Ajker Patrika

ভোলায় ঝড়ের কবলে ট্রলারডুবি, এখনো নিখোঁজ ৮ জেলে

ভোলা প্রতিনিধি
আপডেট : ১০ আগস্ট ২০২২, ১৩: ৪৩
ভোলায় ঝড়ের কবলে ট্রলারডুবি, এখনো নিখোঁজ ৮ জেলে

সাগরে ঝড়ের কবলে ডুবে যাওয়া মাছ ধরার ট্রলারের নিখোঁজ আট জেলের সন্ধান এখনো পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার বিকেলে ভোলা জেলার চরফ্যাশন উপজেলার ঢালচরে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার দুটি ট্রলার ডুবে যায়। দুটি ট্রলারে ১৮ জন জেলের মধ্যে ওই দিন ১০ জনকে জীবিত উদ্ধার করা হলেও আট জন এখনো নিখোঁজ রয়েছেন।

আজ বুধবার দুপুর পর্যন্ত নিখোঁজ জেলেদের উদ্ধারে কাজ করছে কোস্টগার্ড দক্ষিণ জোন ভোলা অফিসের সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে চরফ্যাশন উপজেলার বয়ারচরের পূর্ব দিকে ১৩ জন জেলে নিয়ে ইউসুফ মাঝির ট্রলার ডুবে যায়। খবর পেয়ে অন্য ট্রলারের মাঝিরা পাঁচজনকে জীবিত উদ্ধার করেন। এর মধ্যে আট জেলে এখনো নিখোঁজ রয়েছেন। বৈরী আবহাওয়ার কারণে তাঁদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না। এ ছাড়া সকালে একই উপজেলার ঢালচর ইউনিয়নের তারুয়ার দ্বীপ এলাকায় পাঁচজন জেলে নিয়ে অপর একটি ট্রলার ডুবে যায়।

আজ বুধবার দুপুরে ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল কিঞ্জল আজকের পত্রিকাকে বলেন, ‘ভোলায় ডুবে যাওয়া দুটি ট্রলারের জেলেদের মধ্যে একটি ট্রলারের সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে। অন্য ট্রলারের নিখোঁজ আট জেলেকে এখনো উদ্ধার করা যায়নি। তবে তাদের উদ্ধারের জন্য কোস্টগার্ডের সদস্যরা ভোলার মনপুরা, হাতিয়া, চর মানিকা এলাকায় চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ছাড়া কোস্টগার্ড দক্ষিণ জোনের পূর্ব ও পশ্চিম জোনের সমুদ্রগামী জাহাজ দিয়ে যেখানে ট্রলার ডুবেছে সেখানে নিখোঁজ জেলেদের উদ্ধারে কাজ শুরু করেছে। নিখোঁজ জেলেদের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার ঢালচরসহ বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।’

এদিকে নিখোঁজ জেলেদের সন্ধান না পাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন তাঁদের পরিবারের সদস্যরা। তাঁদের মধ্যে হতাশা বিরাজ করছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত