নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনে মনোনয়নের বৈধতা নিয়ে নৌকার প্রার্থী ড. শাম্মী আহমেদ ও স্বতন্ত্র প্রার্থী এমপি পংকজ নাথ পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। যে কারণে রিটার্নিং কর্মকর্তা তাদের বিষয়ে আজ রোববার কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। কাল সোমবার সিদ্ধান্ত নেবেন।
আজ রোববার মনোনয়নপত্র বাছাইকালে শাম্মী আহমেদ অস্ট্রেলিয়ার নাগরিক এমনটা দাবি করে তার প্রার্থিতা বাতিল চেয়েছেন এমপি পংকজ। অপর দিকে পরিবহন ব্যবসায় কর ফাঁকির অভিযোগ এনে পংকজ নাথের প্রার্থিতা বাতিলের পাল্টা দাবি করেছেন ড. শাম্মী। আজ রোববার দিনভর এ নিয়ে আলোচনা হয়। কাল সোমবার সিদ্ধান্ত জানানোর কথা বলেছেন রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম।
জানা গেছে, স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে পংকজ নাথের বিরোধের জেরে দুই উপজেলায় (হিজলা ও মেহেন্দীগঞ্জে) গত কয়েক বছর যাবৎ দফায় দফায় রক্তাক্ত সংঘর্ষ হয়। একপর্যায়ে দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয় এমপি পংকজকে। এরই প্রেক্ষাপটে দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা হারান পংকজ।
আসনটিতে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমদ মনোনয়ন পেয়েছেন। অবশ্য শেষদিন বিকেলে অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়ে নতুন করে আলোচনায় আসেন পংকজ। অস্ট্রেলিয়ার নাগরিক হওয়ায় শাম্মী আহমেদের মনোনয়ন বাতিল হবে বলে দাবি করে আসছেন তিনি।
আজ রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে যাছাই-বাছাইয়ে পংকজ নিজেই শাম্মী আহমেদের মনোনয়ন বাতিলের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। তিনি উল্লেখ করেন, শাম্মী আহমেদের বাংলাদেশের পাসপোর্ট রয়েছে ৪টি। তার জাতীয় পরিচয়পত্র সার্চ দিলে কোনো পাসপোর্ট দেখানো হচ্ছে না। গত ২৯ নভেম্বর তিনি অস্ট্রেলিয়ার ভোটার হয়েছেন। তার অস্ট্রেলিয়ান পাসপোর্ট নম্বর হচ্ছে-এন ৫৮২৮৬৯২। মনোনয়নপত্র দাখিলের সঙ্গে শাম্মী অস্ট্রেলিয়ান নাগরিকত্ব ত্যাগের ঘোষণাপত্র জমা দেন নাই।
এর বিপরীতে ড. শাম্মীর আইনজীবী আজাদ রহমান বলেন, ‘ড. শাম্মী পাসপোর্ট করেছেন ই-পাসপোর্ট হওয়ার আগে। যে কারণে এনআইডি কার্ডের বিপরীতে তার পাসপোর্ট দেখানো হচ্ছে না। শাম্মীর পক্ষ থেকে পাল্টা অভিযোগ তোলা হয়, পংকজ নাথ রাজধানীতে ‘বিহঙ্গ পরিবহন’ ব্যবসার আয়কর বকেয়া রেখেছেন।
এসব নিয়ে যুক্তি পাল্টাযুক্তির পর রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম বলেন, ‘আইনি বিষয়ে ঘেঁটে শাম্মীর অস্ট্রেলিয়ার নাগরিকত্বের অভিযোগ এবং কর ফাঁকির বিষয়টি দালিলিক কাগজপত্র ঘেঁটে দুজনের মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কাল সোমবার এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়।
ড. শাম্মী আহমেদের আইনজীবী আজাদ রহমান বলেন, ‘তাদের পক্ষের প্রয়োজনীয় কাগজপত্র রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দিয়েছেন। তবে এমপি পঙ্কজ নাথ এ বিষয়ে কিছু বলতে চাননি।’
বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনে মনোনয়নের বৈধতা নিয়ে নৌকার প্রার্থী ড. শাম্মী আহমেদ ও স্বতন্ত্র প্রার্থী এমপি পংকজ নাথ পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। যে কারণে রিটার্নিং কর্মকর্তা তাদের বিষয়ে আজ রোববার কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। কাল সোমবার সিদ্ধান্ত নেবেন।
আজ রোববার মনোনয়নপত্র বাছাইকালে শাম্মী আহমেদ অস্ট্রেলিয়ার নাগরিক এমনটা দাবি করে তার প্রার্থিতা বাতিল চেয়েছেন এমপি পংকজ। অপর দিকে পরিবহন ব্যবসায় কর ফাঁকির অভিযোগ এনে পংকজ নাথের প্রার্থিতা বাতিলের পাল্টা দাবি করেছেন ড. শাম্মী। আজ রোববার দিনভর এ নিয়ে আলোচনা হয়। কাল সোমবার সিদ্ধান্ত জানানোর কথা বলেছেন রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম।
জানা গেছে, স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে পংকজ নাথের বিরোধের জেরে দুই উপজেলায় (হিজলা ও মেহেন্দীগঞ্জে) গত কয়েক বছর যাবৎ দফায় দফায় রক্তাক্ত সংঘর্ষ হয়। একপর্যায়ে দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয় এমপি পংকজকে। এরই প্রেক্ষাপটে দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা হারান পংকজ।
আসনটিতে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমদ মনোনয়ন পেয়েছেন। অবশ্য শেষদিন বিকেলে অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়ে নতুন করে আলোচনায় আসেন পংকজ। অস্ট্রেলিয়ার নাগরিক হওয়ায় শাম্মী আহমেদের মনোনয়ন বাতিল হবে বলে দাবি করে আসছেন তিনি।
আজ রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে যাছাই-বাছাইয়ে পংকজ নিজেই শাম্মী আহমেদের মনোনয়ন বাতিলের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। তিনি উল্লেখ করেন, শাম্মী আহমেদের বাংলাদেশের পাসপোর্ট রয়েছে ৪টি। তার জাতীয় পরিচয়পত্র সার্চ দিলে কোনো পাসপোর্ট দেখানো হচ্ছে না। গত ২৯ নভেম্বর তিনি অস্ট্রেলিয়ার ভোটার হয়েছেন। তার অস্ট্রেলিয়ান পাসপোর্ট নম্বর হচ্ছে-এন ৫৮২৮৬৯২। মনোনয়নপত্র দাখিলের সঙ্গে শাম্মী অস্ট্রেলিয়ান নাগরিকত্ব ত্যাগের ঘোষণাপত্র জমা দেন নাই।
এর বিপরীতে ড. শাম্মীর আইনজীবী আজাদ রহমান বলেন, ‘ড. শাম্মী পাসপোর্ট করেছেন ই-পাসপোর্ট হওয়ার আগে। যে কারণে এনআইডি কার্ডের বিপরীতে তার পাসপোর্ট দেখানো হচ্ছে না। শাম্মীর পক্ষ থেকে পাল্টা অভিযোগ তোলা হয়, পংকজ নাথ রাজধানীতে ‘বিহঙ্গ পরিবহন’ ব্যবসার আয়কর বকেয়া রেখেছেন।
এসব নিয়ে যুক্তি পাল্টাযুক্তির পর রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম বলেন, ‘আইনি বিষয়ে ঘেঁটে শাম্মীর অস্ট্রেলিয়ার নাগরিকত্বের অভিযোগ এবং কর ফাঁকির বিষয়টি দালিলিক কাগজপত্র ঘেঁটে দুজনের মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কাল সোমবার এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়।
ড. শাম্মী আহমেদের আইনজীবী আজাদ রহমান বলেন, ‘তাদের পক্ষের প্রয়োজনীয় কাগজপত্র রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দিয়েছেন। তবে এমপি পঙ্কজ নাথ এ বিষয়ে কিছু বলতে চাননি।’
স্থানীয়রা জানায়, ঝিনুকমালা আবাসনের মসজিদের পাশে কলাবাগানে একটি বাজারের ব্যাগ দেখে সন্দেহ হয় স্থানীয়দের। সাথে সাথেই তারা যৌথ বাহিনীকে খবর দেন। পরে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা ওই ব্যাগ থেকে ১১টি ককটেল উদ্ধার করে।
৩১ মিনিট আগেজাতীয়তাবাদী যুবদল ভোলা জেলা শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। মো. জামাল উদ্দিন লিটনকে সভাপতি ও মো. আব্দুল কাদের সেলিমকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল
১ ঘণ্টা আগেস্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই সড়কটি উল্লাপাড়া, চাটমোহর ও ভাঙ্গুড়া উপজেলার সংযোগস্থলে অবস্থিত। বাগমাড়া, বেদকান্দি, খানপুর, মাদারবাড়িয়া, দাসমরিচসহ একাধিক গ্রামের মানুষ প্রতিদিন এ সড়ক দিয়ে যাতায়াত করে। তবে বর্ষাকালে কাদা ও জলাবদ্ধতার কারণে চলাচল একপ্রকার অসম্ভব হয়ে পড়ে। এতে অটোরিকশা, মোটরসাইকেল ও ভ্যা
১ ঘণ্টা আগেপ্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বুধবার সকাল ৭টার দিকে মাধবদী বাজারের সোনার বাংলা সমবায় মার্কেটে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টার পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের মাধবদী ও নরসিংদী ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে।
২ ঘণ্টা আগে