Ajker Patrika

৪১ হাজার টন কয়লা নিয়ে পায়রায় ভিড়ল জাহাজ ‘মেসিনিয়ান স্পায়ার’ 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ২২: ৫০
৪১ হাজার টন কয়লা নিয়ে পায়রায় ভিড়ল জাহাজ ‘মেসিনিয়ান স্পায়ার’ 

পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরে কয়লা নিয়ে ইনার অ্যাঙ্কোরেজে ভিড়েছে ‘মেসিনিয়ান স্পায়ার’ নামের একটি জাহাজ। আজ সোমবার বিকেলে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের ৪০ হাজার ৯৫০ টন কয়লা নিয়ে বাহামসের পতাকাবাহী এই জাহাজটি বন্দরের ইনার অ্যাঙ্কোরেজে এসে পৌঁছায়।

আগামীকাল মঙ্গলবার থেকে কয়লা খালাস কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ১০ দশমিক ২০ মিটার গভীরতার এই জাহাজটির দৈর্ঘ্য ১৯০ মিটার এবং প্রস্থ ৩২ মিটার। বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা বন্দরের পাইলট গোলাম রাব্বানি।

পায়রা বন্দর সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে জাহাজটি ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে পায়রা বন্দরের উদ্দেশে কয়লা নিয়ে যাত্রা শুরু করে। এটি আজ সোমবার বিকেলে বন্দরের আউটার থেকে ইনার অ্যাঙ্কোরেজে নিয়ে আসেন পায়রা বন্দরের পাইলট আলী ইয়াকুব আলম। বাংলাদেশে এই প্রথম ৪০ হাজার ৯৫০ টন মাল নিয়ে কোনো জাহাজ ইনার অ্যাঙ্কোরেজে ভিড়ল।

পায়রা বন্দরের মিডিয়া উইংস ও ট্রাফিক বিভাগের উপপরিচালক আজিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বাংলাদেশের যেকোনো বন্দরের থেকে আমাদের বন্দরের গভীরতা এখন বেশি। কারণ, দেশের ইতিহাসে বন্দরের ইনার /////////অ্যাঙ্কোরেজে ৪০ হাজার ৯৫০ টন মাল নিয়ে কোনো জাহাজ ঢুকতে পারেনি। আজ বন্দরের ইনারে বাহামস এর///////// পতাকাবাহী এ জাহাজটি ভিড়েছে। আগামীকাল থেকেই এটির মাল খালাস কার্যক্রম শুরু হবে। এ সপ্তাহে ৬০ হাজার টনের আরও একটি বড় জাহাজ পায়রা বন্দরে আসার কথা রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

নিহত ১১, আহত ৫০, ভারতের সেই মাঠ থেকে সরে যেতে পারে বিশ্বকাপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত