পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার পাথরঘাটা থেকে ৯০ কিলোমিটার পূর্বে এবং সোনারচর থেকে ৭০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ বঙ্গোপসাগরে ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় মাছ ধরার প্রায় ১০টি ট্রলার থেকে অন্তত কোটি টাকার মাছ ও মালামাল লুট করে নিয়েছে ডাকাত দল।
শুক্রবার (২৯ জুলাই) বেলা ১১টার দিকে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে বঙ্গোপসাগর থেকে ফিরে আসা জেলেদের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।
এর আগে বৃহস্পতিবার রাত ১১টা থেকে গভীর রাত পর্যন্ত পাথরঘাটা থেকে ৯০ কিলোমিটার পূর্ব বঙ্গোপসাগরে ট্রলারে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতি হওয়া পাথরঘাটার আবদুল্লাহর মালিকানার এফবি জুনায়েদ ও আলম মোল্লার মালিকানার এফবি শাহ মোহছেন আউলিয়া-৩ ট্রলারের নাম পাওয়া গেছে।
এফবি জুনায়েদ ট্রলারের মাঝি শাহজাহান ও মালিক আবদুল্লাহ জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে বঙ্গোপসাগরে মাছ শিকার করে কূলে ফিরে আসার পথে ৩০ জনের অস্ত্রধারী ডাকাতদল ট্রলারে উঠে জেলেদের জিম্মি করে ৮ লাখ টাকার মাছ, ১০০০ লিটার তেল ও জেলেদের মোবাইল ফোনসহ অনেক মালামাল নিয়ে যায়। যাওয়ার সময় ট্রলারের ইঞ্জিন বিকল করে রেখে চলে যায়। এ সময় বাধা দিলে জেলেদের পিটিয়ে আহত করে। এর মধ্যে গুরুতর আহত মিরাজ, খোকন, মন্টু ও শাহজাহানকে দুপুর ১২টার দিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে এফবি শাহ মোহছেন আউলিয়া-৩ ট্রলারের মালিক আলম মোল্লা বলেন, ‘আমার ট্রলার থেকে অস্ত্রধারী ডাকাতেরা অন্তত ১২ লাখ টাকার মাছ নিয়ে যায়, এ সময় জেলেরা বাধা দিলে হোসেন মাঝিকে কুপিয়ে জখম করে। তার অবস্থা গুরুতর বলে সাগর থেকে জেলেরা জানিয়েছে। ট্রলার এখনো ঘাটে এসে পৌঁছায়নি।’
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, ‘বঙ্গোপসাগরে সশস্ত্র ট্রলার ডাকাতি হয়েছে। এখন পর্যন্ত দুটি ট্রলারের তথ্য পেলেও ফিরে আসা জেলেরা জানিয়েছেন, অন্তত ১০টি ট্রলার ডাকাতি করে মাছ ও মালামাল লুট হয়েছে। আমরা খোঁজ-খবর নিচ্ছি। এ বিষয় র্যাব, কোস্টগার্ড, নৌ-পুলিশকে জানানো হয়েছে।’
দক্ষিণ স্টেশন কোস্টগার্ড পাথরঘাটার কমান্ডার লে. মোমিন বলেন, ডাকাতির খবর এখন পর্যন্ত শোনেননি। এ বিষয়ে নৌ-পুলিশের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।
বরগুনার পাথরঘাটা থেকে ৯০ কিলোমিটার পূর্বে এবং সোনারচর থেকে ৭০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ বঙ্গোপসাগরে ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় মাছ ধরার প্রায় ১০টি ট্রলার থেকে অন্তত কোটি টাকার মাছ ও মালামাল লুট করে নিয়েছে ডাকাত দল।
শুক্রবার (২৯ জুলাই) বেলা ১১টার দিকে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে বঙ্গোপসাগর থেকে ফিরে আসা জেলেদের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।
এর আগে বৃহস্পতিবার রাত ১১টা থেকে গভীর রাত পর্যন্ত পাথরঘাটা থেকে ৯০ কিলোমিটার পূর্ব বঙ্গোপসাগরে ট্রলারে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতি হওয়া পাথরঘাটার আবদুল্লাহর মালিকানার এফবি জুনায়েদ ও আলম মোল্লার মালিকানার এফবি শাহ মোহছেন আউলিয়া-৩ ট্রলারের নাম পাওয়া গেছে।
এফবি জুনায়েদ ট্রলারের মাঝি শাহজাহান ও মালিক আবদুল্লাহ জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে বঙ্গোপসাগরে মাছ শিকার করে কূলে ফিরে আসার পথে ৩০ জনের অস্ত্রধারী ডাকাতদল ট্রলারে উঠে জেলেদের জিম্মি করে ৮ লাখ টাকার মাছ, ১০০০ লিটার তেল ও জেলেদের মোবাইল ফোনসহ অনেক মালামাল নিয়ে যায়। যাওয়ার সময় ট্রলারের ইঞ্জিন বিকল করে রেখে চলে যায়। এ সময় বাধা দিলে জেলেদের পিটিয়ে আহত করে। এর মধ্যে গুরুতর আহত মিরাজ, খোকন, মন্টু ও শাহজাহানকে দুপুর ১২টার দিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে এফবি শাহ মোহছেন আউলিয়া-৩ ট্রলারের মালিক আলম মোল্লা বলেন, ‘আমার ট্রলার থেকে অস্ত্রধারী ডাকাতেরা অন্তত ১২ লাখ টাকার মাছ নিয়ে যায়, এ সময় জেলেরা বাধা দিলে হোসেন মাঝিকে কুপিয়ে জখম করে। তার অবস্থা গুরুতর বলে সাগর থেকে জেলেরা জানিয়েছে। ট্রলার এখনো ঘাটে এসে পৌঁছায়নি।’
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, ‘বঙ্গোপসাগরে সশস্ত্র ট্রলার ডাকাতি হয়েছে। এখন পর্যন্ত দুটি ট্রলারের তথ্য পেলেও ফিরে আসা জেলেরা জানিয়েছেন, অন্তত ১০টি ট্রলার ডাকাতি করে মাছ ও মালামাল লুট হয়েছে। আমরা খোঁজ-খবর নিচ্ছি। এ বিষয় র্যাব, কোস্টগার্ড, নৌ-পুলিশকে জানানো হয়েছে।’
দক্ষিণ স্টেশন কোস্টগার্ড পাথরঘাটার কমান্ডার লে. মোমিন বলেন, ডাকাতির খবর এখন পর্যন্ত শোনেননি। এ বিষয়ে নৌ-পুলিশের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।
সকালে বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। এরপর শুরু হয় এক ঘণ্টার এমসিকিউ পরীক্ষা। জুনিয়র ক্যাটাগরিতে (৬ষ্ঠ থেকে অষ্টম) ২১০ জন, মাধ্যমিক ক্যাটাগরিতে (নবম ও দশম) ১৭০ জন এবং উচ্চ মাধ্যমিক ক্যাটাগরিতে (একাদশ ও দ্বাদশ) ৭০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
২৭ মিনিট আগেঝগড়ার বিষয়টি নিয়ে আজকে আমরা সালিশ করি। সালিশে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে সিএনজি চালকের চিকিৎসাবাবদ মোটরসাইকেল চালককে সাত হাজার টাকা জরিমানা করা হয়। তাখন বিচার মেনে একহাজার টাকা জমা দেন মোটরসাইকেল চালক। দু’দিন পর বাকি টাকা পরিশোধ করবেন বলে কথা দেন। সালিশ দরবার শেষ করে সন্ধ্যায় আমরা চলে...
৩২ মিনিট আগেবিভিন্ন সময় তারা নিজেদের মতো বিভিন্ন কীটনাশক ব্যবহার করেন, কারণ কৃষি অফিস থেকে কোন পরামর্শ বা সহায়তা পান না। অনেক ফসল নষ্ট হওয়ার পরও কৃষি কর্মকর্তারা চোখে পড়ে না। চাষিরা দাবি করেছেন, কৃষি অফিস শুধুমাত্র কয়েকজন চাষীর জন্য নয়, সবার জন্য কাজ করুক।
৪৪ মিনিট আগেমামলার রায় জানতে উৎসুক জনতা আদালত প্রাঙ্গনে ঘুরাঘুরি করতে দেখা গেছে। সকাল ৯ টায় মামলার চার আসামিকে ঝিনাইদহ কারাগার থেকে মাগুরার আদালতে নেওয়া হবে। প্রথমে তাদের মাগুরা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের গারদে নেওয়া হবে। এরপর সকাল ১০ টায় পাশে থাকা মাগুরা দায়রা জজ আদালতের দ্বিতীয় তলায় নারী...
১ ঘণ্টা আগে