Ajker Patrika

পিরোজপুরে ছাত্রলীগ কর্মীকে হত্যার দায়ে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ

পিরোজপুর প্রতিনিধি
আপডেট : ৩০ মে ২০২৩, ১৬: ৫৮
পিরোজপুরে ছাত্রলীগ কর্মীকে হত্যার দায়ে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ

পিরোজপুরে ছাত্রলীগ কর্মী তানভীর আহসান সাকিব হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে আসামিদের উপস্থিতিতে জেলা ও দায়রা জজ মো. মহিদুজ্জামান এই রায় ঘোষণা করেন। 

দণ্ড পাওয়া আসামিরা হলেন পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের দুলাল মোল্লা, সাইদুল ইসলাম ওরফে সায়েদ শেখ, শহিদুল ইসলাম ওরফে সহিদ শেখ ও বেল্লাল শেখ। 

নিহত ছাত্রলীগ কর্মী তানভীর আহসান সাকিব (১৭) পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের কদমতলা গ্রামের মৃত আলতাফ হোসেন হাওলাদারের ছেলে। 

কারাদণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করেন মামলার বাদীপক্ষের আইনজীবী ও সরকারি কৌঁসুলি ফারুক সরদার। 

ফারুক সরদার জানান, ২০১৭ সালের ৬ মে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের একপাই জজুভোলা এলাকায় ছাত্রলীগ কর্মী সাকিবের ওপর হামলা চালায় প্রতিপক্ষ। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ৭ মে সাকিব মারা যান। নিহতের মা দেলোয়ারা বেগম বাদী হয়ে পিরোজপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। 

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. সেলিম ২০১৯ সালের ১০ ফেব্রুয়ারি ছয়জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। ২৫ জনের সাক্ষ্য নেওয়া শেষে আসামিদের উপস্থিতিতে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও অপর দুই আসামি আনিস শেখ ও হাফিজুল শেখকে খালাস দেন আদালত। 

মামলার আসামিপক্ষের আইনজীবী ছিলেন আহসানুল কবীর বাদল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত