সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচরে সাইকেল বিক্রির পাওনা টাকা চাওয়ার জেরে মারুফ হাসান রাকিব (১২) নামের অষ্টম শ্রেণির এক ছাত্রকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে সহপাঠীর বিরুদ্ধে। গতকাল সোমবার বিকেলে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের চরক্লার্ক গ্রামে এই ঘটনা ঘটে। অভিযোগ ওঠা কিশোরকে থানা-হেফাজতে নিয়েছে পুলিশ।
এদিকে গুরুতর অবস্থায় গতকাল সন্ধ্যার দিকে জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে মারুফকে ভর্তি করা হয়। সেখানে তার প্রথম ধাপে অস্ত্রোপচার করা হয়েছে। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে।
ছুরিকাঘাতে মারুফ জখম হওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির। তিনি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ ওঠা কিশোরকে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
জখম হওয়া মারুফ চরক্লার্ক গ্রামের দুবাই প্রবাসী মো. রফিক উল্যাহর ছেলে। অভিযোগ ওঠা কিশোর হলো মারুফের সহপাঠী। তারা স্থানীয় বাংলাবাজার দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র।
মারুফের চাচা মো. আহসান উল্যাহ বলেন, ‘মারুফের থেকে আট হাজার টাকায় একটি সাইকেল কিনে নেয় তার এক বন্ধু। কিন্তু অনেক দিন পার হলেও টাকা না দেওয়ায় মারুফ ওই বন্ধুকে টাকার জন্য চাপ দেয়। গতকাল বিকেলে মারুফকে টাকা দেওয়ার কথা বলে স্থানীয় হালিম মাস্টারের বাড়ির পাশে সড়কের নির্জন স্থানে নিয়ে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করে ওই বন্ধু। এতে মারুফের থুতনি, বুকে ও পেটে মারাত্মক জখম হয়েছে।’
এ বিষয়ে মাদ্রাসার সুপারিনটেনডেন্ট শেখ ফরিদ বলেন, ‘মারুফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে নোয়াখালী জেলা সদরে পাঠানো হয়। সেখানে অস্ত্রোপচার শেষে ঢাকায় নেওয়া হয়েছে।’
স্থানীয় চরক্লার্ক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাসার বলেন, ‘মারুফের পেট কেটে ভুঁড়ি বের হয়ে গেছে। আমরা তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাৎক্ষণিক অস্ত্রোপচার করেন। এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। সবাই তার জন্য দোয়া করবেন।’
নোয়াখালীর সুবর্ণচরে সাইকেল বিক্রির পাওনা টাকা চাওয়ার জেরে মারুফ হাসান রাকিব (১২) নামের অষ্টম শ্রেণির এক ছাত্রকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে সহপাঠীর বিরুদ্ধে। গতকাল সোমবার বিকেলে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের চরক্লার্ক গ্রামে এই ঘটনা ঘটে। অভিযোগ ওঠা কিশোরকে থানা-হেফাজতে নিয়েছে পুলিশ।
এদিকে গুরুতর অবস্থায় গতকাল সন্ধ্যার দিকে জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে মারুফকে ভর্তি করা হয়। সেখানে তার প্রথম ধাপে অস্ত্রোপচার করা হয়েছে। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে।
ছুরিকাঘাতে মারুফ জখম হওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির। তিনি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ ওঠা কিশোরকে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
জখম হওয়া মারুফ চরক্লার্ক গ্রামের দুবাই প্রবাসী মো. রফিক উল্যাহর ছেলে। অভিযোগ ওঠা কিশোর হলো মারুফের সহপাঠী। তারা স্থানীয় বাংলাবাজার দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র।
মারুফের চাচা মো. আহসান উল্যাহ বলেন, ‘মারুফের থেকে আট হাজার টাকায় একটি সাইকেল কিনে নেয় তার এক বন্ধু। কিন্তু অনেক দিন পার হলেও টাকা না দেওয়ায় মারুফ ওই বন্ধুকে টাকার জন্য চাপ দেয়। গতকাল বিকেলে মারুফকে টাকা দেওয়ার কথা বলে স্থানীয় হালিম মাস্টারের বাড়ির পাশে সড়কের নির্জন স্থানে নিয়ে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করে ওই বন্ধু। এতে মারুফের থুতনি, বুকে ও পেটে মারাত্মক জখম হয়েছে।’
এ বিষয়ে মাদ্রাসার সুপারিনটেনডেন্ট শেখ ফরিদ বলেন, ‘মারুফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে নোয়াখালী জেলা সদরে পাঠানো হয়। সেখানে অস্ত্রোপচার শেষে ঢাকায় নেওয়া হয়েছে।’
স্থানীয় চরক্লার্ক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাসার বলেন, ‘মারুফের পেট কেটে ভুঁড়ি বের হয়ে গেছে। আমরা তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাৎক্ষণিক অস্ত্রোপচার করেন। এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। সবাই তার জন্য দোয়া করবেন।’
মানিকগঞ্জের শিবালয়ে নিজের তৈরি ‘উড়োজাহাজ’ উড়িয়েছেন জুলহাস মোল্লা (২৮) নামের এক বৈদ্যুতিক মিস্ত্রি। আজ মঙ্গলবার (৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জাফরগঞ্জ এলাকায় যমুনার চরে উড়োজাহাজটি আকাশে ওড়ান। এ সময় মানিকগঞ্জের জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন
৪ মিনিট আগেচুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস থেকে ২ কেজি ৪১১ গ্রাম ওজনের ১৮টি সোনার বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচারকারী অভিযোগে দুজনকে আটক করা হয়। জব্দ সোনার বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা বলে বিজিবি জানিয়েছে। আজ মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল
২৮ মিনিট আগেটিনের চাল ও বেড়া দেওয়া কারখানায় থরে থরে সাজানো বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের ম্যাঙ্গো জুসের বোতল। পাশে ভর্তি হওয়ার অপেক্ষায় হাজারো খালি বোতল। একটু দূরে বিশাল ড্রাম জুসে পরিপূর্ণ। কিন্তু পুরো কারখানায় তল্লাশি চালিয়ে অস্তিত্ব পাওয়া যায়নি কোনো আমের। আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা
৩৩ মিনিট আগে১৩৩ কোটি টাকা পাচারের অভিযোগে করা মামলায় সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে আজ মঙ্গলবার (৪ মার্চ) কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজাহারুল ইসলাম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১ ঘণ্টা আগে