ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের ফরিদগঞ্জে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় হামলার শিকার হলেন বাবা। উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের পাটওয়ারী বাজারে গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিচার চেয়ে আজ সোমবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আবুল কাশেম নামের আহত ওই ব্যক্তি। অভিযোগের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান।
জানা গেছে, আবুল কাশেম গাজীর মেয়ে স্থানীয় একটি স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ে। স্কুলে আসা-যাওয়ার পথে বিভিন্ন সময় হাসানসহ দুই-তিনজন যুবক ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন। ঘটনার দিন সন্ধ্যার পর ওই ছাত্রীকে বাড়ি থেকে তুলে নেওয়ার চেষ্টা করেন অভিযুক্ত মো. হাসান, মো. ফারুক ও মো. সাব্বির। এ সময় তাঁদের বাধা দিলে আবুল কাশেমকে পিটিয়ে জখম করা হয়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।
আবুল কাশেম আজকের পত্রিকাকে বলেন, ‘মো. হাসান, মো. ফারুক ও মো. সাব্বির দীর্ঘদিন ধরে আমার মেয়েকে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করে। বর্তমানে স্কুল বন্ধ থাকায় আমার মেয়েকে উঠিয়ে নিতে তাঁরা আমার বাড়িতে আসে। এ সময় আমি বাধা দিই। পরে রাত সাড়ে ৮টার দিকে আমি বাজারে গেলে তাঁরা আমাকে কিল-ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে।’
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য খোরশেদ মিয়া বলেন, ‘ঘটনার সময় আমি ওই স্থানে ছিলাম। সম্পূর্ণ অন্যায়ভাবে সংঘবদ্ধ হয়ে কাশেমের ওপর হামলা চালায় উত্ত্যক্তকারীরা।’
এদিকে হামলার কথা স্বীকার করে অভিযুক্ত হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘ওই মেয়ের সঙ্গে আমার সম্পর্ক রয়েছে। আমাকে গালমন্দ করায় আমি তাঁর বাবাকে পিটিয়েছি।’
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান আজকের পত্রিকাকে বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
চাঁদপুরের ফরিদগঞ্জে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় হামলার শিকার হলেন বাবা। উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের পাটওয়ারী বাজারে গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিচার চেয়ে আজ সোমবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আবুল কাশেম নামের আহত ওই ব্যক্তি। অভিযোগের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান।
জানা গেছে, আবুল কাশেম গাজীর মেয়ে স্থানীয় একটি স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ে। স্কুলে আসা-যাওয়ার পথে বিভিন্ন সময় হাসানসহ দুই-তিনজন যুবক ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন। ঘটনার দিন সন্ধ্যার পর ওই ছাত্রীকে বাড়ি থেকে তুলে নেওয়ার চেষ্টা করেন অভিযুক্ত মো. হাসান, মো. ফারুক ও মো. সাব্বির। এ সময় তাঁদের বাধা দিলে আবুল কাশেমকে পিটিয়ে জখম করা হয়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।
আবুল কাশেম আজকের পত্রিকাকে বলেন, ‘মো. হাসান, মো. ফারুক ও মো. সাব্বির দীর্ঘদিন ধরে আমার মেয়েকে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করে। বর্তমানে স্কুল বন্ধ থাকায় আমার মেয়েকে উঠিয়ে নিতে তাঁরা আমার বাড়িতে আসে। এ সময় আমি বাধা দিই। পরে রাত সাড়ে ৮টার দিকে আমি বাজারে গেলে তাঁরা আমাকে কিল-ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে।’
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য খোরশেদ মিয়া বলেন, ‘ঘটনার সময় আমি ওই স্থানে ছিলাম। সম্পূর্ণ অন্যায়ভাবে সংঘবদ্ধ হয়ে কাশেমের ওপর হামলা চালায় উত্ত্যক্তকারীরা।’
এদিকে হামলার কথা স্বীকার করে অভিযুক্ত হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘ওই মেয়ের সঙ্গে আমার সম্পর্ক রয়েছে। আমাকে গালমন্দ করায় আমি তাঁর বাবাকে পিটিয়েছি।’
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান আজকের পত্রিকাকে বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
সিলেটের গোয়াইনঘাটে মিষ্টির দোকানে এক ব্যবসায়ীর অর্ধগলিত ঝুলন্ত লাশ পাওয়া গেছে। গতকাল রোববার রাতে উপজেলার জাফলংয়ের মামার বাজার মন্দিরসংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যবসায়ীর নাম রাজীব সরকার (৩০)। তিনি নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার জয়কৃষ্ণ সরকারের ছেলে।
২৯ মিনিট আগেরাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাত করে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। মানববন্ধন থেকে তাঁরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন।
৩১ মিনিট আগেসুনামগঞ্জ মেডিকেল কলেজে দাবি না মানা পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল ৯টায় সুনামগঞ্জ মেডিকেল কলেজের প্রশাসনিক ও একাডেমি ভবনের ফটকে তালা দিয়ে রক্তাক্ত প্রতীকী অ্যাপ্রোন ঝুলিয়ে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
৩৯ মিনিট আগেদিনাজপুরের বীরগঞ্জে এক যুবক তাঁর স্ত্রীকে খোলা তালাক দিয়ে ১০ লিটার দুধ দিয়ে গোসল করেছেন। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রায় এক বছরের স্বামী–স্ত্রীর দাম্পত্য কলহ থেকে মুক্তি পাওয়ায় দুধ দিয়ে গোসল করেছেন বলে দাবি আব্দুর রহিমের ছেলে মো. সোহাগ ইসলামের।
৪২ মিনিট আগে