বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
নবমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ। ভোলা-১ আসনে থেকে নৌকা প্রতীকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন তিনি।
আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের এ প্রার্থী পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ১৫২ ভোট। তোফায়েল আহমেদের সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মো. শাহজাহান মিয়া লাঙ্গল প্রতীকে পেয়েছেন মাত্র ৫ হাজার ৫১৯ ভোট।
নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য অনুযায়ী, ভোলা-১ আসনে মোট ভোটার ৩ লাখ ৭৪ হাজার ৮১৪ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৮১ হাজার ১৭৯ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৯৩ হাজর ৬৩২ জন।
১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে তোফায়েল আহমেদ শিল্প ও বাণিজ্যমন্ত্রী এবং ২০১৩ ও ২০১৪ সালে বাণিজ্যমন্ত্রী হন। তোফায়েল আহমেদ দীর্ঘদিন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন। বর্তমানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্বাধীনতার আগে ১৯৭০ -এর নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে মেম্বার অব ন্যাশনাল অ্যাসেম্বলি (এমএনএ) নির্বাচিত হন। স্বাধীনতার পর আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ১৯৭৩, ১৯৮৬, ১৯৯১, ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তোফায়েল আহমেদ। ২০২৪ সালের বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত মোট ৯ বার সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি।
আজ সকালে তোফায়েল আহমেদের বাংলাবাজারের নিজ বাসভবনে সংবাদকর্মীরা সৌজন্য সাক্ষাতের জন্য যান। এ সময় তোফায়েল আহমেদ বলেন, ‘আমার জীবনে চাওয়া-পাওয়ার কিছুই নেই, জনগণের জন্য আমি সারা জীবন করেছি, জনগণ ও তাদের পবিত্র আমানত ভোট দিয়ে আমাকে জয় যুক্ত করেছেন।’
এ সময় তিনি আরও বলেন, ‘আমার শেষ স্বপ্ন ভোলা-বরিশাল সেতু নির্মাণ করা। আমি আমার জনগণকে কথা দিয়েছি, শপথ গ্রহণের পরই মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে এ নিয়ে কথা বলব এবং ভোলাবাসীর স্বপ্ন বাস্তবায়ন করব।’
এ বিষয়ে জানতে চাইলে ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব আজ সোমবার সকালে আজকের পত্রিকাকে বলেন, ‘তোফায়েল আহমেদ ভোলাবাসীর জন্য জীবনের শুরু থেকে এখন পর্যন্ত করে যাচ্ছেন, তিনি ভোলাবাসীর স্বপ্ন বাস্তবায়নে দিন-রাত কাজ করছেন, ভোলার মানুষ তাদের নেতাকে নবমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত করেছেন।’
নবমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ। ভোলা-১ আসনে থেকে নৌকা প্রতীকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন তিনি।
আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের এ প্রার্থী পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ১৫২ ভোট। তোফায়েল আহমেদের সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মো. শাহজাহান মিয়া লাঙ্গল প্রতীকে পেয়েছেন মাত্র ৫ হাজার ৫১৯ ভোট।
নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য অনুযায়ী, ভোলা-১ আসনে মোট ভোটার ৩ লাখ ৭৪ হাজার ৮১৪ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৮১ হাজার ১৭৯ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৯৩ হাজর ৬৩২ জন।
১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে তোফায়েল আহমেদ শিল্প ও বাণিজ্যমন্ত্রী এবং ২০১৩ ও ২০১৪ সালে বাণিজ্যমন্ত্রী হন। তোফায়েল আহমেদ দীর্ঘদিন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন। বর্তমানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্বাধীনতার আগে ১৯৭০ -এর নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে মেম্বার অব ন্যাশনাল অ্যাসেম্বলি (এমএনএ) নির্বাচিত হন। স্বাধীনতার পর আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ১৯৭৩, ১৯৮৬, ১৯৯১, ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তোফায়েল আহমেদ। ২০২৪ সালের বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত মোট ৯ বার সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি।
আজ সকালে তোফায়েল আহমেদের বাংলাবাজারের নিজ বাসভবনে সংবাদকর্মীরা সৌজন্য সাক্ষাতের জন্য যান। এ সময় তোফায়েল আহমেদ বলেন, ‘আমার জীবনে চাওয়া-পাওয়ার কিছুই নেই, জনগণের জন্য আমি সারা জীবন করেছি, জনগণ ও তাদের পবিত্র আমানত ভোট দিয়ে আমাকে জয় যুক্ত করেছেন।’
এ সময় তিনি আরও বলেন, ‘আমার শেষ স্বপ্ন ভোলা-বরিশাল সেতু নির্মাণ করা। আমি আমার জনগণকে কথা দিয়েছি, শপথ গ্রহণের পরই মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে এ নিয়ে কথা বলব এবং ভোলাবাসীর স্বপ্ন বাস্তবায়ন করব।’
এ বিষয়ে জানতে চাইলে ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব আজ সোমবার সকালে আজকের পত্রিকাকে বলেন, ‘তোফায়েল আহমেদ ভোলাবাসীর জন্য জীবনের শুরু থেকে এখন পর্যন্ত করে যাচ্ছেন, তিনি ভোলাবাসীর স্বপ্ন বাস্তবায়নে দিন-রাত কাজ করছেন, ভোলার মানুষ তাদের নেতাকে নবমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত করেছেন।’
বরিশাল নগরের সিঅ্যান্ডবি রোডের বাসিন্দা সুলতান খান। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে গত বুধবার কোতোয়ালি থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করেছেন। ‘বৈষম্যবিরোধী গণমাধ্যম সাংবাদিক ফোরাম’ নামের সংগঠনের আহ্বায়ক পরিচয়ে তিনি এ মামলা করেন। এতে বরিশালের সাবেক সংসদ সদস্য (এমপি), সিটি করপোরেশনের ম
১ মিনিট আগেচট্টগ্রাম নগরীতে দুদিনের ব্যবধানে প্রকাশ্যে কয়েক দফা ঝটিকা মিছিল করেছেন ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা। এরপর তৎপর হয়েছে পুলিশ। তাঁদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। গত দুদিনে আওয়ামী লীগের এক নেতাসহ ছাত্রলীগ-যুবলীগের...
৬ মিনিট আগেময়মনসিংহ মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। গতকাল রোববার দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত হননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে...
১০ মিনিট আগেবরিশাল মহানগরের চৌমাথায় সিটি করপোরেশনের স্টল বরাদ্দ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। নতুন ২৭টি স্টলের মধ্যে ৮টি বাদ রেখে বাকিগুলোর দরপত্র আহ্বান করেছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। তবে ওই স্থানে কয়েক যুগ ধরে...
১৭ মিনিট আগে