Ajker Patrika

শেবাচিমে একসঙ্গে চার সন্তানের জন্ম

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
শেবাচিমে একসঙ্গে চার সন্তানের জন্ম

বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে এক গৃহবধূ একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন। ওই গৃহবধূ মুক্তা আক্তার পুতুল (২৪) ঝালকাঠির কাঠালিয়া উপজেলার সোনাউটা গ্রামের প্রবাসী সিদ্দিকুর রহমানের স্ত্রী। 

মা বর্তমানে সুস্থ থাকলেও শিশুদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য নিউনেটাল ওয়ার্ডে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়েছে। 

গতকাল শুক্রবার বিকেলে জন্ম দেওয়া চার শিশুর নাম রাখা হয়েছে সায়েম, সালিম, আলিম ও আয়শা। চিকিৎসকেরা জানিয়েছেন, চার শিশুর ওজন অপেক্ষাকৃত কম। তাই এখনই তাদের শঙ্কামুক্ত বলা যাবে না। 

শেবাচিম হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. এম আর তালুকদার মুজিব বলেন, সিজারিয়ান অপারেশনে জন্ম নেওয়া চার নবজাতকের মধ্যে তিনটি ছেলে ও একটি মেয়ে। প্রসূতি মা ও সন্তানেরা সুস্থ আছে। শিশুদের শারীরিক গঠন ও বাহ্যিক অবয়ব স্বাভাবিক রয়েছে। 

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মনিরুজ্জামান শহিন বলেন, ভূমিষ্ঠ হওয়ার সময় স্বাভাবিক একটি শিশুর শরীরে যে ওজন থাকার কথা, তা চারটি বাচ্চার কারোরই নেই। তাই চারটি শিশুকেই হাসপাতালের নিউনেটাল ওয়ার্ডে চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়েছে। যে কারণে কোনো শিশুকেই এখনই শঙ্কামুক্ত বলা যাবে না। 

নবজাতকদের নানি মায়া বেগম জানান, ১০ বছর আগে তার মেয়ে মুক্তার বিয়ে হয়েছে। তাদের সংসারে সাত বছরের একটি মেয়ে রয়েছে। বর্তমানে মুক্তার স্বামী সিদ্দিকুর রহমান বাহারাইন আছেন। সিদ্দিক প্রবাসে থেকে স্বজনদের সঙ্গে কথা বলে সবার কাছে তার সন্তানদের জন্য দোয়া চেয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত