ভোলা প্রতিনিধি
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় পাওয়ার অভিযোগে এক স্কুলশিক্ষককে পিটুনি দিয়েছে শিক্ষার্থীসহ স্থানীয় লোকজন। পরে তাঁকে জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
ওই শিক্ষকের নাম রক্তিম শর্মা। তিনি বোরহানউদ্দিন সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের গণিত বিষয়ের শিক্ষক। একই সঙ্গে তাঁর একটি কম্পিউটার প্রশিক্ষণের দোকান রয়েছে।
জানা গেছে, আজ বুধবার সকালে উপজেলা শহরের হাওলাদার মার্কেট এলাকায় শর্মা কম্পিউটার ট্রেনিং সেন্টারে রক্তিম শর্মাকে তাঁর এক ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন স্থানীয় লোকজন। পরে তাঁকে মারধর করা হয়।
স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, রক্তিম শর্মার বিরুদ্ধে তাঁর বিদ্যালয়ের ছাত্রীদের আপত্তিকর খুদেবার্তা (মেসেজ) দেওয়া, শ্লীলতাহানিসহ নানা অভিযোগ রয়েছে। আজ সকাল ১০টার দিকে তাঁর কম্পিউটার ট্রেনিং সেন্টারে এক ছাত্রীর সঙ্গে তাঁকে আপত্তিকর অবস্থায় দেখে আটকে রাখেন স্থানীয় লোকজন। একপর্যায়ে শিক্ষককে গণপিটুনি দিয়ে জুতার মালা পরানো হয়। খবর পেয়ে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়।
বাবুল নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, রক্তিম শর্মা ২০০৬ সালে কাচিয়া ইসলামিয়া দাখিল কম্পিউটার বিষয়ের শিক্ষক ছিলেন। তখন সেই মাদ্রাসার ছাত্রীদের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হওয়ার অভিযোগে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। পরে তিনি বিদেশে চলে যান। সেখান থেকে ফিরে ২০১০ সালে বোরহানউদ্দিন সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে যোগ দেন।
জানতে চাইলে বোরহানউদ্দিন সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভাস চন্দ্র দাস আজকের পত্রিকাকে বলেন, ‘রক্তিম শর্মার বিরুদ্ধে অভিযোগ শুনেছি। এ ব্যাপারে আগামীকাল বৃহস্পতিবার বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা ডাকা হয়েছে। সভায় সিদ্ধান্ত অনুযায়ী তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
ঘটনার পর রক্তিম শর্মা পুলিশের হেফাজতে থাকায় অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, ‘রক্তিম শর্মা নামের এক শিক্ষক পুলিশ হেফাজতে আছেন। তাঁর বিরুদ্ধে এক ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় পাওয়ার অভিযোগ শুনেছি। ঘটনাটির তদন্ত চলছে। তবে এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় পাওয়ার অভিযোগে এক স্কুলশিক্ষককে পিটুনি দিয়েছে শিক্ষার্থীসহ স্থানীয় লোকজন। পরে তাঁকে জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
ওই শিক্ষকের নাম রক্তিম শর্মা। তিনি বোরহানউদ্দিন সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের গণিত বিষয়ের শিক্ষক। একই সঙ্গে তাঁর একটি কম্পিউটার প্রশিক্ষণের দোকান রয়েছে।
জানা গেছে, আজ বুধবার সকালে উপজেলা শহরের হাওলাদার মার্কেট এলাকায় শর্মা কম্পিউটার ট্রেনিং সেন্টারে রক্তিম শর্মাকে তাঁর এক ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন স্থানীয় লোকজন। পরে তাঁকে মারধর করা হয়।
স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, রক্তিম শর্মার বিরুদ্ধে তাঁর বিদ্যালয়ের ছাত্রীদের আপত্তিকর খুদেবার্তা (মেসেজ) দেওয়া, শ্লীলতাহানিসহ নানা অভিযোগ রয়েছে। আজ সকাল ১০টার দিকে তাঁর কম্পিউটার ট্রেনিং সেন্টারে এক ছাত্রীর সঙ্গে তাঁকে আপত্তিকর অবস্থায় দেখে আটকে রাখেন স্থানীয় লোকজন। একপর্যায়ে শিক্ষককে গণপিটুনি দিয়ে জুতার মালা পরানো হয়। খবর পেয়ে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়।
বাবুল নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, রক্তিম শর্মা ২০০৬ সালে কাচিয়া ইসলামিয়া দাখিল কম্পিউটার বিষয়ের শিক্ষক ছিলেন। তখন সেই মাদ্রাসার ছাত্রীদের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হওয়ার অভিযোগে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। পরে তিনি বিদেশে চলে যান। সেখান থেকে ফিরে ২০১০ সালে বোরহানউদ্দিন সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে যোগ দেন।
জানতে চাইলে বোরহানউদ্দিন সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভাস চন্দ্র দাস আজকের পত্রিকাকে বলেন, ‘রক্তিম শর্মার বিরুদ্ধে অভিযোগ শুনেছি। এ ব্যাপারে আগামীকাল বৃহস্পতিবার বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা ডাকা হয়েছে। সভায় সিদ্ধান্ত অনুযায়ী তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
ঘটনার পর রক্তিম শর্মা পুলিশের হেফাজতে থাকায় অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, ‘রক্তিম শর্মা নামের এক শিক্ষক পুলিশ হেফাজতে আছেন। তাঁর বিরুদ্ধে এক ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় পাওয়ার অভিযোগ শুনেছি। ঘটনাটির তদন্ত চলছে। তবে এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ী এলাকায় একটি কারখানার ফটকে দায়িত্ব পালন করেন পঞ্চাশোর্ধ্ব ফোরকান মোল্লা। ছয় দিন আগে পাশের রাস্তায় রাসায়নিক গুদাম ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। ঘটনার পরদিন তাঁর চোখে জ্বালাপোড়া, শ্বাসকষ্ট ও বমিভাব দেখা দেয়। চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়েছেন।
২ মিনিট আগেঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আমদানি কার্গো ভবনের আগুন প্রায় ২৭ ঘণ্টার চেষ্টায় নিভেছে। এর আগেই ভবনে থাকা আমদানি করা সব পণ্য পুড়ে গেছে। এগুলোর মধ্যে ছিল জীবন রক্ষাকারী ওষুধ তৈরির কাঁচামাল, গার্মেন্টস পণ্য, কম্পিউটার ও মোবাইলের যন্ত্রাংশ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের
৯ মিনিট আগেবাগেরহাটের মোংলা ও খুলনার দাকোপ উপজেলার ১০ হাজারের বেশি শ্রমিককে জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে করে দুটি নদী পার হয়ে প্রতিদিন কর্মস্থল মোংলা ইপিজেড ও মোংলা বন্দর শিল্পাঞ্চলে আসা-যাওয়া করতে হয়। এসব কর্মজীবী মানুষকে পারাপারে ট্রলারচালক ও মালিক সমিতি কোনো নিয়মনীতির তোয়াক্কা করে না বলে অভিযোগ রয়েছে।
১৬ মিনিট আগেসুনামগঞ্জের যাদুকাটা নদীতে চলছে বালু লুটের মহোৎসব। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে হুমকির মুখে রয়েছে নদীর তীরবর্তী বসতবাড়ি ও কৃষিজমি থেকে শুরু করে রাস্তাঘাট, ৮৬ কোটি টাকার আরেফিন-অদ্বৈত মৈত্রী সেতু এবং ঐতিহ্যবাহী অদ্বৈত মন্দিরের মতো স্থাপনা।
১৯ মিনিট আগে