Ajker Patrika

নলছিটিতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত 

ঝালকাঠি প্রতিনিধি
নলছিটিতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত 

ঝালকাঠির নলছিটিতে মোটরসাইকেলের ধাক্কায় একজন পথচারী নিহত হয়েছেন। গতকাল বুধবার রাতে বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের রায়পুর বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত পথচারীর নাম মো. সরোয়ার খান (৪০)। তিনি উপজেলার মগর ইউনিয়নের পূর্ব রায়পুর গ্রামের মৃত রশিদ খানের ছেলে। সরোয়ার পেশায় দিনমজুর ছিলেন।

দুর্ঘটনায় সরোয়ার নিহত হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী।

রায়পুর বটতলা এলাকায় কোকাকোলা ডিপোর নিরাপত্তা প্রহরী মো. ইমরান হোসেন বলেন, ‘গতকাল রাত ৯টার দিকে ডিপোর সামনে ডিউটিতে ছিলাম তখন সরোয়ার আমার সামনে দিয়েই কালিজিরা ব্রিজের দিকে যাচ্ছিলেন। একটু পরেই দেখি একটি মোটরসাইকেল সড়ক ঘেঁষে আমাদের ডিপোর সামনে চলে আসে। সামনে আগাতেই দেখি ওই ব্যক্তি সড়কের ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরবর্তীতে বাইকে থাকা দুজন আরোহী ও স্থানীয়দের সহযোগিতায় সরোয়ারকে বরিশাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’

নিহতের চাচাতো ভাই ইউসুফ আলী খান বলেন, ‘সড়ক থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সরোয়ারকে হাসপাতালে নিয়ে আসি। জরুরি বিভাগে ভর্তি শেষে তাঁকে সার্জারি ওয়ার্ডে নেওয়া হয়। কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী আজকের পত্রিকাকে বলেন, সড়ক দুর্ঘটনায় পথচারী নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত