কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে খুনের বদলা নিতে প্রতিপক্ষের লোকজন সাইফুল ইসলাম (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাত ও কুপিয়ে হত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহ পরীর দ্বীপ দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতের পর সাইফুলকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর আগে সকালে নিহত সাইফুলের স্বজনেরা পূর্ব শত্রুতার জেরে রেজাউল করিম (৩০) নামে আরেক যুবকে কুপিয়ে হত্যা করে। নিহত রেজাউল সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়ার হামিদ হোসেনের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই এলাকায় বানু ও নুরু হাকিম বংশের মধ্যে এক বছর ধরে বিরোধ চলে আসছে। এর জেরে একাধিকবার হামলা ও মামলার ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার সকালে বানুপক্ষের লোকজন রেজাউল নামে একজনকে কুপিয়ে হত্যা করে। এ হত্যার বদলা নিতে অপরপক্ষের (নুর হাকিম) লোকজন খুঁজতে গিয়ে সাইফুলকে পেয়ে হামলা করে। এ সময় সাইফুলকে ছুরিকাহত করা হয়। হামলায় সাইফুলের স্ত্রী জাহেদা ও তাঁর বোনও আহত হন।
রেজাউল করিমের মামা মোহাম্মদ আয়াস জানান, বৃহস্পতিবার সকালে রেজাউল করিম, শাহ এমরান ও নুর করিমকে নিয়ে তিনি একটি অটোরিকশায় কক্সবাজার যাচ্ছিলেন। পথিমধ্যে শাহপরীর দ্বীপ তিন রাস্তার মাথা এলাকায় পৌঁছলে উত্তরপাড়ার মোহাম্মদ ফরহাদের নেতৃত্বে কয়েকজন দা, লোহার রড নিয়ে অটোরিকশাটির গতিরোধ করে।
এ সময় রেজাউল করিমসহ তারা চারজন পালানোর চেষ্টা করেন। তখন হামলাকারীরা রেজাউলের হাত, পা ও মাথাসহ শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রেজাউলকে মৃত ঘোষণা করেন।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, পূর্ব শত্রুতার জেরে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় দুই যুবক নিহত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি। তবে পুলিশ ঘটনার কারণ জানতে কাজ শুরু করেছে।
কক্সবাজারের টেকনাফে খুনের বদলা নিতে প্রতিপক্ষের লোকজন সাইফুল ইসলাম (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাত ও কুপিয়ে হত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহ পরীর দ্বীপ দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতের পর সাইফুলকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর আগে সকালে নিহত সাইফুলের স্বজনেরা পূর্ব শত্রুতার জেরে রেজাউল করিম (৩০) নামে আরেক যুবকে কুপিয়ে হত্যা করে। নিহত রেজাউল সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়ার হামিদ হোসেনের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই এলাকায় বানু ও নুরু হাকিম বংশের মধ্যে এক বছর ধরে বিরোধ চলে আসছে। এর জেরে একাধিকবার হামলা ও মামলার ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার সকালে বানুপক্ষের লোকজন রেজাউল নামে একজনকে কুপিয়ে হত্যা করে। এ হত্যার বদলা নিতে অপরপক্ষের (নুর হাকিম) লোকজন খুঁজতে গিয়ে সাইফুলকে পেয়ে হামলা করে। এ সময় সাইফুলকে ছুরিকাহত করা হয়। হামলায় সাইফুলের স্ত্রী জাহেদা ও তাঁর বোনও আহত হন।
রেজাউল করিমের মামা মোহাম্মদ আয়াস জানান, বৃহস্পতিবার সকালে রেজাউল করিম, শাহ এমরান ও নুর করিমকে নিয়ে তিনি একটি অটোরিকশায় কক্সবাজার যাচ্ছিলেন। পথিমধ্যে শাহপরীর দ্বীপ তিন রাস্তার মাথা এলাকায় পৌঁছলে উত্তরপাড়ার মোহাম্মদ ফরহাদের নেতৃত্বে কয়েকজন দা, লোহার রড নিয়ে অটোরিকশাটির গতিরোধ করে।
এ সময় রেজাউল করিমসহ তারা চারজন পালানোর চেষ্টা করেন। তখন হামলাকারীরা রেজাউলের হাত, পা ও মাথাসহ শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রেজাউলকে মৃত ঘোষণা করেন।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, পূর্ব শত্রুতার জেরে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় দুই যুবক নিহত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি। তবে পুলিশ ঘটনার কারণ জানতে কাজ শুরু করেছে।
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়ন অভিযান চালিয়ে হাবিব টিটু (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাঁর কাছ থেকে একটি এলজি উদ্ধার করা হয়।
৯ মিনিট আগেকিশোরগঞ্জে যুবলীগ নেতা মো. রবিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে লতিবাবাদ ইউনিয়নের মুকসেদপুর বড়পুল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৩ মিনিট আগেসিলেটের বিশ্বনাথে সড়কের পাশ থেকে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাঁর নাম-পরিচয় শনাক্ত হয়নি। বয়স আনুমানিক ৩২ বলে পুলিশ জানিয়েছে। গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বাওনপুর-ধনপুর পীরের বাজার এলাকায় সড়কের পাশে ওই ব্যক্তির লাশ দেখতে পায় স্থানীয় লোকজন।
২ ঘণ্টা আগেরাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
৯ ঘণ্টা আগে