Ajker Patrika

বিদিশার বিরুদ্ধে ২ কোটি টাকার প্রতারণার মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বিদিশার বিরুদ্ধে ২ কোটি টাকার প্রতারণার মামলা

১ কোটি ৮০ লাখ টাকা প্রতারণার অভিযোগে চট্টগ্রামে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তন স্ত্রী বিদিশাসহ তিনজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মোরশেদ মঞ্জুর রুবেল নামে এক ব্যবসায়ী বাদী হয়ে এ আবেদন করেন। 

আদালতের বেঞ্চ সহকারী মো. হাশেম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আদালত মামলার শুনানির জন্য আগামী ৫ আগস্ট পরবর্তী দিন ধার্য করেছেন। ওই দিন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পরবর্তী আদেশ দেবেন।’ 

মামলার অন্য দুই বিবাদী হলেন-রাশেদুল ইসলাম রাশেদ ও শাহজাদা খন্দকার। 

মামলার আবেদনে বলা হয়, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর পারিবারিক জটিলতায় বিদিশা ও তার ছেলে এরিক এরশাদ আর্থিক অসুবিধায় পড়েন। ব্যবসায়ী মোরশেদ মঞ্জুর রুবেল নগদ এক কোটি ৮০ লাখ টাকা ধার দেন বিদিশা ও এরিককে। কিন্তু ওই টাকা তিনি পরিশোধ না করে প্রতারণার আশ্রয় নেন। টাকা পরিশোধ করার জন্য এরিককে লিগ্যাল নোটিশ দেওয়ায় বিদিশা ক্ষিপ্ত হয়ে বাদীকে (মোরশেদ) প্রাণনাশের হুমকি দেন। 

চলতি বছরের ২১ এপ্রিল নগরীর খুলশীর শফি টাওয়ারে মোরশেদের বৃদ্ধ বাবা-মা ও তার ছেলেকে বিদিশার পা ধরে ক্ষমা চাইতে বলেন বিবাদী রাশেদুল ইসলাম রাশেদ ও শাহজাদা খন্দকার। 

এ সময় তারা মোরশেদের ঘরে থাকা ১০ লাখ টাকা মূল্যের ২২টি হাতঘড়ি, বিভিন্ন ব্যাংকের স্বাক্ষরবিহীন ছয়টি চেকবই, তিনটি স্মার্ট ফোন, বিদিশা ও এরিক এরশাদের কাছ থেকে কেনা গাড়ির ডকুমেন্ট, বিভিন্ন গুরুত্বপূর্ণ দলিলসহ ব্যাগে রক্ষিত নগদ ৪০ হাজার টাকা নিয়ে যায় বলে উল্লেখ করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত