আবদুল মান্নান ও আকতার হোসেন (খাগড়াছড়ি)
উঁচু-নিচু আকাশ ছোঁয়া পাহাড়ের সৌন্দর্যে ঘেরা খাগড়াছড়ি আর চোখ জুড়ানো মেঘের রাজ্য রাঙামাটির সাজেক। এই দুই পর্যটন এলাকায় গত ১৫ দিনের হরতাল ও অবরোধে চলছে সুনসান নীরবতা। পর্যটন ঘিরে এখানে গড়ে ওঠা প্রায় ৩০০ হোটেল-মোটেল, রিসোর্টে অগ্রিম বুকিং নেই। তেমনি পর্যটক বহনকারী শতাধিক গাড়ির চাকাও প্রায় অচল। ফলে এসবের সঙ্গে জড়িত পাঁচ সহস্রাধিক শ্রমিক, দোকান কর্মচারীর অলস সময় পার করলেও মালিক পক্ষ তাঁদের বেতন, ভাতা গুনতে গিয়ে পুঁজিতে পড়ছে টান। এক কথায় পর্যটন খ্যাত খাগড়াছড়ি ও সাজেকে এখন সুনসান নীরবতা ও স্থবিরতা। গড়ে পর্যটক কমেছে ৭০ শতাংশ।
পর্যটন সংশ্লিষ্টরা জানায়, ২৮ অক্টোবর পরবর্তী বিএনপি-জামায়াতের ডাকা হরতাল ও অবরোধে পর্যটক শূন্য হতে চলছে। ফলে খাগড়াছড়ির পার্বত্য জেলার প্রধান পর্যটন কেন্দ্র আলুটিলার সুড়ঙ্গ, জেলা পরিষদ পার্ক, তৈদুছড়া ঝরনা, রিছাং ঝরনা, মায়াবিনী লেক, মানিকছড়ির মংরাজ বাড়ি, আন্তর্জাতিক ভাবনা কেন্দ্র, ডিসি পার্ক, পানছড়ির রাবার ড্যাম ও অরণ্য কুঠির এখন অনেকটা জনমানবহীন।
অন্যদিকে রাঙামাটির জেলার অন্যতম পর্যটন কেন্দ্র সাজেকের একমাত্র যাতায়াতের ব্যবস্থার প্রাণকেন্দ্র খাগড়াছড়ি। এই দুই জেলার সর্বোচ্চ পর্যটনে ঘুরতে আসেন প্রতিনিয়ত হাজারো দেশি-বিদেশি পর্যটক।
মাত্র ১৫ দিন আগেও যেখানে অগ্রিম বুকিং ছাড়া রাত কাটানো ছিল দায় আর এখন সেখানে শুধু শ্রমিক, কর্মচারী ও মালিক পক্ষের প্রহর গোনা ছাড়া আর কোনো কাজই নেই। ফলে প্রতিনিয়ত হোটেল-মোটেলের কর্মচারী ও যানবাহন শ্রমিকের বেতন ও ভাতায় মালিক পক্ষের টান পড়েছে। পুঁজি খুইয়ে বেতন, ভাতা ও খাবার খাওয়াতে অনেক ছোটখাটো রেস্তোরাঁ ও রিসোর্ট মালিকেরা হিমশিমও খাচ্ছে।
গত শীত মৌসুমে খাগড়াছড়ি ও সাজেকে ভ্রমণপিপাসু জনস্রোতে তিল ধারণের জায়গা ছিল না। অগ্রিম বুকিং পাওয়াও ছিল দুঃস্বপ্ন। আর আজ সেখানে নীরবতা। গত রোববার থেকে আবারও বিএনপির ডাকে চতুর্থ দফার অবরোধ শুরু হওয়ার পর এখানকার পর্যটন খাতে স্থবিরতা ও নীরবতা আবারও বেড়ে গেছে।
সাজেক নীল পাহাড়ি রিসোর্টের মার্কেটিং ও বুকিং ম্যানেজার মো. রাসেল জানান, রিসোর্টের ছয়টি কক্ষে ২৪ জন ব্যক্তি ধারণক্ষমতা সম্পূর্ণ। আজ মাত্র দুটি কক্ষে বুকিং রয়েছে ৮ জন।
খাগড়াছড়ি আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া বলেন, বন্ধের দিনগুলোতে আগের চাইতে কমেছে পর্যটক।
এদিকে সাজেক কটেজ ও মালিক সমিতির সহসভাপতি চাইথোয়াই অং চৌধুরী জয় বলেন, ‘চলমান সারা দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে আমাদের সাজেকের রুম বুকিং ৭০ শতাংশ কমেছে। তরুণ বাইকারসহ যারা শুক্রবার ও শনিবার প্রবেশ করছেন তাঁদের সংখ্যাও অনেক কম। চলমান অবরোধে স্থানীয় প্রশাসন বাড়তি নিরাপত্তা দিয়ে সাজেকে পর্যটন প্রবেশের সুযোগ করে দিচ্ছেন।’
উঁচু-নিচু আকাশ ছোঁয়া পাহাড়ের সৌন্দর্যে ঘেরা খাগড়াছড়ি আর চোখ জুড়ানো মেঘের রাজ্য রাঙামাটির সাজেক। এই দুই পর্যটন এলাকায় গত ১৫ দিনের হরতাল ও অবরোধে চলছে সুনসান নীরবতা। পর্যটন ঘিরে এখানে গড়ে ওঠা প্রায় ৩০০ হোটেল-মোটেল, রিসোর্টে অগ্রিম বুকিং নেই। তেমনি পর্যটক বহনকারী শতাধিক গাড়ির চাকাও প্রায় অচল। ফলে এসবের সঙ্গে জড়িত পাঁচ সহস্রাধিক শ্রমিক, দোকান কর্মচারীর অলস সময় পার করলেও মালিক পক্ষ তাঁদের বেতন, ভাতা গুনতে গিয়ে পুঁজিতে পড়ছে টান। এক কথায় পর্যটন খ্যাত খাগড়াছড়ি ও সাজেকে এখন সুনসান নীরবতা ও স্থবিরতা। গড়ে পর্যটক কমেছে ৭০ শতাংশ।
পর্যটন সংশ্লিষ্টরা জানায়, ২৮ অক্টোবর পরবর্তী বিএনপি-জামায়াতের ডাকা হরতাল ও অবরোধে পর্যটক শূন্য হতে চলছে। ফলে খাগড়াছড়ির পার্বত্য জেলার প্রধান পর্যটন কেন্দ্র আলুটিলার সুড়ঙ্গ, জেলা পরিষদ পার্ক, তৈদুছড়া ঝরনা, রিছাং ঝরনা, মায়াবিনী লেক, মানিকছড়ির মংরাজ বাড়ি, আন্তর্জাতিক ভাবনা কেন্দ্র, ডিসি পার্ক, পানছড়ির রাবার ড্যাম ও অরণ্য কুঠির এখন অনেকটা জনমানবহীন।
অন্যদিকে রাঙামাটির জেলার অন্যতম পর্যটন কেন্দ্র সাজেকের একমাত্র যাতায়াতের ব্যবস্থার প্রাণকেন্দ্র খাগড়াছড়ি। এই দুই জেলার সর্বোচ্চ পর্যটনে ঘুরতে আসেন প্রতিনিয়ত হাজারো দেশি-বিদেশি পর্যটক।
মাত্র ১৫ দিন আগেও যেখানে অগ্রিম বুকিং ছাড়া রাত কাটানো ছিল দায় আর এখন সেখানে শুধু শ্রমিক, কর্মচারী ও মালিক পক্ষের প্রহর গোনা ছাড়া আর কোনো কাজই নেই। ফলে প্রতিনিয়ত হোটেল-মোটেলের কর্মচারী ও যানবাহন শ্রমিকের বেতন ও ভাতায় মালিক পক্ষের টান পড়েছে। পুঁজি খুইয়ে বেতন, ভাতা ও খাবার খাওয়াতে অনেক ছোটখাটো রেস্তোরাঁ ও রিসোর্ট মালিকেরা হিমশিমও খাচ্ছে।
গত শীত মৌসুমে খাগড়াছড়ি ও সাজেকে ভ্রমণপিপাসু জনস্রোতে তিল ধারণের জায়গা ছিল না। অগ্রিম বুকিং পাওয়াও ছিল দুঃস্বপ্ন। আর আজ সেখানে নীরবতা। গত রোববার থেকে আবারও বিএনপির ডাকে চতুর্থ দফার অবরোধ শুরু হওয়ার পর এখানকার পর্যটন খাতে স্থবিরতা ও নীরবতা আবারও বেড়ে গেছে।
সাজেক নীল পাহাড়ি রিসোর্টের মার্কেটিং ও বুকিং ম্যানেজার মো. রাসেল জানান, রিসোর্টের ছয়টি কক্ষে ২৪ জন ব্যক্তি ধারণক্ষমতা সম্পূর্ণ। আজ মাত্র দুটি কক্ষে বুকিং রয়েছে ৮ জন।
খাগড়াছড়ি আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া বলেন, বন্ধের দিনগুলোতে আগের চাইতে কমেছে পর্যটক।
এদিকে সাজেক কটেজ ও মালিক সমিতির সহসভাপতি চাইথোয়াই অং চৌধুরী জয় বলেন, ‘চলমান সারা দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে আমাদের সাজেকের রুম বুকিং ৭০ শতাংশ কমেছে। তরুণ বাইকারসহ যারা শুক্রবার ও শনিবার প্রবেশ করছেন তাঁদের সংখ্যাও অনেক কম। চলমান অবরোধে স্থানীয় প্রশাসন বাড়তি নিরাপত্তা দিয়ে সাজেকে পর্যটন প্রবেশের সুযোগ করে দিচ্ছেন।’
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় হৃদয় মিয়াজি (২৩) নামের আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাতে কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের মনাইরকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
৯ মিনিট আগেগত বছরের ২২ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে নেমে মৃত্যুবরণ করেন দর্শন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুহাম্মদ সোহাদ হক। তারপর এক বছর চলে গেলেও এখনো তাঁর মৃত্যুর রহস্য উদ্ঘাটন হয়নি। এ ঘটনাকে কেন্দ্র করে গত বছর সুইমিংপুল বন্ধ করে দেওয়া হয়।
৩৩ মিনিট আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) আমরণ অনশন কর্মসূচিতে আজ মঙ্গলবার অসুস্থ হয়ে পড়েছেন চার শিক্ষার্থী। তাঁদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের সূত্রে এ তথ্য জানা গেছে। কুয়েটের শিক্ষকেরা একাধিকবার শিক্ষার্থীদের কাছে গিয়ে অনশন প্রত্যাহারের অনুরোধ জানালেও স
৩৪ মিনিট আগেরাজধানীর হাজারীবাগের মধুবাজার এলাকার ৯তলার একটি বাড়ি থেকে পড়ে এক শিশু গৃহকর্মীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা সোয়া ৩টার দিকে মধুবাজার, ১০-এ নম্বর রোডের বাসায় এই ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগে