ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি
ফেনীর ছাগলনাইয়ায় মো. ফারহা হোসেন রাফি (১৪) নামের এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে ছাগলনাইয়া পৌর শহরের কলেজ রোডের একটি মাদ্রাসায় এই ঘটনা ঘটে।
লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায়। তিনি বলেন, ‘প্রাথমিক তদন্তে বোঝা যাচ্ছে স্ট্রোকের কারণে মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি স্পষ্ট হবে। ময়নাতদন্তের জন্য লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
নিহত মো. ফারহা হোসেন রাফি ছাগলনাইয়া পৌর শহরের তাহফিজুল কোরআন মডেল হিফজ খানার শিক্ষার্থী ছিল। তার বাড়ি ভোলার লালমোহন থানার মুন্সির হাওলা গ্রামে। তার বাবা মো. জাবেদ হোসেন ছাগলনাইয়া থানা মার্কেটের একটি কম্পিউটার দোকানের মালিক। জাবেদ পরিবার নিয়ে থানা পাড়া পাটোয়ারী ভবনে ভাড়া থাকেন।
জাবেদ হোসেন জানান, আজ সকাল সাড়ে ৭টার দিকে মাদ্রাসার পরিচালক হাফেজ মো. ইমাম হোসেন বাসায় এসে জানান তাঁর ছেলে প্রচণ্ড মাথাব্যথায় অসুস্থ হয়ে পড়েছে। তিনি মাদ্রাসায় গিয়ে দেখতে পান ছেলে রাফি মাদ্রাসার ফ্লোরে পড়ে রয়েছে। উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রাফিকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় জাবেদ হোসেন বাদী হয়ে ছাগলনাইয়া থানায় অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।
তাহফিজুল কোরআন মডেল হিফজ খানার পরিচালক হাফেজ মো. ইমাম হোসেন বলেন, ‘সম্পূর্ণ সুস্থ অবস্থায় রাফি ঘুম থেকে উঠে তাহাজ্জুদ ও ফজর নামাজ পড়ে ক্লাসে কোরআন তিলাওয়াত শুরু করে। এ সময় হঠাৎ তার মাথাব্যথা শুরু হয়। শ্রেণি শিক্ষকের কাছ থেকে ছুটি নিয়ে সে শোয়ার ঘরে চলে যায়। ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক রাফিকে মৃত ঘোষণা করেন।’
ফেনীর ছাগলনাইয়ায় মো. ফারহা হোসেন রাফি (১৪) নামের এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে ছাগলনাইয়া পৌর শহরের কলেজ রোডের একটি মাদ্রাসায় এই ঘটনা ঘটে।
লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায়। তিনি বলেন, ‘প্রাথমিক তদন্তে বোঝা যাচ্ছে স্ট্রোকের কারণে মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি স্পষ্ট হবে। ময়নাতদন্তের জন্য লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
নিহত মো. ফারহা হোসেন রাফি ছাগলনাইয়া পৌর শহরের তাহফিজুল কোরআন মডেল হিফজ খানার শিক্ষার্থী ছিল। তার বাড়ি ভোলার লালমোহন থানার মুন্সির হাওলা গ্রামে। তার বাবা মো. জাবেদ হোসেন ছাগলনাইয়া থানা মার্কেটের একটি কম্পিউটার দোকানের মালিক। জাবেদ পরিবার নিয়ে থানা পাড়া পাটোয়ারী ভবনে ভাড়া থাকেন।
জাবেদ হোসেন জানান, আজ সকাল সাড়ে ৭টার দিকে মাদ্রাসার পরিচালক হাফেজ মো. ইমাম হোসেন বাসায় এসে জানান তাঁর ছেলে প্রচণ্ড মাথাব্যথায় অসুস্থ হয়ে পড়েছে। তিনি মাদ্রাসায় গিয়ে দেখতে পান ছেলে রাফি মাদ্রাসার ফ্লোরে পড়ে রয়েছে। উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রাফিকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় জাবেদ হোসেন বাদী হয়ে ছাগলনাইয়া থানায় অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।
তাহফিজুল কোরআন মডেল হিফজ খানার পরিচালক হাফেজ মো. ইমাম হোসেন বলেন, ‘সম্পূর্ণ সুস্থ অবস্থায় রাফি ঘুম থেকে উঠে তাহাজ্জুদ ও ফজর নামাজ পড়ে ক্লাসে কোরআন তিলাওয়াত শুরু করে। এ সময় হঠাৎ তার মাথাব্যথা শুরু হয়। শ্রেণি শিক্ষকের কাছ থেকে ছুটি নিয়ে সে শোয়ার ঘরে চলে যায়। ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক রাফিকে মৃত ঘোষণা করেন।’
পঞ্চগড়ের দেবীগঞ্জে ডাম্প ট্রাক মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে রুবেল ইসলাম নামের এক মোটর মেকানিকের মৃত্যু হয়েছে। এ সময় ট্রাকের সহকারী হাবিব গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার দুপুরের দিকে উপজেলার ডোমার সড়কের আব্দুলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৫ মিনিট আগেচট্টগ্রামের মিরসরাইয়ে কালবৈশাখী ঝড় ব্যাপক তাণ্ডব চালিয়েছে। আজ সোমবার ভোরে ১ ঘণ্টার ঝড়ে উপজেলার মঘাদিয়া, ইছাখালী ইউনিয়নসহ বিভিন্ন স্থানে শতাধিক বাড়িঘর লন্ডভন্ড হয়ে গেছে। এ ছাড়া গাছপালা ও বিদ্যুৎ সরবরাহের খুঁটি ভেঙে পড়েছে। এতে বন্ধ রয়েছে কয়েটি এলাকার বিদ্যুৎ সংযোগ।
১২ মিনিট আগেসামরিক গোয়েন্দা সংস্থা ডাইরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক ও ময়মনসিংহ ক্যান্টনমেন্টের সাবেক জিওসি (জেনারেল অফিসার কমান্ডিং) অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হামিদুল হক ও তাঁর স্ত্রী নুছরাত জাহান মুক্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
১৪ মিনিট আগেবরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান কমিটির ১ নম্বর সদস্য রফিকুল ইসলাম লাবু পদত্যাগ করেছেন। কারণ হিসেবে লাবু পদত্যাগপত্রে কমিটির নেতাদের শৃঙ্খলাবর্জিত কর্মকাণ্ড, সমন্বয়হীনতা, অবাঞ্ছিত কার্যক্রম ও ব্যাপক অনিয়মের কথা বলেছেন। পাশাপাশি তিনি এক খোলা চিঠিতে উপজেলা নেতাদের বিরুদ্ধে
১৭ মিনিট আগে