নিজস্ব প্রতিবেদক, বরিশাল থেকে
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণের শুরুর কিছুক্ষণের মধ্যেই বরিশাল সরকারি কলেজ ভোট কেন্দ্রের ৫ নাম্বার বুথের একটি ইভিএম মেশিনে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। প্রায় এক ঘণ্টা সেই মেশিনে ভোট গ্রহণ বন্ধ ছিল। বুথের বাইরে অপেক্ষা করতে দেখা গেছে ভোটার দের ৷
এই বুথের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা সঞ্জিবা বিশ্বাসের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘২৭টি ভোট নেওয়ার পর থেকে কাজ করছে না এই মেশিন। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি। উনি শিগগিরই ব্যবস্থা নেবেন।’
ইভিএম ত্রুটির বিষয়টি আজকের পত্রিকার কাছে স্বীকার করেন কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. আনোয়ার হোসেন দিপু। তিনি বলেন, ‘৫ নাম্বার বুথের একটি ইভিএমে যান্ত্রিক ত্রুটি দেখা গেছে। আমরা টেকনিশিয়ানের সঙ্গে কথা বলেছি। চার্জার লাগানোর সময় এক ধরনের ত্রুটি থেকে এই সমস্যা দেখা দিয়েছে। এখন সেটা রিপ্লেস করা হচ্ছে। দ্রুতই সব ঠিক হয়ে যাবে আশা করি।’
মেশিন নষ্ট থাকায় ভোটারদের অপেক্ষা বাড়ছে। এই নিয়ে বিরক্ত অনেকেই। এমন একজন মো. দুলাল হাওলাদার। ১৯ নাম্বার ওয়ার্ডের ঝাউতলা এলাকার এই বাসিন্দা বলেন, ‘প্রায় এক ঘণ্টা হয়ে গেল লাইনে ৷ এত সকালে এত দেরি হলে সারা দিন কী অবস্থা হবে।’
একই ওয়ার্ডের মো. বাবুল হোসেন কাদির বলেন, ‘যারা ভোট দিয়ে আসছে তারা বলছে ইভিএম মেশিন নষ্ট। তাই দেরি হচ্ছে।’
নৌকার সমর্থক মো. অ্যাড. নাসির আহমেদ খান বলেন, ‘এটা আমাদের ব্যাড লাক। সকালে এখানে সব নৌকার ভোটার এসেছেন। তারা যদি ভোট না দিয়ে ফিরে যান তাহলে তো আমাদের ক্ষতি।’
এই কেন্দ্রে ১ হাজার ৮২৬ জন ভোটার ভোট দেবেন ছয়টি বুথে।
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণের শুরুর কিছুক্ষণের মধ্যেই বরিশাল সরকারি কলেজ ভোট কেন্দ্রের ৫ নাম্বার বুথের একটি ইভিএম মেশিনে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। প্রায় এক ঘণ্টা সেই মেশিনে ভোট গ্রহণ বন্ধ ছিল। বুথের বাইরে অপেক্ষা করতে দেখা গেছে ভোটার দের ৷
এই বুথের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা সঞ্জিবা বিশ্বাসের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘২৭টি ভোট নেওয়ার পর থেকে কাজ করছে না এই মেশিন। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি। উনি শিগগিরই ব্যবস্থা নেবেন।’
ইভিএম ত্রুটির বিষয়টি আজকের পত্রিকার কাছে স্বীকার করেন কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. আনোয়ার হোসেন দিপু। তিনি বলেন, ‘৫ নাম্বার বুথের একটি ইভিএমে যান্ত্রিক ত্রুটি দেখা গেছে। আমরা টেকনিশিয়ানের সঙ্গে কথা বলেছি। চার্জার লাগানোর সময় এক ধরনের ত্রুটি থেকে এই সমস্যা দেখা দিয়েছে। এখন সেটা রিপ্লেস করা হচ্ছে। দ্রুতই সব ঠিক হয়ে যাবে আশা করি।’
মেশিন নষ্ট থাকায় ভোটারদের অপেক্ষা বাড়ছে। এই নিয়ে বিরক্ত অনেকেই। এমন একজন মো. দুলাল হাওলাদার। ১৯ নাম্বার ওয়ার্ডের ঝাউতলা এলাকার এই বাসিন্দা বলেন, ‘প্রায় এক ঘণ্টা হয়ে গেল লাইনে ৷ এত সকালে এত দেরি হলে সারা দিন কী অবস্থা হবে।’
একই ওয়ার্ডের মো. বাবুল হোসেন কাদির বলেন, ‘যারা ভোট দিয়ে আসছে তারা বলছে ইভিএম মেশিন নষ্ট। তাই দেরি হচ্ছে।’
নৌকার সমর্থক মো. অ্যাড. নাসির আহমেদ খান বলেন, ‘এটা আমাদের ব্যাড লাক। সকালে এখানে সব নৌকার ভোটার এসেছেন। তারা যদি ভোট না দিয়ে ফিরে যান তাহলে তো আমাদের ক্ষতি।’
এই কেন্দ্রে ১ হাজার ৮২৬ জন ভোটার ভোট দেবেন ছয়টি বুথে।
ঠাকুরগাঁওয়ে গবাদিপশুর ভাইরাসজনিত লাম্পি স্কিন ডিজিজে (এলএসডি) আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে অন্তত ৭২টি গরু। গত প্রায় দুই মাসে এ গরুগুলোর মৃত্যু হয়েছে। একই সময়ে জেলার পাঁচটি উপজেলায় আক্রান্ত হয়েছে ৩ হাজার ৩৮০টি গরু।
১৬ মিনিট আগেটাঙ্গাইলের মধুপুরের চলতি মৌসুমে কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। প্রচন্ড গরমে কাঁঠাল পেকে যাওয়ায় বাজারে এ ফলের আধিক্য বেড়েছে। তবে রোদ-বৃষ্টির সাথে সাথে কাঁঠালের দাম ওঠা-নামা করায় বিপাকে পড়েছেন ব্যবসায়িরা। তবে কাঁঠালের দাম নাগালের মধ্যে থাকায় ভোক্তারা খুশি।
২০ মিনিট আগেগাইবান্ধা ও কুড়িগ্রাম সীমান্তে তিস্তা নদীর ওপর নির্মাণ করা হয়েছে তিস্তা সেতু। নদীর নামের সঙ্গে মিলয়েই এ নামকরণ করা হয়েছে। এখন শুধু অপেক্ষা সেতুটি উদ্বোধনের। সেতুটি দিয়ে যান চলাচল শুরু করলেই গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের যাতায়াত আরও সহজ হবে। এলাকার উৎপাদিত পণ্য সারা দেশে...
৩৩ মিনিট আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পারিবারিক কলহের জেরে ইতি আক্তার (২৫) নামের এক নারী খুন হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত ওই নারীর স্বামী বিল্লাল হোসেনকে (৩২) আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২৫ জুলাই) রাতে নারায়য়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি বাতানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে