Ajker Patrika

বরিশালে ব্যাটারিচালিত যানবাহন শ্রমিকদের মিছিল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে ব্যাটারিচালিত যানবাহন শ্রমিকদের মিছিল

বরিশাল নগরীতে ব্যাটারিচালিত যানবাহন শ্রমিকেরা বিক্ষোভ মিছিল করেছে। আজ শনিবার দুপুরে মিছিলটি ফজলুল হক অ্যাভিনিউ নগর ভবন মোড় অতিক্রম করার সময়ে অজ্ঞাতব্যক্তিরা মিছিলের মধ্যে ঢুকে হট্টগোল করে। এ সময়ে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও উত্তেজনা হয়। এর আগে সদর রোডে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের আয়োজনে শ্রমিকেরা সমাবেশ করেন।

সংগঠনের প্রধান উপদেষ্টা বাসদ নেত্রী ডা. মনিষা চক্রবর্তী বলেন, বিএম কলেজের অশ্বিনী কুমার ছাত্রাবাসের সামনে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছিলেন। নগর ভবন মোড় অতিক্রম করার সময় অজ্ঞাত এক যুবক ট্রাফিক পুলিশের বাঁধা উপেক্ষা করে মোটরসাইকেল নিয়ে মিছিলের মধ্যে ঢুকে পড়ে। একই সময়ে আরও কয়েকজন মিছিলের মধ্যে ঢুকে শ্রমিকদের সঙ্গে ধাক্কাধাক্কিতে লিপ্ত হয়। এতে কয়েকজন মিছিলকারী আহত হন। 

মনিষা বলেন, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি মিছিল নিয়ে দ্রুত এলাকা ত্যাগ করেন। সরকারি দল সমর্থিত ব্যাটারিচালিত যানবহনের আরেকটি শ্রমিক সংগঠন হামলায় জড়িত থাকতে পারে বলে অভিযোগ ডা. মনিষার। 

মিছিলের আগে শ্রমিক সমাবেশে বক্তারা বলেন, গত ২৬ জানুয়ারি আইনশৃঙ্খলা কমিটির সভার পর অযৌক্তিকভাবে ট্রাফিক হয়রানি ও মামলা দেওয়া বেড়ে গেছে। বিভিন্ন সড়কে ব্যাটারিচালিত যানবাহন চলাচল বন্ধে মাইকিং করা হচ্ছে। 

এ উদ্যোগ শ্রমিকদের পেটে লাথি মারার শামিল। বক্তারা ব্যাটারিচালিত যানবাহনের বিআরটিএর মাধ্যমে লাইসেন্স প্রদান, ট্রাফিক হয়রানি বন্ধ করা, মামলার জরিমানা অনধিক ৫০০ টাকা করা, গুরুত্বপূর্ণ পয়েন্টে পার্কিং স্ট্যান্ড নির্মাণের দাবি জানান। 

সংগ্রাম পরিষদের সভাপতি দুলাল মল্লিকের সভাপতিত্বে সমাবেশ বক্তব্য দেন ডা. মনিষা চক্রবর্তী, ইমাম হোসেন খোকন, শহিদুল ইসলাম, শহিদুল শেখ, মনির সর্দার প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত