Ajker Patrika

বরিশাল বিশ্ববিদ্যালয়: ড. মুহসিনকে সিন্ডিকেট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মুহসিন উদ্দীনকে স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভা থেকে অব্যাহতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় এ বিক্ষোভ সমাবেশ করেন ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা।

এ সময় উপাচার্যকে ক্ষমা চেয়ে মুহসিন উদ্দীনকে তাঁর স্বপদে বহাল করার আহ্বান জানান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ড. মো. মুহসিন উদ্দীন বরিশাল বিশ্ববিদ্যালয়ের একমাত্র অধ্যাপক। তিনি জুলাই আন্দোলনকে ধারণ করেন। তাঁকে স্বৈরাচারের দোসর আখ্যায়িত করে নিয়মবহির্ভূতভাবে সিন্ডিকেট ও কাউন্সিল সদস্য থেকে বাদ দেওয়া হয়েছে। তাঁরা অভিযোগ করেন, ‘বিশ্ববিদ্যালয়ে আমরা ন্যায়ের পক্ষে কথা বললেই শিকলে আবদ্ধ হয়ে যাই। আমাদের শিক্ষক যখন ন্যায়ের পক্ষে কথা বললেন, তখনই তাঁকে নিয়মবহির্ভূত সরিয়ে দেওয়া হলো। তাঁকে স্বৈরাচার আখ্যা দেওয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

ইংরেজি বিভাগের নাফিজ আল জাহাঙ্গীর বলেন, জুলাই আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের যাঁরা শিক্ষার্থীদের পক্ষে ছিলেন, তাঁদের মধ্যে অন্যতম ড. মো. মুহসিন উদ্দীন। তাঁর বিরুদ্ধে আনীত স্বৈরাচারের দোসর অভিযোগ অমূলক, ভিত্তিহীন এবং সম্পূর্ণ ব্যক্তিগত আক্রোশবশত।

একই বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী আতিক আবদুল্লাহ বলেন, ‘আমরা সুস্পষ্টভাবে জানাতে চাই যে আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন শিক্ষকের বিরুদ্ধে উপাচার্য যে অভিযোগ এনেছেন, তা অত্যন্ত নিন্দনীয়। আমাদের শিক্ষককে অবমূল্যায়ন করা হলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।’ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী রাকিনের সঞ্চালনায় বক্তব্য দেন আতিক, ইয়াসিন কাজী, রায়হান প্রমুখ।

জানা গেছে, অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীনকে পতিত সরকারের সমর্থক ও দোসর উল্লেখ করে ১৩ এপ্রিলে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়।

এ বিষয়ে জানতে ববি উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের মোবাইলে কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

ববি রেজিস্ট্রার মনিরুল ইসলাম বলেছেন, উপাচার্যের নির্দেশে ড. মুহসিনকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি আর কোনো মন্তব্য করতে চাননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত