ঝালকাঠি প্রতিনিধি
ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাসভাড়া আদায়ের অভিযোগে ঝালকাঠিতে চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়ার টাকা ফেরত দেওয়া হয়েছে।
বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগে গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ঝালকাঠি বাস টার্মিনালে অভিযান চালান সেনাসদস্যরা। অভিযোগের সত্যতা পেয়ে পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (শিক্ষানবিশ) মো. ইশতিয়াক হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
রাত সাড়ে ১১টার দিকে পিরোজপুরের মঠবাড়িয়া থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সাকুরা পরিবহনের চালকের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে যাত্রীদের বাড়তি ভাড়া ফেরত দেন গাড়িটির দায়িত্বে থাকা সুপারভাইজার।
গাড়িতে থাকা একাধিক যাত্রী জানান, তাঁদের টিকিট সরবরাহ করা হলেও তাতে কোথাও কোনো ভাড়া উল্লেখ করা নেই। মঠবাড়িয়া থেকে ঢাকার ভাড়া ৯০০ টাকা হলেও ২০০ থেকে ৩০০ টাকা বাড়তি নেওয়া হয়েছে।
পিরোজপুরের ভান্ডারিয়া থেকে আসা যাত্রী মকবুল হোসেন জানান, আজ শনিবার সকালে কর্মস্থলে যোগদান করতে হবে। তাই তিনি বাধ্য হয়ে নির্ধারিত ভাড়ার চেয়ে ৩০০ টাকা বাড়তি দিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন।
এ নিয়ে কথা হলে সাকুরা পরিবহনের ঝালকাঠি কাউন্টারের ইনচার্জ মো. কামাল মল্লিক বলেন, ‘সরকার নির্ধারিত ভাড়া ছাড়া ঝালকাঠি থেকে কখনো কোনো বাড়তি টাকা নেওয়া হয়নি। যে ঘটনা ঘটেছে, তা মঠবাড়িয়া ও ভান্ডারিয়া কাউন্টারে দায়িত্বে থাকা ব্যক্তিদের কারণে হয়েছে।’
এ বিষয়ে সহকারী কমিশনার ইশতিয়াক আজকের পত্রিকাকে বলেন, ‘অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য সড়ক পরিবহন আইনে সাকুরা পরিবহনের চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে নেওয়া বাড়তি ভাড়া ফেরত দেওয়া হয়েছে।’
ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাসভাড়া আদায়ের অভিযোগে ঝালকাঠিতে চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়ার টাকা ফেরত দেওয়া হয়েছে।
বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগে গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ঝালকাঠি বাস টার্মিনালে অভিযান চালান সেনাসদস্যরা। অভিযোগের সত্যতা পেয়ে পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (শিক্ষানবিশ) মো. ইশতিয়াক হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
রাত সাড়ে ১১টার দিকে পিরোজপুরের মঠবাড়িয়া থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সাকুরা পরিবহনের চালকের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে যাত্রীদের বাড়তি ভাড়া ফেরত দেন গাড়িটির দায়িত্বে থাকা সুপারভাইজার।
গাড়িতে থাকা একাধিক যাত্রী জানান, তাঁদের টিকিট সরবরাহ করা হলেও তাতে কোথাও কোনো ভাড়া উল্লেখ করা নেই। মঠবাড়িয়া থেকে ঢাকার ভাড়া ৯০০ টাকা হলেও ২০০ থেকে ৩০০ টাকা বাড়তি নেওয়া হয়েছে।
পিরোজপুরের ভান্ডারিয়া থেকে আসা যাত্রী মকবুল হোসেন জানান, আজ শনিবার সকালে কর্মস্থলে যোগদান করতে হবে। তাই তিনি বাধ্য হয়ে নির্ধারিত ভাড়ার চেয়ে ৩০০ টাকা বাড়তি দিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন।
এ নিয়ে কথা হলে সাকুরা পরিবহনের ঝালকাঠি কাউন্টারের ইনচার্জ মো. কামাল মল্লিক বলেন, ‘সরকার নির্ধারিত ভাড়া ছাড়া ঝালকাঠি থেকে কখনো কোনো বাড়তি টাকা নেওয়া হয়নি। যে ঘটনা ঘটেছে, তা মঠবাড়িয়া ও ভান্ডারিয়া কাউন্টারে দায়িত্বে থাকা ব্যক্তিদের কারণে হয়েছে।’
এ বিষয়ে সহকারী কমিশনার ইশতিয়াক আজকের পত্রিকাকে বলেন, ‘অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য সড়ক পরিবহন আইনে সাকুরা পরিবহনের চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে নেওয়া বাড়তি ভাড়া ফেরত দেওয়া হয়েছে।’
ইসলামপুরে ঈদমেলায় যৌথ বাহিনীর অভিযানের এক দিন পর পাশের ডোবাতে দুই ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার জাহাঙ্গীর (৩৫) নামের একজনের লাশ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। আগের দিন বৃহস্পতিবার চাঁন মিয়া নামের আরেক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। অভিযোগ না থাকায় থানা-পুলিশ স্বজনদের কাছে লাশ দুটি
১২ মিনিট আগেভোলার চরফ্যাশনে স্বেচ্ছাসেবক দল নেতার হামলায় ব্যবসায়ী নিহতের ঘটনায় ৯ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন সুজন, রানা, রনি, তহমিনা, লাভলু, কালু বেপারি, আ. লতিফ, রিয়াজ ও রাকিব। শনিবার (৫ এপ্রিল) আটকের বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মো. মেহেদী হাসান ও দুলারহাট থানার ভারপ্রাপ্ত..
২৫ মিনিট আগেভোলার বোরহানউদ্দিনে মো. হাসান নামের এক যুবককে পিটুনি দিয়ে তাঁর চোখ তুলে নিয়েছে এলাকার লোকজন। গতকাল শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার দেউলা ইউনিয়নের ঝিটকা বাজারে এ ঘটনা ঘটে।
২৬ মিনিট আগেফরিদপুরের নগরকান্দায় জামাল মাতুব্বর (৫২) নামের এক মালয়েশিয়াপ্রবাসীকে অণ্ডকোষ থেঁতলে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশের ধারণা, চুরি করতে এসে চিনে ফেলায় তাঁকে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার তালমা ইউনিয়নের কোনাগ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই গ্রামের মৃত হাতেম মাতুব্বরের একমাত্র ছেলে।
১ ঘণ্টা আগে