Ajker Patrika

এমপি শাহজাহান মিয়ার জানাজায় মানুষের ঢল, দাফন সম্পন্ন

পটুয়াখালী প্রতিনিধি
এমপি শাহজাহান মিয়ার জানাজায় মানুষের ঢল, দাফন সম্পন্ন

চিরনিদ্রায় শায়িত হলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া। আজ রোববার সকাল ১১টার দিকে পটুয়াখালী সার্কিট হাউস চত্বরে জানাজা শেষে পটুয়াখালীর পৌর কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। 

বরেণ্য এই রাজনীতিবিদকে শ্রদ্ধা জানাতে জানাজার নামাজের হাজারো মানুষের ঢল নামে। জানাজায় ইমামতি করেন জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক ও মুসলিম পাড়া জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল কাদের। 

এ সময় বরিশাল বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা আওয়ামী লীগের নেতা ও অন্য রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন, সরকারি কর্মকর্তা কর্মচারী এবং সর্বস্তরের জনসাধারণের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে তাঁর দীর্ঘদিনের কর্মস্থল জেলা আইনজীবী সমিতিতে শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নেওয়া হয়। 

গতকাল শনিবার সকাল ৬টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ওই দিন বিকেলে জাতীয় সংসদ ভবনে জানাজা শেষে শাহজাহান মিয়ার মরদেহ বিমানবাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে পটুয়াখালী নিয়ে আসা হয়। মরদেহ পটুয়াখালীতে নেওয়ার পর তাঁকে শেষবারের মতো একনজর দেখতে নেতা কর্মীদের ঢল নামে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত