প্রতিনিধি, চাঁদপুর
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা যান দেলোয়ার হোসেন (৪৫) নামে এক রোগী। স্বামীর মৃত্যুর পর উন্মাদের মতো আচরণ করতে থাকেন স্ত্রী কুলসুমা বেগম। ছুরি হাতে চিকিৎসক–নার্সসহ অন্য রোগী ও স্বজনদের আঘাত করার চেষ্টা করেন। কিছুক্ষণ পর জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন মেঝেতে।
আজ শুক্রবার বেলা ১২টার দিকে চাঁদপুর সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে এই ঘটনা ঘটে। কোভিডে মৃত দেলোয়ার হোসেন ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম রুপসা গ্রামের জালাল বাশারের ছেলে।
আইসোলেশন ওয়ার্ডে প্রত্যক্ষদর্শী মিশন বেপারীসহ একাধিক জন জানান, তিন দিন ধরে কুলসুমা বেগম স্বামীকে নিয়ে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আছেন। ভর্তি হওয়ার পর থেকে কোনো আত্মীয়–স্বজন তাঁদের খোঁজখবর নিতে আসেনি। এ পরিস্থিতিতে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন কুলসুমা।
তাঁর স্বামীর অক্সিজেন লেভেল অনেক কম ছিল। তিনি আজ বেলা ১২টায় করোনা ওয়ার্ডেই মারা যান। চোখের সামনে স্বামীর এমন মৃত্যু দৃশ্য দেখে উদভ্রান্তের মতো আচরণ করেন কুলসুমা বেগম। ফল কাটার ছুরি নিয়ে ডাক্তার এবং নার্সদের ধাওয়া করেন। অন্য রোগীর স্বজনদেরও ছুরি উঁচিয়ে ভয় দেখান। ১০/১৫ মিনিট ছুরি হাতে হাসপাতালে আতঙ্ক ছড়ান কুলসুমা। এরপর অচেতন হয়ে হাসপাতালের মেঝেতে লুটিয়ে পড়েন।
এ ঘটনার খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই শাহরিন ঘটনাস্থলে গিয়ে হাজির হন। ততক্ষণেও কুলসুমার জ্ঞান ফেরেনি।
দেলোয়ার হোসেনের ভাগিনা নজরুল ইসলাম জানান, তাঁর মামা দীর্ঘদিন কুয়েতে ছিলেন। সেখানেই তাঁর শরীরে বিভিন্ন রোগ ধরা পড়ে। চিকিৎসা করালেও সুস্থ হননি। তাই চিকিৎসার জন্য চার–পাঁচ বছর আগে দেশে ফেরেন। তিনদিন আগে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন।
এ বিষয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ও করোনা ফোকালপার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল বলেন, দেলোয়ার হোসেন গত ৪ আগস্ট আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। তাঁর অক্সিজেন লেভেল অনেক কম ছিল, ৬৫ দশমিক ১ শতাংশ। তিনি করোনায় আক্রান্ত ছিলেন।
তিনি আরও বলেন, আজ বেলা ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আমরা শুনেছি, তাঁর স্ত্রী ফল কাটার ছুরি নিয়ে মানুষকে ধাওয়া করেছেন। অতি শোকে হয়তো তিনি সহিংস আচরণ করেছেন। অবশ্য অল্প সময়ের মধ্যেই অচেতন হয়ে পড়ে গেছেন।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা যান দেলোয়ার হোসেন (৪৫) নামে এক রোগী। স্বামীর মৃত্যুর পর উন্মাদের মতো আচরণ করতে থাকেন স্ত্রী কুলসুমা বেগম। ছুরি হাতে চিকিৎসক–নার্সসহ অন্য রোগী ও স্বজনদের আঘাত করার চেষ্টা করেন। কিছুক্ষণ পর জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন মেঝেতে।
আজ শুক্রবার বেলা ১২টার দিকে চাঁদপুর সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে এই ঘটনা ঘটে। কোভিডে মৃত দেলোয়ার হোসেন ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম রুপসা গ্রামের জালাল বাশারের ছেলে।
আইসোলেশন ওয়ার্ডে প্রত্যক্ষদর্শী মিশন বেপারীসহ একাধিক জন জানান, তিন দিন ধরে কুলসুমা বেগম স্বামীকে নিয়ে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আছেন। ভর্তি হওয়ার পর থেকে কোনো আত্মীয়–স্বজন তাঁদের খোঁজখবর নিতে আসেনি। এ পরিস্থিতিতে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন কুলসুমা।
তাঁর স্বামীর অক্সিজেন লেভেল অনেক কম ছিল। তিনি আজ বেলা ১২টায় করোনা ওয়ার্ডেই মারা যান। চোখের সামনে স্বামীর এমন মৃত্যু দৃশ্য দেখে উদভ্রান্তের মতো আচরণ করেন কুলসুমা বেগম। ফল কাটার ছুরি নিয়ে ডাক্তার এবং নার্সদের ধাওয়া করেন। অন্য রোগীর স্বজনদেরও ছুরি উঁচিয়ে ভয় দেখান। ১০/১৫ মিনিট ছুরি হাতে হাসপাতালে আতঙ্ক ছড়ান কুলসুমা। এরপর অচেতন হয়ে হাসপাতালের মেঝেতে লুটিয়ে পড়েন।
এ ঘটনার খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই শাহরিন ঘটনাস্থলে গিয়ে হাজির হন। ততক্ষণেও কুলসুমার জ্ঞান ফেরেনি।
দেলোয়ার হোসেনের ভাগিনা নজরুল ইসলাম জানান, তাঁর মামা দীর্ঘদিন কুয়েতে ছিলেন। সেখানেই তাঁর শরীরে বিভিন্ন রোগ ধরা পড়ে। চিকিৎসা করালেও সুস্থ হননি। তাই চিকিৎসার জন্য চার–পাঁচ বছর আগে দেশে ফেরেন। তিনদিন আগে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন।
এ বিষয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ও করোনা ফোকালপার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল বলেন, দেলোয়ার হোসেন গত ৪ আগস্ট আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। তাঁর অক্সিজেন লেভেল অনেক কম ছিল, ৬৫ দশমিক ১ শতাংশ। তিনি করোনায় আক্রান্ত ছিলেন।
তিনি আরও বলেন, আজ বেলা ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আমরা শুনেছি, তাঁর স্ত্রী ফল কাটার ছুরি নিয়ে মানুষকে ধাওয়া করেছেন। অতি শোকে হয়তো তিনি সহিংস আচরণ করেছেন। অবশ্য অল্প সময়ের মধ্যেই অচেতন হয়ে পড়ে গেছেন।
গত রোববার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এসে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে নিখোঁজ হন জ্যোতি। তিনি চুয়াডাঙ্গা জেলার বাগানপাড়া থানার মৃত ওলিউল্লাহ আহম্মেদের মেয়ে। জ্যোতি রাজধানীর মিরপুর এলাকায় পরিবার নিয়ে বাস করতেন।
৫ মিনিট আগেনাটোরের বড়াইগ্রামে চাঁদা না পেয়ে ১০টি দোকানে তালা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ জামায়াতে ইসলামীর নেতা ও বিএনপির কর্মীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যা উপজেলার আহম্মেদপুর বাজারে এই ঘটনা ঘটে।
২০ মিনিট আগেকুড়িগ্রামের ফুলবাড়ীতে বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ষষ্ঠ শ্রেণির দুই শিক্ষার্থী মারা গেছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর কুটিচন্দ্রখানা এলাকায় ঘটনা ঘটে। সন্ধ্যায় তাদের মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন।
১ ঘণ্টা আগেসোমবার জামালপুর ও ময়মনসিংহে জুলাই পথযাত্রা করেন এনসিপি। আজ মঙ্গলবার বেলা ১১টায় টাঙ্গাইল শহরের নিরালার মোড়ে পথসভা করবে দলটি। এ জন্য সফরে থাকা দলটির নেতার গতকাল রাতেই টাঙ্গাইলে আসেন। তাঁরা পৌঁছে ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। এর মধ্য দিয়ে এনসিপির টাঙ্গাইলের পদযাত্রা শুরু করা হয়েছে বলে দলটির
২ ঘণ্টা আগে