নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনে মনোনয়নের বৈধতা নিয়ে নৌকার প্রার্থী ড. শাম্মী আহমেদ ও স্বতন্ত্র প্রার্থী এমপি পংকজ নাথ পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। যে কারণে রিটার্নিং কর্মকর্তা তাদের বিষয়ে আজ রোববার কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। কাল সোমবার সিদ্ধান্ত নেবেন।
আজ রোববার মনোনয়নপত্র বাছাইকালে শাম্মী আহমেদ অস্ট্রেলিয়ার নাগরিক এমনটা দাবি করে তার প্রার্থিতা বাতিল চেয়েছেন এমপি পংকজ। অপর দিকে পরিবহন ব্যবসায় কর ফাঁকির অভিযোগ এনে পংকজ নাথের প্রার্থিতা বাতিলের পাল্টা দাবি করেছেন ড. শাম্মী। আজ রোববার দিনভর এ নিয়ে আলোচনা হয়। কাল সোমবার সিদ্ধান্ত জানানোর কথা বলেছেন রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম।
জানা গেছে, স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে পংকজ নাথের বিরোধের জেরে দুই উপজেলায় (হিজলা ও মেহেন্দীগঞ্জে) গত কয়েক বছর যাবৎ দফায় দফায় রক্তাক্ত সংঘর্ষ হয়। একপর্যায়ে দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয় এমপি পংকজকে। এরই প্রেক্ষাপটে দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা হারান পংকজ।
আসনটিতে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমদ মনোনয়ন পেয়েছেন। অবশ্য শেষদিন বিকেলে অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়ে নতুন করে আলোচনায় আসেন পংকজ। অস্ট্রেলিয়ার নাগরিক হওয়ায় শাম্মী আহমেদের মনোনয়ন বাতিল হবে বলে দাবি করে আসছেন তিনি।
আজ রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে যাছাই-বাছাইয়ে পংকজ নিজেই শাম্মী আহমেদের মনোনয়ন বাতিলের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। তিনি উল্লেখ করেন, শাম্মী আহমেদের বাংলাদেশের পাসপোর্ট রয়েছে ৪টি। তার জাতীয় পরিচয়পত্র সার্চ দিলে কোনো পাসপোর্ট দেখানো হচ্ছে না। গত ২৯ নভেম্বর তিনি অস্ট্রেলিয়ার ভোটার হয়েছেন। তার অস্ট্রেলিয়ান পাসপোর্ট নম্বর হচ্ছে-এন ৫৮২৮৬৯২। মনোনয়নপত্র দাখিলের সঙ্গে শাম্মী অস্ট্রেলিয়ান নাগরিকত্ব ত্যাগের ঘোষণাপত্র জমা দেন নাই।
এর বিপরীতে ড. শাম্মীর আইনজীবী আজাদ রহমান বলেন, ‘ড. শাম্মী পাসপোর্ট করেছেন ই-পাসপোর্ট হওয়ার আগে। যে কারণে এনআইডি কার্ডের বিপরীতে তার পাসপোর্ট দেখানো হচ্ছে না। শাম্মীর পক্ষ থেকে পাল্টা অভিযোগ তোলা হয়, পংকজ নাথ রাজধানীতে ‘বিহঙ্গ পরিবহন’ ব্যবসার আয়কর বকেয়া রেখেছেন।
এসব নিয়ে যুক্তি পাল্টাযুক্তির পর রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম বলেন, ‘আইনি বিষয়ে ঘেঁটে শাম্মীর অস্ট্রেলিয়ার নাগরিকত্বের অভিযোগ এবং কর ফাঁকির বিষয়টি দালিলিক কাগজপত্র ঘেঁটে দুজনের মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কাল সোমবার এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়।
ড. শাম্মী আহমেদের আইনজীবী আজাদ রহমান বলেন, ‘তাদের পক্ষের প্রয়োজনীয় কাগজপত্র রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দিয়েছেন। তবে এমপি পঙ্কজ নাথ এ বিষয়ে কিছু বলতে চাননি।’
বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনে মনোনয়নের বৈধতা নিয়ে নৌকার প্রার্থী ড. শাম্মী আহমেদ ও স্বতন্ত্র প্রার্থী এমপি পংকজ নাথ পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। যে কারণে রিটার্নিং কর্মকর্তা তাদের বিষয়ে আজ রোববার কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। কাল সোমবার সিদ্ধান্ত নেবেন।
আজ রোববার মনোনয়নপত্র বাছাইকালে শাম্মী আহমেদ অস্ট্রেলিয়ার নাগরিক এমনটা দাবি করে তার প্রার্থিতা বাতিল চেয়েছেন এমপি পংকজ। অপর দিকে পরিবহন ব্যবসায় কর ফাঁকির অভিযোগ এনে পংকজ নাথের প্রার্থিতা বাতিলের পাল্টা দাবি করেছেন ড. শাম্মী। আজ রোববার দিনভর এ নিয়ে আলোচনা হয়। কাল সোমবার সিদ্ধান্ত জানানোর কথা বলেছেন রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম।
জানা গেছে, স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে পংকজ নাথের বিরোধের জেরে দুই উপজেলায় (হিজলা ও মেহেন্দীগঞ্জে) গত কয়েক বছর যাবৎ দফায় দফায় রক্তাক্ত সংঘর্ষ হয়। একপর্যায়ে দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয় এমপি পংকজকে। এরই প্রেক্ষাপটে দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা হারান পংকজ।
আসনটিতে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমদ মনোনয়ন পেয়েছেন। অবশ্য শেষদিন বিকেলে অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়ে নতুন করে আলোচনায় আসেন পংকজ। অস্ট্রেলিয়ার নাগরিক হওয়ায় শাম্মী আহমেদের মনোনয়ন বাতিল হবে বলে দাবি করে আসছেন তিনি।
আজ রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে যাছাই-বাছাইয়ে পংকজ নিজেই শাম্মী আহমেদের মনোনয়ন বাতিলের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। তিনি উল্লেখ করেন, শাম্মী আহমেদের বাংলাদেশের পাসপোর্ট রয়েছে ৪টি। তার জাতীয় পরিচয়পত্র সার্চ দিলে কোনো পাসপোর্ট দেখানো হচ্ছে না। গত ২৯ নভেম্বর তিনি অস্ট্রেলিয়ার ভোটার হয়েছেন। তার অস্ট্রেলিয়ান পাসপোর্ট নম্বর হচ্ছে-এন ৫৮২৮৬৯২। মনোনয়নপত্র দাখিলের সঙ্গে শাম্মী অস্ট্রেলিয়ান নাগরিকত্ব ত্যাগের ঘোষণাপত্র জমা দেন নাই।
এর বিপরীতে ড. শাম্মীর আইনজীবী আজাদ রহমান বলেন, ‘ড. শাম্মী পাসপোর্ট করেছেন ই-পাসপোর্ট হওয়ার আগে। যে কারণে এনআইডি কার্ডের বিপরীতে তার পাসপোর্ট দেখানো হচ্ছে না। শাম্মীর পক্ষ থেকে পাল্টা অভিযোগ তোলা হয়, পংকজ নাথ রাজধানীতে ‘বিহঙ্গ পরিবহন’ ব্যবসার আয়কর বকেয়া রেখেছেন।
এসব নিয়ে যুক্তি পাল্টাযুক্তির পর রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম বলেন, ‘আইনি বিষয়ে ঘেঁটে শাম্মীর অস্ট্রেলিয়ার নাগরিকত্বের অভিযোগ এবং কর ফাঁকির বিষয়টি দালিলিক কাগজপত্র ঘেঁটে দুজনের মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কাল সোমবার এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়।
ড. শাম্মী আহমেদের আইনজীবী আজাদ রহমান বলেন, ‘তাদের পক্ষের প্রয়োজনীয় কাগজপত্র রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দিয়েছেন। তবে এমপি পঙ্কজ নাথ এ বিষয়ে কিছু বলতে চাননি।’
বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিসহ সাত দফা দাবিতে তৃতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানিয়েছেন, আজ শনিবার বিকেল ৪টার মধ্যে দাবি পূরণের ঘোষণা না দেওয়া হলে অনির্দিষ্টকালের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আওতাধীন এলাকায়...
১ ঘণ্টা আগেমাদারীপুরের ডাসারে হাত-পা বাঁধা অবস্থায় আজিজুল হাওলাদার (৬০) নামের এক চায়ের দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
২ ঘণ্টা আগেরংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে...
২ ঘণ্টা আগে