Ajker Patrika

তেলবাহী কার্গো উদ্ধার করতে ৪ দিন লাগতে পারে: কর্মকর্তা

ভোলা প্রতিনিধি
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ১০: ০৫
তেলবাহী কার্গো উদ্ধার করতে ৪ দিন লাগতে পারে: কর্মকর্তা

তিন দিন পর ভোলায় মেঘনা নদীতে জ্বালানি তেলসহ ডুবে যাওয়া কার্গো জাহাজ এমভি সাগর নন্দিনী-২-এর উদ্ধারকাজ শুরু করেছে। আজ বুধবার সকাল ১০টা থেকে এই উদ্ধারকাজ শুরু করা হয়। তবে এখনো দৃশ্যত তেমন কোনো অগ্রগতি নেই বলে জানিয়েছেন পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের এজিএম আনোয়ার হোসেন।

উদ্ধারকারী জাহাজ হুমায়রা আজ বুধবার সকালে ঘটনাস্থলে এসে পৌঁছায়। বিআইডব্লিউটিএ, কোস্ট গার্ডসহ ৫০ সদস্যের ডুবুরি ও বিশেষজ্ঞ দল এই উদ্ধার কাজে অংশ নেয়। কোস্ট গার্ড ও নৌ-পুলিশ উদ্ধারকাজে সহযোগিতা করছে বলে জানিয়েছেন পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ডিজিএম আসিফ মালেক।

পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের এজিএম আনোয়ার হোসেন ঘটনাস্থল থেকে ফিরে বুধবার রাতে আজকের পত্রিকাকে বলেন, আসলে বুধবার সকাল থেকে উদ্ধারকাজ শুরু হলেও দৃশ্যত তেমন কোনো অগ্রগতি নেই। আজ শুধু দুটি পন্টুন নোঙর করে রশি টেনে উদ্ধারকাজের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। 

আনোয়ার হোসেন আরও বলেন, ডুবুরি দল প্রতিদিন শুধু দুই ঘণ্টা করে কাজ করতে পারেন। এর বেশি কাজ করতে পারেন না। উদ্ধারের মূল কার্যক্রম বৃহস্পতিবার সকাল থেকে শুরু হবে। তবে, তিন-চার দিনের মধ্যে জাহাজটি উদ্ধার করা সম্ভব হবে বলেও জানান পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের এই কর্মকর্তা। 

এদিকে বুধবার বিকেলে কোস্ট গার্ড দক্ষিণ জোন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ভোলার মেঘনা নদীতে দুর্ঘটনাকবলিত অয়েল ট্যাংকার সাগর নন্দিনী-২-এর নির্গত তেল যেন পানিতে মিশে পরিবেশ দূষণ করতে না পারে, সে জন্য চতুর্থ দিনের মতো বুধবার সকাল থেকে কোস্ট গার্ড দক্ষিণ জোনের ল্যামর সংযোজিত অত্যাধুনিক বোটের সাহায্যে পানি থেকে তেল অপসারণের কাজ চলমান রয়েছে। দুর্ঘটনাকবলিত অয়েল ট্যাংকার উদ্ধারের নিমিত্তে বিআইডব্লিউটিএর দুটি টাগ বোট ও একটি বার্জ (জহুর) কোস্ট গার্ডের ডুবুরি দলের সহযোগিতায় উদ্ধারকাজ পরিচালনা করছে। উদ্ধারকাজের জন্য অন্য একটি বার্জ (হুমায়রা) বুধবার সকালে ঘটনাস্থলে এসে পৌঁছেছে। এ ছাড়া কোস্ট গার্ড দক্ষিণ জোনের দুটি টিম সার্বক্ষণিক সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে আসছে। 

উল্লেখ্য, গত রোববার ভোরে চট্টগ্রাম থেকে ১১ লাখ লিটার তেল নিয়ে চাঁদপুরের উদ্দেশে রওনা দেয় পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের কার্গো জাহাজ সাগর নন্দিনী-২। ঘন কুয়াশার কারণে এটি ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতলী এলাকায় অপর একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। দুর্ঘটনার পর থেকেই কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ডুবন্ত তেলবাহী জাহাজের নিরাপত্তাসহ উদ্ধারকাজে অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত