নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) উপাচার্য ড. শুচীতা শরমিন এবং সহ-উপাচার্য ড. গোলাম রাব্বানীর দ্বন্দ্বের জেরে চিঠি চালাচালি চলছেই। সহ-উপাচার্যের ডাকা একাডেমিকবিষয়ক সভাকে বিধিবহির্ভূত দাবি করে উপাচার্য সে সভায় বিভাগীয় চেয়ারম্যানদের যেতে বারণ করে সম্প্রতি চিঠি দিয়েছেন। এবার সহ-উপাচার্য দাবি করেছেন, উপাচার্যের ওই চিঠির জেরে আগের সব একাডেমিক সভা অবৈধ হয়ে যেতে পারে। এ কারণে তিনি উপাচার্যকে তাঁর চিঠি প্রত্যাহারের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন।
সহ-উপাচার্য গোলাম রাব্বানীর দপ্তর গতকাল রোববার এ-সংক্রান্ত একটি চিঠি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পাঠানো হয়েছে। ওই চিঠিতে দাবি করা হয়েছে, উপাচার্য শুচীতা শরমিন তাঁর চিঠি প্রত্যাহার না করলে বিগত সব একাডেমিক সভা অবৈধ হয়ে যাবে। এর আগে ৫ ফেব্রুয়ারি সহ-উপাচার্য এক চিঠিতে ৯ ফেব্রুয়ারি একাডেমিক সভা ডাকেন। তবে ৬ ফেব্রুয়ারি উপাচার্যের নির্দেশক্রমে রেজিস্ট্রার মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে বিভাগীয় চেয়ারম্যানদের বলা হয়, ‘সহ-উপাচার্যের নির্দেশক্রমে পাঠানো পত্রটি নিয়মবহির্ভূত। ওই পত্রটি কোনোভাবেই আমলে না নেওয়ার জন্য উপাচার্যের নির্দেশে অনুরোধ করা হলো।’
এ প্রসঙ্গে সহ-উপাচার্য গোলাম রাব্বানী বলেন, আইন অনুযায়ী তাঁর দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিষয় দেখা। সে কারণে তিনি ৯ ফেব্রুয়ারি একাডেমিকবিষয়ক এক সভায় চেয়ারম্যানদের আসার আহ্বান জানান। কিন্তু ভিসি পাল্টা চিঠি দিয়ে বলেন, তাঁর (সহ-উপাচার্য) ডাকা সভা বিধিবহির্ভূত। সেটাই যদি হয়, তাহলে পূর্বের একাডেমিক, পরীক্ষা-সংক্রান্ত সব চিঠিই অবৈধ। তাই তিনি এটি প্রত্যাহারের জন্য রেজিস্ট্রারকে চিঠি দিয়েছেন।
এ বিষয়ে জানতে ববি রেজিস্ট্রার মনিরুল ইসলামকে ফোন করা হয়। তবে তিনি ফোন ধরেননি। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি।
বরিশাল বিশ্ববিদ্যায়ের উপাচার্য শুচীতা শরমিনের মোবাইল ফোনে কল করা হলেও তিনি সাড়া দেননি।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) উপাচার্য ড. শুচীতা শরমিন এবং সহ-উপাচার্য ড. গোলাম রাব্বানীর দ্বন্দ্বের জেরে চিঠি চালাচালি চলছেই। সহ-উপাচার্যের ডাকা একাডেমিকবিষয়ক সভাকে বিধিবহির্ভূত দাবি করে উপাচার্য সে সভায় বিভাগীয় চেয়ারম্যানদের যেতে বারণ করে সম্প্রতি চিঠি দিয়েছেন। এবার সহ-উপাচার্য দাবি করেছেন, উপাচার্যের ওই চিঠির জেরে আগের সব একাডেমিক সভা অবৈধ হয়ে যেতে পারে। এ কারণে তিনি উপাচার্যকে তাঁর চিঠি প্রত্যাহারের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন।
সহ-উপাচার্য গোলাম রাব্বানীর দপ্তর গতকাল রোববার এ-সংক্রান্ত একটি চিঠি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পাঠানো হয়েছে। ওই চিঠিতে দাবি করা হয়েছে, উপাচার্য শুচীতা শরমিন তাঁর চিঠি প্রত্যাহার না করলে বিগত সব একাডেমিক সভা অবৈধ হয়ে যাবে। এর আগে ৫ ফেব্রুয়ারি সহ-উপাচার্য এক চিঠিতে ৯ ফেব্রুয়ারি একাডেমিক সভা ডাকেন। তবে ৬ ফেব্রুয়ারি উপাচার্যের নির্দেশক্রমে রেজিস্ট্রার মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে বিভাগীয় চেয়ারম্যানদের বলা হয়, ‘সহ-উপাচার্যের নির্দেশক্রমে পাঠানো পত্রটি নিয়মবহির্ভূত। ওই পত্রটি কোনোভাবেই আমলে না নেওয়ার জন্য উপাচার্যের নির্দেশে অনুরোধ করা হলো।’
এ প্রসঙ্গে সহ-উপাচার্য গোলাম রাব্বানী বলেন, আইন অনুযায়ী তাঁর দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিষয় দেখা। সে কারণে তিনি ৯ ফেব্রুয়ারি একাডেমিকবিষয়ক এক সভায় চেয়ারম্যানদের আসার আহ্বান জানান। কিন্তু ভিসি পাল্টা চিঠি দিয়ে বলেন, তাঁর (সহ-উপাচার্য) ডাকা সভা বিধিবহির্ভূত। সেটাই যদি হয়, তাহলে পূর্বের একাডেমিক, পরীক্ষা-সংক্রান্ত সব চিঠিই অবৈধ। তাই তিনি এটি প্রত্যাহারের জন্য রেজিস্ট্রারকে চিঠি দিয়েছেন।
এ বিষয়ে জানতে ববি রেজিস্ট্রার মনিরুল ইসলামকে ফোন করা হয়। তবে তিনি ফোন ধরেননি। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি।
বরিশাল বিশ্ববিদ্যায়ের উপাচার্য শুচীতা শরমিনের মোবাইল ফোনে কল করা হলেও তিনি সাড়া দেননি।
আবাসন সংকট, অবৈধ অস্থায়ী আদালত অপসারণ ও মাঠ দখল থেকে মুক্ত করাসহ সাত দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার শিক্ষার্থীরা। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে মাদ্রাসা-ই-আলিয়ার সাধারণ শিক্ষার্থীর ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।
৯ মিনিট আগেবঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে বাতাসের তীব্রতায় জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। এতে কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।
১৩ মিনিট আগেচুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের মাধবপুরে মনিরুল ইসলাম (৫০) নামের এক দিনমজুরকে গতকাল শনিবার দুপুরে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় মামলার ৫ ঘণ্টার মধ্যে পাশ্ববর্তী আলমডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁর স্ত্রী পাপিয়া খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি প্রাথমিক জিজ্ঞেসাবাদে স্বামীকে
১৭ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় সড়ক ও নালা সংস্কারসহ বিভিন্ন দাবিতে পৌরসভা ভবনের সামনে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ রোববার সকালে পৌর কার্যালয়ের সমানে তিন নম্বর ওয়ার্ডের শতাধিক মানুষ এই বিক্ষোভ করেন। এ সময় বেহাল সড়কের সংস্কার, সুপেয় পানির সংকট নিরসন, নালা ব্যবস্থা ভেঙে সংস্কারের দাবি জানানো হয়।
২০ মিনিট আগে