Ajker Patrika

নবমবারের মতো সংসদ সদস্য তোফায়েল আহমেদ

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ১৭: ২৮
Thumbnail image

নবমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ। ভোলা-১ আসনে থেকে নৌকা প্রতীকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন তিনি। 

আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের এ প্রার্থী পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ১৫২ ভোট। তোফায়েল আহমেদের সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মো. শাহজাহান মিয়া লাঙ্গল প্রতীকে পেয়েছেন মাত্র ৫ হাজার ৫১৯ ভোট।

নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য অনুযায়ী, ভোলা-১ আসনে মোট ভোটার ৩ লাখ ৭৪ হাজার ৮১৪ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৮১ হাজার ১৭৯ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৯৩ হাজর ৬৩২ জন। 

১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে তোফায়েল আহমেদ শিল্প ও বাণিজ্যমন্ত্রী এবং ২০১৩ ও ২০১৪ সালে বাণিজ্যমন্ত্রী হন। তোফায়েল আহমেদ দীর্ঘদিন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন। বর্তমানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্বাধীনতার আগে ১৯৭০ -এর নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে মেম্বার অব ন্যাশনাল অ্যাসেম্বলি (এমএনএ) নির্বাচিত হন। স্বাধীনতার পর আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ১৯৭৩, ১৯৮৬, ১৯৯১, ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তোফায়েল আহমেদ। ২০২৪ সালের বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত মোট ৯ বার সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি। 

আজ সকালে তোফায়েল আহমেদের বাংলাবাজারের নিজ বাসভবনে সংবাদকর্মীরা সৌজন্য সাক্ষাতের জন্য যান। এ সময় তোফায়েল আহমেদ বলেন, ‘আমার জীবনে চাওয়া-পাওয়ার কিছুই নেই, জনগণের জন্য আমি সারা জীবন করেছি, জনগণ ও তাদের পবিত্র আমানত ভোট দিয়ে আমাকে জয় যুক্ত করেছেন।’ 

এ সময় তিনি আরও বলেন, ‘আমার শেষ স্বপ্ন ভোলা-বরিশাল সেতু নির্মাণ করা। আমি আমার জনগণকে কথা দিয়েছি, শপথ গ্রহণের পরই মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে এ নিয়ে কথা বলব এবং ভোলাবাসীর স্বপ্ন বাস্তবায়ন করব।’

এ বিষয়ে জানতে চাইলে ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব আজ সোমবার সকালে আজকের পত্রিকাকে বলেন, ‘তোফায়েল আহমেদ ভোলাবাসীর জন্য জীবনের শুরু থেকে এখন পর্যন্ত করে যাচ্ছেন, তিনি ভোলাবাসীর স্বপ্ন বাস্তবায়নে দিন-রাত কাজ করছেন, ভোলার মানুষ তাদের নেতাকে নবমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত করেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত