Ajker Patrika

নদীতে মাছ ধরতে গিয়ে তরুণের মৃত্যু

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ১৫: ২৬
নদীতে মাছ ধরতে গিয়ে তরুণের মৃত্যু

ভোলার চরফ্যাশন উপজেলায় নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মো. আওলাদ হোসেন (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে ওই এলাকার ফাহিম ব্রিকস-সংলগ্ন মায়া নদীতে এ ঘটনা ঘটে। আওলাদ উপজেলার এওয়াজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম এওয়াজপুর গ্রামের ইমাম হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আওলাদ হোসেন ভোর সাড়ে ৬টার দিকে মায়া নদীতে জাল নিয়ে মাছ ধরতে যান। এ সময় জাল ফেলতে গিয়ে অসাবধানতাবশত নদীতে পড়ে যান তিনি। অনেক সময় ধরে তাঁর দেখা না পেয়ে স্থানীয়রা চরফ্যাশন ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় নদী থেকে আওলাদ হোসেনের মরদেহ উদ্ধার করেন। 

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরাদ হোসেন জানান, নদী থেকে মরদেহ উদ্ধার করে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যদের উপস্থিতিতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত