Ajker Patrika

পিরোজপুরে মামলায় ফাঁসিয়ে টাকা দাবি বিএনপি নেতার

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি 
পিরোজপুরে মামলায় ফাঁসিয়ে টাকা দাবি বিএনপি নেতার

পিরোজপুরের নেছারাবাদের বলদিয়া ইউনিয়ন শ্রমিক দলের কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগে প্রায় ছয় বছর পর থানায় মামলা হয়েছে। রাজনৈতিক সংগঠনের কার্যালয় পোড়ানোর ওই ঘটনায় মো. মাসুম তালুকদার নামের এক চা-দোকানি বাদী হয়ে মামলাটি করেন।

অভিযোগ উঠেছে, শত্রুতার প্রতিশোধ নিতে মামলায় ওয়ার্ড বিএনপির একাধিক নেতা-কর্মী, জমি-সংক্রান্ত বিরোধী পক্ষের লোক, দিনমজুর, প্রতিবন্ধীসহ নিরীহ ব্যক্তিদের নামও আসামির তালিকায় জুড়ে দেওয়া হয়েছে। এমনকি মামলা থেকে নাম বাদ দেওয়ার কথা বলে বাদী টাকা দাবি করছেন। এখন এসব আসামি গ্রেপ্তারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন।

বাদী মাসুম তালুকদার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে বলেন, ‘আমি মামলার ড্রাফট (খসড়া) করিনি। আমাদের ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. শাহীন আহমেদ মামলা ড্রাফট করে আমাকে বাদী বানিয়েছেন। এ জন্য তিনি আমাকে দুই দফায় সাড়ে ৪ হাজার টাকাও দিয়েছেন। মামলার এজাহারে অনেক সাধারণ মানুষেরও নাম আছে।’

যদিও মাসুমকে বাদী বানানোর অভিযোগ অস্বীকার করেছেন শাহীন আহমেদ। তিনি মামলার বিষয়ে কিছু জানেন না বলেও দাবি করেন।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, ২০১৯ সালের ২০ জানুয়ারি উপজেলার বলদিয়া ইউনিয়ন শ্রমিক দলের কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় গত ১৮ অক্টোবর ৬৩ জনকে আসামি করে থানায় মামলা হয়।

উড়িবুনিয়া গ্রামের দিনমজুর মো. এমদাদুল তালুকদার অভিযোগ করেন, ‘আমি একজন দিনমজুর মানুষ। যে সময় যে কাজ পাই, তায় করি। আমাকে শ্রমিক দলের অফিস পোড়ানোর মামলায় ৬৩ নম্বর আসামি করা হয়েছে। এখন মামলার ভয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে। পরিবার খুব অসহায় অবস্থায় আছে।’

রানা তালুকদার নামের এক যুবক বলেন, ‘আমি একজন কলেজছাত্র। মামলায় আমাকে আসামি করা হয়েছে। এখন মামলা থেকে অব্যাহতি দেওয়ার কথা বলে মামলার বাদী মাসুম তালুকদার টাকা দাবি করছেন।’

বলদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী মো. বাদশা মিয়া (৬৪) ওই মামলার ২৫ নম্বর আসামি। বাদশা মিয়া বলেন, ‘আমি একজন বয়স্ক মানুষ। আমার কারও সঙ্গে ঝামেলা নেই। ঝামেলা বলতে সাবেক ইউপি চেয়ারম্যান শাহীন আহমেদের সঙ্গে জমি নিয়ে পূর্ববিরোধ রয়েছে। সেই শত্রুতার প্রতিশোধ নিতে আমাকে মামলার আসামি করা হয়েছে।’

এমনকি মামলায় আলাউদ্দীন (৬৪) নামের এক মানসিক প্রতিবন্ধী ব্যক্তিকে আসামি করা হয়েছে। তিনি এ মামলায় ১৮ নম্বর আসামি।

বলদিয়া ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. বাবুল মিয়া বলেন, ‘আমি সক্রিয়ভাবে কোনো রাজনীতি করি না। আমি একজন জনপ্রতিনিধি। আমাকে শ্রমিক দলের অফিস পোড়ানোর মামলায় আসামি করা হয়েছে। এখন মামলা থেকে রেহাই দেবে বলে বাদী মাসুম তালুকদার ৫০ হাজার টাকা দাবি করছেন।’

মামলার বাদী মাসুম তালুকদার বলেন, ‘মামলায় বিএনপি সমর্থক কিছু সাধারণ মানুষকে আসামি করা হয়েছে, এটা সত্য। তবে মামলার ভয় দেখিয়ে কারও কাছ থেকে কোনো টাকা চাইনি।’

অভিযোগের বিষয়ে শাহীন আহমেদ বলেন, ‘মামলার বাদী মাসুম তালুকদার। আমি মামলার বিষয়ে কিছু জানি না। আমি মামলা করতে কাউকে কোনো টাকাপয়সা দিইনি।’

নেছারাবাদ উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান বলেন, ‘এ মামলার ব্যাপারে আমি কিছুই জানি না। তবে অভিযোগ পেয়েছি, মামলায় অনেক বিএনপি নেতা-কর্মীকে আসামি করা হয়েছে; যা খুবই দুঃখজনক। ওই ইউপির সাবেক চেয়ারম্যান শাহীন আহমেদ এ বিষয়ে ভালো জানেন।’

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমীন বলেন, মামলার অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। যার অপরাধের বিষয়ে প্রমাণ পাওয়া যাবে, তাঁকেই গ্রেপ্তার করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত