তসাপেক্ষে দুজন যাত্রী নিয়ে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা চলার কথা থাকলেও বিধিনিষেধ মানছে না কেউই। সিএনজি ও অটোরিকশাগুলোতে চার-পাঁচ জন করে যাত্রী চলাচল করছে। অনেকেই ঠিকমতো মাস্ক ব্যবহার করছে না। তবে শহরের দোকানপাট ও শপিংমলগুলো বন্ধ রয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বলেন, ঈদ পরবর্তী সময়ে জেলায় করোনা সংক্রমণ আগের চেয়ে কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। তাই জেলা করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির জরুরি বৈঠকের মাধ্যমে পৌরসভা ও সদরের ৬টি ইউনিয়ন এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউন আজ ভোর ৬টা থেকে ১১ জুন রাত ১২টা পর্যন্ত বলবৎ থাকবে।

সিভিল সার্জন আরও জানান, লকডাউন কার্যকর করতে ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ছয়টি মোবাইল টিম ও স্বাস্থ্য বিভাগ থেকে চারটি টিম মাঠে কাজ করছে।   

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

টাঙ্গাইলে মারধরের জেরে মুখোমুখি বণিক সমিতি ও শ্রমিক সংগঠন, পাল্টাপাল্টি বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত