Ajker Patrika

কলাপাড়ায় ১ লাখ তালের চারা রোপণের উদ্যোগ কৃষক কামালের

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ১৮: ১১
Thumbnail image

বজ্রপাত ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এক লাখ তালের চারা রোপণের উদ্যোগ নিয়েছেন কামাল হোসেন নামের এক কৃষক। বিভিন্ন সড়ক-মহাসড়কের পাশে পতিত জমিতে নিজ উদ্যোগে তিনি এসব চারা রোপণ করছেন।

পটুয়াখালীর নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রামের বাসিন্দা কামাল হোসেন। তালগাছের উপকারিতা সম্পর্কে জেনে নিজেই তালগাছ রোপণে আগ্রহী হন। পরে উপজেলা প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়ে তিন মাস আগে শুরু করেন তালের চারা রোপণের কাজ। ইতিমধ্যে আলীপুর বাজার থেকে চাপলী ব্রিজ পর্যন্ত সড়কের পাশে রোপণ করেছেন প্রায় ৩৫ হাজার তালের বীজ। এসব বীজ বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে নিজ অর্থায়নে রোপণ করছেন তিনি।

তাল-২তালের বীজ রোপণের মহৎ এ উদ্যোগ নেওয়ায় কামালকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী। চাপলী এলাকার বাসিন্দা মনিরুল ইসলাম বলেন, ‘তালগাছ আমাদের ব্যাপক উপকারে আসে। এর পাতা-ডাল সবকিছুই আমরা ব্যবহার করি। কৃষক কামাল হোসেন সড়কের পাশে এই তালের বীজ রোপণ করছেন। এটা আসলেই প্রশংসনীয় কাজ।’

একই এলাকার বাসিন্দা মানিক মিয়া বলেন, ‘চার-পাঁচ দিন ধরে দেখছি কৃষক কামাল হোসেন মানুষ নিয়ে আমাদের এলাকার রাস্তার পাশে তালের বীজ লাগাচ্ছেন। নিজ উদ্যোগে তিনি এসব বীজ বপন করায় তাঁর প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

তাল-৩কৃষক কামাল হোসেন বলেন, প্রাকৃতিক দুর্যোগসহ বজ্রপাত থেকে রক্ষাকারী পরম বন্ধু তালগাছ। এ ছাড়া ভূমিক্ষয়, ভূমিধস, ভূগর্ভস্থ পানির মজুত বৃদ্ধি ও মাটির উর্বরতা রক্ষা করে তালগাছ। তাই স্বেচ্ছায় এসব বীজ রোপণের উদ্যোগ নিয়েছি। উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে ইতিমধ্যে ৩৫ হাজার বীজ রোপণ করা হয়েছে। বাকি বীজগুলো আমার বাড়িতে সংরক্ষণ করা আছে। সবগুলো বীজ পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় রোপণ করব।’

এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘উপকূলবর্তী এলাকায় পরিবেশ-প্রতিবেশ রক্ষায় তালগাছ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কামালের মতো আরও সমাজসেবীকে এসব গাছ রোপণে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত