চাঁদপুর প্রতিনিধি
নিষিদ্ধ সময়ে মাছ আহরণ থেকে বিরত থাকা নিবন্ধিত ৪৩ হাজার ৭৭৫ জন নিবন্ধিত জেলের মাঝে খাদ্যসহায়তা হিসেবে ২৫ কেজি করে চাল দেওয়া হয়েছে। প্রজনন রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।
আজ বুধবার (১৬ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত মেঘনা নদীর পশ্চিমে সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে ২ হাজার ৪৩৭ জেলের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়।
চাল বিতরণকালে সরকারি প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাসহ স্থানীয় রাজনৈতিক দলের নেতা–কর্মীরা।
সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, সরকারি নির্দেশনার আলোকে ১১ থেকে ১৩ অক্টোবরের মধ্যে এসব বরাদ্দকৃত চাল বিতরণ করার কথা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতি ও প্রেক্ষাপটে অনেক ইউনিয়নের জনপ্রতিনিধি উপস্থিত না থাকায় খাদ্যগুদাম থেকে চাল উত্তোলনসহ বিতরণ কার্যক্রম বিলম্ব হয়।
জেলা মৎস্য অফিসের জরিপ কর্মকর্তা ফারহানা আক্তার রুমা জানান, জেলায় ৪৭ হাজার ১৫৩ জন নিবন্ধিত জেলে থাকলেও বিজিএফ বরাদ্দ এসেছে ৪৩ হাজার ৭৭৫ জনের। এর মধ্যে মতলব উত্তর উপজেলায় ৮ হাজার ২১৭ জন, মতলব দক্ষিণে ৫ হাজার ৩১৮, সদর উপজেলায় ১৯ হাজার ৯৮৪ এবং হাইমচর উপজেলায় ১০ হাজার ২৫৬ জনের জন্য ২৫ কেজি করে ১ হাজার ৯৪ টন ৩৭৫ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
নিষিদ্ধ সময়ে মাছ আহরণ থেকে বিরত থাকা নিবন্ধিত ৪৩ হাজার ৭৭৫ জন নিবন্ধিত জেলের মাঝে খাদ্যসহায়তা হিসেবে ২৫ কেজি করে চাল দেওয়া হয়েছে। প্রজনন রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।
আজ বুধবার (১৬ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত মেঘনা নদীর পশ্চিমে সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে ২ হাজার ৪৩৭ জেলের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়।
চাল বিতরণকালে সরকারি প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাসহ স্থানীয় রাজনৈতিক দলের নেতা–কর্মীরা।
সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, সরকারি নির্দেশনার আলোকে ১১ থেকে ১৩ অক্টোবরের মধ্যে এসব বরাদ্দকৃত চাল বিতরণ করার কথা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতি ও প্রেক্ষাপটে অনেক ইউনিয়নের জনপ্রতিনিধি উপস্থিত না থাকায় খাদ্যগুদাম থেকে চাল উত্তোলনসহ বিতরণ কার্যক্রম বিলম্ব হয়।
জেলা মৎস্য অফিসের জরিপ কর্মকর্তা ফারহানা আক্তার রুমা জানান, জেলায় ৪৭ হাজার ১৫৩ জন নিবন্ধিত জেলে থাকলেও বিজিএফ বরাদ্দ এসেছে ৪৩ হাজার ৭৭৫ জনের। এর মধ্যে মতলব উত্তর উপজেলায় ৮ হাজার ২১৭ জন, মতলব দক্ষিণে ৫ হাজার ৩১৮, সদর উপজেলায় ১৯ হাজার ৯৮৪ এবং হাইমচর উপজেলায় ১০ হাজার ২৫৬ জনের জন্য ২৫ কেজি করে ১ হাজার ৯৪ টন ৩৭৫ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
বরিশালে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ছাত্রদলের নতুন কমিটি গঠনে কাউন্সিলের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রায় ২ হাজার ৭০০ শিক্ষার্থীকে সদস্যপদ দিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শেষ পর্যায়ে।
২৫ মিনিট আগেসিরাজগঞ্জের সদর উপজেলার ছাতিয়ানতলীতে গড়ে উঠছে অন্যতম বৃহৎ বিসিক শিল্পপার্ক। উত্তরবঙ্গকে দেশের অন্যতম শিল্পাঞ্চলে রূপ দেওয়ার স্বপ্ন ছিল এ প্রকল্প ঘিরে। তবে ৭১৯ কোটি টাকার এ প্রকল্পের কাজ শেষ না করেই উদ্যোক্তাদের কাছে প্লট হস্তান্তর করায় ক্ষোভে ফুঁসছেন শিল্পোদ্যোক্তারা।
২৮ মিনিট আগেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো ভিলেজের আমদানি কার্গো (পণ্য) কমপ্লেক্সে বিভিন্ন আমদানি পণ্যের পাশাপাশি মেয়াদোত্তীর্ণ রাসায়নিক দ্রব্যও মজুত ছিল। স্তূপাকারে ছিল দীর্ঘ দিন ধরে বাজেয়াপ্ত পুরোনো ও নষ্ট মালামাল। ঢাকা কাস্টমস সূত্রে এসব তথ্য জানা গেছে।
৩২ মিনিট আগেরাজধানীর মিরপুরের শিয়ালবাড়ী এলাকায় একটি কারখানার ফটকে দায়িত্ব পালন করেন পঞ্চাশোর্ধ্ব ফোরকান মোল্লা। ছয় দিন আগে পাশের রাস্তায় রাসায়নিক গুদাম ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। ঘটনার পরদিন তাঁর চোখে জ্বালাপোড়া, শ্বাসকষ্ট ও বমিভাব দেখা দেয়। চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়েছেন।
১ ঘণ্টা আগে