Ajker Patrika

সোনাগাজীতে বিয়ের দাওয়াত খেয়ে শতাধিক মানুষ অসুস্থ

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ০৩: ৩২
সোনাগাজীতে বিয়ের দাওয়াত খেয়ে শতাধিক মানুষ অসুস্থ

ফেনীর সোনাগাজী উপজেলায় বিয়ের দাওয়াত খেয়ে ১২০ জন অসুস্থ হওয়ায় ঘটনা ঘটেছে। অসুস্থদের মধ্যে ৫০ জনকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা বাড়িতে ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালে ভর্তিকৃতদের মধ্যে পাঁচজন অন্তঃসত্ত্বা নারী, ১০ জন শিশু, ২০ জন বৃদ্ধ, পাঁচজন বৃদ্ধা ও ১০ জন যুবক রয়েছেন। 

গত শুক্রবার মঙ্গলকান্দি ইউনিয়নের আকিলপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

হাসপাতাল কর্তৃপক্ষ, এলাকাবাসী এবং বর-কনে পক্ষের লোকজন জানায়, গত শুক্রবার দুপুরে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালী গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিয়ে বাড়িতে ১৫০ জন বরযাত্রী ও কনে পক্ষের লোকজনসহ দুপক্ষের প্রায় ৩০০ জন লোককে দুপুরের খাওয়ার খাওয়ানো হয়। এতে দুপুর গড়িয়ে বিকেল হতেই অধিকাংশ লোকের পেট ব্যথা ও ডায়রিয়া শুরু হয়। এরপর ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরিবহন ধর্মঘটের কারণে গাড়ি না থাকায় অনেক কষ্টে তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে পিকআপের মাধ্যমে হাসপাতালে নেওয়া হয়। 

মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খাদ্যে বিষক্রিয়ায় দাওয়াত খেয়ে দুপক্ষের প্রায় ১২০ জন লোক অসুস্থ হওয়ার খবর পেয়েছি। কনের বাবার সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন বাবুর্চির কথামতো পণ্য কিনে খাবারের আয়োজন করেছি। তারপরও খাদ্যে বিষক্রিয়ার তিনি সহ অনেকগুলো লোক অসুস্থ হয়ে পড়েছেন। 

সোনাগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. উৎপল দাশ বলেন, খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত বেশ কিছু লোক সোনাগাজী হাসপাতালে ভর্তি হয়েছে। বেশ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ ঘটনায় বরের মামা দুলাল হোসেন বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেয়ে উভয় পক্ষের প্রায় ১২০ জন লোক অসুস্থ হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত