Ajker Patrika

মেরিন ড্রাইভ সড়কে পুলিশের অভিযান, ২৮ মোটরসাইকেল জব্দ

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ১১: ০৯
জব্দ করা মোটরসাইকেল। ছবি: আজকের পত্রিকা
জব্দ করা মোটরসাইকেল। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে অবৈধভাবে চলাচল করার অপরাধে ২৮টি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত হিমছড়ি পুলিশ ফাঁড়ির চেকপোস্টে ট্রাফিক পুলিশের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মেরিন ড্রাইভ সড়কে সম্প্রতি অবৈধ মোটরসাইকেল চলাচল বেড়ে গেছে। এসব মোটরসাইকেল কাগজপত্র ও ডাইভিং লাইসেন্স এবং মাথায় হেলমেট ব্যবহার ছাড়া চলছে। এর পরিপ্রেক্ষিতে জেলা ট্রাফিক পুলিশর একটি টিম ও হিমছড়ি ফাঁড়ি পুলিশ যৌথভাবে বিশেষ তল্লাশিচৌকি বসিয়ে মোটরসাইকেলগুলো জব্দ করেছে।

জব্দ মোটরসাইকেলের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী বলেন, অবৈধ যানবাহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত