Ajker Patrika

কুয়াকাটা সমুদ্রসৈকতে পর্যটকের ভিড়

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ২২: ৪৯
কুয়াকাটা সমুদ্রসৈকতে পর্যটকের ভিড়

পটুয়াখালী সমুদ্রসৈকতে পর্যটকদের ভিড় বেড়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকেই বিপুলসংখ্যক পর্যটক ভিড় করেন প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সাগরকন্যা কুয়াকাটায়। পর্যটকের আগমনে অনেকটা উচ্ছ্বসিত ব্যবসায়ীরা। আগত ব্যক্তিদের নিরাপত্তায় মাঠে তৎপর ট্যুরিস্ট পুলিশের সদস্যরা। হোটেল-মোটেল কর্তৃপক্ষের তথ্যমতে, গতকালই শতভাগ বুকিং হয়ে গেছে। 

আজ শুক্রবার সকাল থেকে দেখা যায়, পর্যটকবাহী গাড়িতে কানায় কানায় পূর্ণ কুয়াকাটার পার্কিংগুলো। রাজনৈতিক অস্থিরতাসহ নানা কারণে দীর্ঘদিন পর্যটকশূন্য ছিল পর্যটন কেন্দ্র কুয়াকাটা। তবে আজ সকাল থেকে সৈকতে পর্যটকের পদচারণে মুখরিত হয়ে ওঠে। হালকা হিমেল বাতাসে আগত পর্যটকেরা সৈকতের বালিয়াড়িতে নোনা জলে গা ভাসিয়ে আনন্দ-উন্মাদনায় মেতেছেন। 

কুয়াকাটা সমুদ্রসৈকত পর্যটকের পদচারণে মুখরিত। ছবি: আজকের পত্রিকাপর্যটন-সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, এ বছরের সবচেয়ে বেশি পর্যটক হয়েছে আজকে। খুলনা থেকে আসা দম্পতি সাদ-মুন্নু বলেন, ‘খুব অল্প সময়ে মধ্যে কুয়াকাটায় এসে পৌঁছেছি। এখানকার পরিবেশ বেশ ভালোই লাগছে। যদিও এর আগে আমরা দুবার এসেছি। কুয়াকাটায় একসঙ্গে এত বেশি পর্যটক দেখে বেশ ভালোই লাগছে। তবে কুয়াকাটার রেস্টুরেন্টগুলোর খাবারের মান আরও ভালো করা দরকার।’ 

কুয়াকাটা পায়রা রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মো. রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘খাবার যা তৈরি করেছিলাম, সব শেষ হয়ে গেছে। এত পর্যটক আসবে, তা বুঝতে পারি নাই।’ 

কুয়াকাটা সমুদ্রসৈকত পর্যটকের পদচারণে মুখরিত। ছবি: আজকের পত্রিকাট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা ‘টোয়াক’-এর সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, ‘দীর্ঘদিন পর এত বেশি পর্যটক দেখে ব্যবসায়ীরাও অনেকটা উচ্ছ্বসিত। এভাবে প্রতিনিয়ত সৈকতে পর্যটক থাকলে পর্যটন-সংশ্লিষ্ট ব্যবসায়ীরা পেছনের লোকসান কাটিয়ে উঠতে পারবে। ইতিমধ্যে কুয়াকাটার হোটেল-মোটেল-রিসোর্টগুলো শতভাগ বুকিং হয়ে গেছে।’ 

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের পুলিশ পরিদর্শক মো. মনিরুল হক ডাবলু বলেন, ‘পর্যটকের চাপ একটু বেশি রয়েছে। তাই পর্যটকের নিরাপত্তায় বিভিন্ন পর্যটন স্পটে ট্যুরিস্ট পুলিশের সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া মাঠে টহল টিম কাজ করছে। কুয়াকাটার প্রত্যেকটি পর্যটন স্পটে আমাদের টিম রয়েছে। পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে যাচ্ছি আমরা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত