পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরে প্রায় ২ কোটি (১ কোটি ৭৮ লাখ ২৫ হাজার ৩৭) টাকা আত্মসাতের অভিযোগে জেলা সিভিল সার্জনসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত বৃহস্পতিবার বিকেলে দুদকের পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. শরীফ শেখ বাদী হয়ে মামলাটি করেন। আজ শনিবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে দুদক।
দুদকের পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আমিনুল ইসলাম বলেন, পিরোজপুর জেলা হাসপাতালে দুদকের দুটি অভিযানে অভিযোগের প্রমাণ পাওয়ায় মামলাটি করা হয়েছে।
মামলার আসামিরা হলেন জেলার সিভিল সার্জন মো. মিজানুর রহমান, জেলা হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (গাইনি), ২০২৩-২৪ অর্থবছরের ওষুধ ও এমএসআর-সংক্রান্ত সার্ভে কমিটির সভাপতি ফারহানা রহমান, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও সার্ভে কমিটির সদস্যসচিব মো. নিজাম উদ্দিন, জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) ও সার্ভে কমিটির সদস্য সুরঞ্জিত কুমার সাহা, হাসপাতালের স্টোরকিপার মো. আল আমিন গাজী, ওষুধ সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠান সাউথ বাংলা করপোরেশনের প্রোপ্রাইটর এস এম শামসুল আরেফীন, উইড্রা বিডির প্রোপ্রাইটর মো. হানিফুল ইসলাম, আনহা মেডিকেল টেকনোলজির প্রোপ্রাইটর মো. জহীরুল ইসলাম, মেডি স্কয়ারের স্বত্বাধিকারী মো. রাশেদুজ্জামান (এরশাদ)।
মামলার বিবরণে জানা যায়, ওষুধ ও এমএসআর সরবরাহকারী চারটি প্রতিষ্ঠান পিরোজপুর জেলা হাসপাতালের অনুকূলে ২০২৩-২৪ অর্থবছরে ওষুধ ও এমএসআর (চিকিৎসা ও শল্যচিকিৎসাসামগ্রী) সরবরাহের জন্য চুক্তিবদ্ধ ছিল। এসব সরবরাহের কার্যাদেশপ্রাপ্ত চারটি প্রতিষ্ঠান এবং সরবরাহের অনুকূলে হাসপাতালের সার্ভে কমিটির সভাপতিসহ দুই সদস্য ১ কোটি ৭৮ লাখ ২৫ হাজার ৩৭ টাকার ওষুধ ও এমএসআর বুঝে নিয়ে ওই অর্থ পরিশোধ করেন।
গত ২৭ জানুয়ারি দুদকের অভিযান চালানোর সময় হাসপাতালের স্টক রেজিস্ট্রার এবং ওষুধ ও এমএসআর-সামগ্রী পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই করা হয়। এতে ২০২৩-২৪ অর্থবছরে সরবরাহ করা ওই ওষুধ ও এমএসআর স্টক রেজিস্ট্রারে অন্তর্ভুক্ত করা থাকলেও তা স্টোরে পাওয়া যায়নি।
গত ২৭ জানুয়ারি দুদকের অভিযানে এ তথ্য প্রাপ্তির পর ২ ফেব্রুয়ারি এসবের ঘাটতি পূরণের জন্য আসামিরা একটি ট্রাকে ওষুধ এনে তা স্টোরে মজুতের অপচেষ্টা করেন। দুদক একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ট্রাকসহ ওই ওষুধ জব্দ করে।
মামলার বিবরণে আরও জানা যায়, পরবর্তী তদন্তের সময় এজাহারে বর্ণিত অপরাধের সঙ্গে অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে মামলায় তাঁদেরও আসামি করা হবে।
এ ব্যাপারে জানতে চাইলে পিরোজপুরের সিভিল সার্জন মিজানুর রহমান জানান, মামলার বিষয়ে তিনি কিছু জানেন না। মামলার তদন্তে আসল বিষয় উঠে আসবে বলে মনে করেন তিনি।
পিরোজপুরে প্রায় ২ কোটি (১ কোটি ৭৮ লাখ ২৫ হাজার ৩৭) টাকা আত্মসাতের অভিযোগে জেলা সিভিল সার্জনসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত বৃহস্পতিবার বিকেলে দুদকের পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. শরীফ শেখ বাদী হয়ে মামলাটি করেন। আজ শনিবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে দুদক।
দুদকের পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আমিনুল ইসলাম বলেন, পিরোজপুর জেলা হাসপাতালে দুদকের দুটি অভিযানে অভিযোগের প্রমাণ পাওয়ায় মামলাটি করা হয়েছে।
মামলার আসামিরা হলেন জেলার সিভিল সার্জন মো. মিজানুর রহমান, জেলা হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (গাইনি), ২০২৩-২৪ অর্থবছরের ওষুধ ও এমএসআর-সংক্রান্ত সার্ভে কমিটির সভাপতি ফারহানা রহমান, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও সার্ভে কমিটির সদস্যসচিব মো. নিজাম উদ্দিন, জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) ও সার্ভে কমিটির সদস্য সুরঞ্জিত কুমার সাহা, হাসপাতালের স্টোরকিপার মো. আল আমিন গাজী, ওষুধ সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠান সাউথ বাংলা করপোরেশনের প্রোপ্রাইটর এস এম শামসুল আরেফীন, উইড্রা বিডির প্রোপ্রাইটর মো. হানিফুল ইসলাম, আনহা মেডিকেল টেকনোলজির প্রোপ্রাইটর মো. জহীরুল ইসলাম, মেডি স্কয়ারের স্বত্বাধিকারী মো. রাশেদুজ্জামান (এরশাদ)।
মামলার বিবরণে জানা যায়, ওষুধ ও এমএসআর সরবরাহকারী চারটি প্রতিষ্ঠান পিরোজপুর জেলা হাসপাতালের অনুকূলে ২০২৩-২৪ অর্থবছরে ওষুধ ও এমএসআর (চিকিৎসা ও শল্যচিকিৎসাসামগ্রী) সরবরাহের জন্য চুক্তিবদ্ধ ছিল। এসব সরবরাহের কার্যাদেশপ্রাপ্ত চারটি প্রতিষ্ঠান এবং সরবরাহের অনুকূলে হাসপাতালের সার্ভে কমিটির সভাপতিসহ দুই সদস্য ১ কোটি ৭৮ লাখ ২৫ হাজার ৩৭ টাকার ওষুধ ও এমএসআর বুঝে নিয়ে ওই অর্থ পরিশোধ করেন।
গত ২৭ জানুয়ারি দুদকের অভিযান চালানোর সময় হাসপাতালের স্টক রেজিস্ট্রার এবং ওষুধ ও এমএসআর-সামগ্রী পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই করা হয়। এতে ২০২৩-২৪ অর্থবছরে সরবরাহ করা ওই ওষুধ ও এমএসআর স্টক রেজিস্ট্রারে অন্তর্ভুক্ত করা থাকলেও তা স্টোরে পাওয়া যায়নি।
গত ২৭ জানুয়ারি দুদকের অভিযানে এ তথ্য প্রাপ্তির পর ২ ফেব্রুয়ারি এসবের ঘাটতি পূরণের জন্য আসামিরা একটি ট্রাকে ওষুধ এনে তা স্টোরে মজুতের অপচেষ্টা করেন। দুদক একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ট্রাকসহ ওই ওষুধ জব্দ করে।
মামলার বিবরণে আরও জানা যায়, পরবর্তী তদন্তের সময় এজাহারে বর্ণিত অপরাধের সঙ্গে অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে মামলায় তাঁদেরও আসামি করা হবে।
এ ব্যাপারে জানতে চাইলে পিরোজপুরের সিভিল সার্জন মিজানুর রহমান জানান, মামলার বিষয়ে তিনি কিছু জানেন না। মামলার তদন্তে আসল বিষয় উঠে আসবে বলে মনে করেন তিনি।
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) উন্নয়নকাজে চরম ধীরগতি ও সেবায় অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন ঠিকাদারেরা। তাঁদের অভিযোগ, বিল পরিশোধে দীর্ঘসূত্রতার কারণে বিভিন্ন উন্নয়ন প্রকল্প কার্যত থমকে আছে। কোথাও কোথাও কাজ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে শহরে ট্রাফিক জ্যাম বেড়েছে। নাগরিক সেবায়ও ভোগান্তি চরমে পৌঁছেছে।
২ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩০০ ফুট সড়কে বিশ্বের অন্যতম বিলাসবহুল ও দামি গাড়ি রোলস রয়েস স্পেকটার দুর্ঘটনার নেপথ্যে কুকুর। হঠাৎ দৌড়ে সড়কে চলে আসা একটি কুকুরকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উঠে পড়ে সড়ক বিভাজকে। এতে গাড়ির চার আরোহীই আহত হয়েছেন। গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
২ ঘণ্টা আগেআড়াই শ মিটার সড়ক সংস্কারের কাজ ফেলে রেখে ঠিকাদার উধাও হয়েছেন আট মাস আগে। যাতায়াতের কষ্টে গ্রামের চার হাজার মানুষকে পড়তে হচ্ছে অবর্ণনীয় দুর্ভোগে। রাস্তায় বৃষ্টির পানি আর কাদায় একাকার হয়ে পড়ায় গ্রামের মানুষের স্বাভাবিক কার্যক্রম বন্ধ হওয়ার পথে। দুর্ভোগ এমন পর্যায়ে পৌঁছেছে যে ওই গ্রামে কোনো অনুষ্ঠানে
২ ঘণ্টা আগেঅবৈধ দখলে অস্তিত্বের সংকটে পড়েছে গাজীপুরের ‘ফুসফুস’ খ্যাত বেলাই বিল। উচ্চ আদালতের আদেশ অমান্য করে বিল ভরাটের অভিযোগ উঠেছে প্রভাবশালী ‘নর্থ সাউথ’ ও ‘তেপান্তর’ নামের দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। রাতের আঁধারে শুরু হওয়া এই দখলের কাজ এখন দিনের আলোতেও চলছে। স্থানীয় প্রশাসন এই দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে
২ ঘণ্টা আগে