Ajker Patrika

বরিশাল বিশ্ববিদ্যালয়ে এবার উপাচার্যের চিঠি প্রত্যাহারের আহ্বান সহ-উপাচার্যের

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
ফাইল ছবি
ফাইল ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) উপাচার্য ড. শুচীতা শরমিন এবং সহ-উপাচার্য ড. গোলাম রাব্বানীর দ্বন্দ্বের জেরে চিঠি চালাচালি চলছেই। সহ-উপাচার্যের ডাকা একাডেমিকবিষয়ক সভাকে বিধিবহির্ভূত দাবি করে উপাচার্য সে সভায় বিভাগীয় চেয়ারম্যানদের যেতে বারণ করে সম্প্রতি চিঠি দিয়েছেন। এবার সহ-উপাচার্য দাবি করেছেন, উপাচার্যের ওই চিঠির জেরে আগের সব একাডেমিক সভা অবৈধ হয়ে যেতে পারে। এ কারণে তিনি উপাচার্যকে তাঁর চিঠি প্রত্যাহারের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন।

সহ-উপাচার্য গোলাম রাব্বানীর দপ্তর গতকাল রোববার এ-সংক্রান্ত একটি চিঠি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পাঠানো হয়েছে। ওই চিঠিতে দাবি করা হয়েছে, উপাচার্য শুচীতা শরমিন তাঁর চিঠি প্রত্যাহার না করলে বিগত সব একাডেমিক সভা অবৈধ হয়ে যাবে। এর আগে ৫ ফেব্রুয়ারি সহ-উপাচার্য এক চিঠিতে ৯ ফেব্রুয়ারি একাডেমিক সভা ডাকেন। তবে ৬ ফেব্রুয়ারি উপাচার্যের নির্দেশক্রমে রেজিস্ট্রার মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে বিভাগীয় চেয়ারম্যানদের বলা হয়, ‘সহ-উপাচার্যের নির্দেশক্রমে পাঠানো পত্রটি নিয়মবহির্ভূত। ওই পত্রটি কোনোভাবেই আমলে না নেওয়ার জন্য উপাচার্যের নির্দেশে অনুরোধ করা হলো।’

এ প্রসঙ্গে সহ-উপাচার্য গোলাম রাব্বানী বলেন, আইন অনুযায়ী তাঁর দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিষয় দেখা। সে কারণে তিনি ৯ ফেব্রুয়ারি একাডেমিকবিষয়ক এক সভায় চেয়ারম্যানদের আসার আহ্বান জানান। কিন্তু ভিসি পাল্টা চিঠি দিয়ে বলেন, তাঁর (সহ-উপাচার্য) ডাকা সভা বিধিবহির্ভূত। সেটাই যদি হয়, তাহলে পূর্বের একাডেমিক, পরীক্ষা-সংক্রান্ত সব চিঠিই অবৈধ। তাই তিনি এটি প্রত্যাহারের জন্য রেজিস্ট্রারকে চিঠি দিয়েছেন।

এ বিষয়ে জানতে ববি রেজিস্ট্রার মনিরুল ইসলামকে ফোন করা হয়। তবে তিনি ফোন ধরেননি। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি।

বরিশাল বিশ্ববিদ্যায়ের উপাচার্য শুচীতা শরমিনের মোবাইল ফোনে কল করা হলেও তিনি সাড়া দেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত