বান্দরবান প্রতিনিধি
পার্বত্য বান্দরবানের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-মূল) বান্দরবান জেলার আহ্বায়ক ছোটন কান্তি তঞ্চঙ্গা পদত্যাগ করেছেন। আজ বুধবার দুপুরে জেলা সদরের একটি হোটেল মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে পদত্যাগ করার কারণ প্রসঙ্গে ছোটন কান্তি তঞ্চঙ্গা বলেন, ‘দীর্ঘদিন ধরে আমার শারীরিক অবস্থা নাজুক। উচ্চ রক্তচাপ ও লিভার সিরোসিসে ভুগছি। তাই স্বেচ্ছায় প্রসিতপন্থি ইউপিডিএফ সংগঠনের পদবী ও অর্পিত দায়িত্ব হতে সম্পূর্ণ অব্যাহতি নিচ্ছি। আজ থেকে কোনো জবাবদিহিতা ও দায়িত্ব কর্তব্য পালনে আমি বাধ্য থাকব না।’
এ সময় লিখিত বক্তব্যে ছোটন কান্তি তঞ্চঙ্গা বলেন, ‘১৯৯৭ হতে প্রসিত বিকাশ খীসার পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি পরিপন্থী সংগঠনের দিকে ঝুঁকে পড়ি। পরে ১৯৯৮ সালের ২৬ ডিসেম্বর ইউপিডিএফ নামের নতুন সংগঠন গঠিত হলে, বান্দরবান জেলা ইউনিটের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পাই। দীর্ঘদিন ধরে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে, প্রসিত বিকাশ খীসা পূর্ণ দায়িত্ব শাসন দাবি করলে পার্বত্য চট্টগ্রামে ভ্রাতৃঘাতী সংঘাত শুরু হয়। ইতিমধ্যে এর ব্যাপকতা আরও বৃদ্ধি পেয়েছে। পার্বত্য চুক্তির দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক সমর্থন থাকলেও চুক্তির বিরোধিতা ব্যাপক প্রচার করতে থাকায় চুক্তি বাস্তবায়নে বিলম্ব হয়। তাই অধিকারবঞ্চিত জনগণ চুক্তির বহু বছর পরও শান্তির মুখ দেখতে পাননি।’
সংবাদ সম্মেলনে ছোটন কান্তি আরও বলেন, ‘আন্দোলনকারী সংগঠনগুলিতে বিভক্তি বেড়েছে। তাই বর্তমানে পার্বত্য চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি অত্যন্ত নাজুক অবস্থায় আছে। এই পরিস্থিতি যত দীর্ঘ হবে ততো অধিকারবঞ্চিত জনগণ ক্ষতিগ্রস্ত হবে। তাই দ্বন্দ্ব পরিহার করে ঐক্য স্থাপনের কোনো বিকল্প নেই।’
পদত্যাগ করায় তাঁর উপর কোনো রাজনৈতিক চাপ আসবে কী না এমন প্রশ্নে তিনি সাংবাদিকদের বলেন, ‘শারীরিক অসুস্থতার কারণে আমি পদত্যাগ করছি। আমার ও আমার পরিবারের ওপর কোনো রাজনৈতিক আক্রোশ না রাখার জন্য বিরোধী দলগুলোর প্রতি অনুরোধ করছি।’
পার্বত্য বান্দরবানের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-মূল) বান্দরবান জেলার আহ্বায়ক ছোটন কান্তি তঞ্চঙ্গা পদত্যাগ করেছেন। আজ বুধবার দুপুরে জেলা সদরের একটি হোটেল মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে পদত্যাগ করার কারণ প্রসঙ্গে ছোটন কান্তি তঞ্চঙ্গা বলেন, ‘দীর্ঘদিন ধরে আমার শারীরিক অবস্থা নাজুক। উচ্চ রক্তচাপ ও লিভার সিরোসিসে ভুগছি। তাই স্বেচ্ছায় প্রসিতপন্থি ইউপিডিএফ সংগঠনের পদবী ও অর্পিত দায়িত্ব হতে সম্পূর্ণ অব্যাহতি নিচ্ছি। আজ থেকে কোনো জবাবদিহিতা ও দায়িত্ব কর্তব্য পালনে আমি বাধ্য থাকব না।’
এ সময় লিখিত বক্তব্যে ছোটন কান্তি তঞ্চঙ্গা বলেন, ‘১৯৯৭ হতে প্রসিত বিকাশ খীসার পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি পরিপন্থী সংগঠনের দিকে ঝুঁকে পড়ি। পরে ১৯৯৮ সালের ২৬ ডিসেম্বর ইউপিডিএফ নামের নতুন সংগঠন গঠিত হলে, বান্দরবান জেলা ইউনিটের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পাই। দীর্ঘদিন ধরে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে, প্রসিত বিকাশ খীসা পূর্ণ দায়িত্ব শাসন দাবি করলে পার্বত্য চট্টগ্রামে ভ্রাতৃঘাতী সংঘাত শুরু হয়। ইতিমধ্যে এর ব্যাপকতা আরও বৃদ্ধি পেয়েছে। পার্বত্য চুক্তির দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক সমর্থন থাকলেও চুক্তির বিরোধিতা ব্যাপক প্রচার করতে থাকায় চুক্তি বাস্তবায়নে বিলম্ব হয়। তাই অধিকারবঞ্চিত জনগণ চুক্তির বহু বছর পরও শান্তির মুখ দেখতে পাননি।’
সংবাদ সম্মেলনে ছোটন কান্তি আরও বলেন, ‘আন্দোলনকারী সংগঠনগুলিতে বিভক্তি বেড়েছে। তাই বর্তমানে পার্বত্য চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি অত্যন্ত নাজুক অবস্থায় আছে। এই পরিস্থিতি যত দীর্ঘ হবে ততো অধিকারবঞ্চিত জনগণ ক্ষতিগ্রস্ত হবে। তাই দ্বন্দ্ব পরিহার করে ঐক্য স্থাপনের কোনো বিকল্প নেই।’
পদত্যাগ করায় তাঁর উপর কোনো রাজনৈতিক চাপ আসবে কী না এমন প্রশ্নে তিনি সাংবাদিকদের বলেন, ‘শারীরিক অসুস্থতার কারণে আমি পদত্যাগ করছি। আমার ও আমার পরিবারের ওপর কোনো রাজনৈতিক আক্রোশ না রাখার জন্য বিরোধী দলগুলোর প্রতি অনুরোধ করছি।’
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং জহুরুল হক বিমান ঘাঁটিতে জ্বালানি তেল সরবরাহের জন্য পাইপলাইনে জেট ফুয়েল সরবরাহের কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী আগস্ট মাসে এই পাইপলাইনের কমিশনিং হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন এই প্রকল্পের প্রকল্প পরিচালক ও পদ্মা অয়েল কোম্পানির সহকারী...
৩ ঘণ্টা আগেসাতক্ষীরায় মরিচ্চাপ নদীর ওপর নির্মিত সাতটি সেতু ধসে পড়েছে। এতে সদর ও আশাশুনি উপজেলার অন্তত ২৫টি গ্রামের মানুষের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাদের অভিযোগ, সেতুর নিচ দিয়ে অপরিকল্পিতভাবে নদী খনন এবং নিম্নমানের সামগ্রী দিয়ে সেতু নির্মাণ করায় এমন বিপর্যয় ঘটেছে।
৩ ঘণ্টা আগেপঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাসেবা চলছে পরিত্যক্তঘোষিত এক ভবনে। সেখানে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। জানা গেছে, ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারি ভবনটি আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করা হলেও সেটিতে এখনো রোগী ভর্তি ও চিকিৎসা কার্যক্রম চলছে।
৩ ঘণ্টা আগেময়মনসিংহের গৌরীপুর এবং কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার মোট ১৮৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। পাশাপাশি অনেক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের পদও শূন্য। অবসর, মৃত্যু ও মামলার কারণে এই পদগুলো শূন্য হয়েছে বলে শিক্ষা অফিস সূত্রে জানা গেছে। এতে জোড়াতালি দিয়ে কোনোরকমে...
৩ ঘণ্টা আগে