পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন ছাত্র আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন রেদওয়ান আহম্মেদ (২২), স্বাধীন (২০), মাশরাফি (১৯), বাকি দুজনের নাম–পরিচয় জানা যায়নি।
জানা যায়, আজ বেলা আড়াইটার দিকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা শুরু হলে দুই গ্রুপের মধ্যে কথা-কাটাকাটি ও হামলার ঘটনা ঘটে। এতে পাঁচ শিক্ষার্থী আহত হন। আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরে ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, সানজানা আফিফা অদিতি, এস এ সাঈদ প্রমুখ।
এ বিষয়ে ছাত্র আন্দোলনের নেত্রী আসমা আরা মিতু আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের আন্দোলনে যখন বিজয় আসছে, তখন আমাদের মধ্যে অনুপ্রবেশকারী ঢুকে পড়ে। তারাই আজকে এ হামলার ঘটনা ঘটিয়েছে।’
আরেক নেত্রী জান্নাত রোশনী বলেন, ‘এত নেতা–কর্মী আগে ছিল না। আজকে যারা এ ঘটনা ঘটিয়েছে, তারা হলো সুযোগ সন্ধানী। সুযোগ বুঝেই তারা এ ঘটনা ঘটিয়েছে।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মতবিনিময় সভায় কোনো হামলার ঘটনা ঘটেনি। ছাত্ররা ভেতরে বসা নিয়ে হাতাহাতি করেছে।’
পিরোজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন ছাত্র আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন রেদওয়ান আহম্মেদ (২২), স্বাধীন (২০), মাশরাফি (১৯), বাকি দুজনের নাম–পরিচয় জানা যায়নি।
জানা যায়, আজ বেলা আড়াইটার দিকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা শুরু হলে দুই গ্রুপের মধ্যে কথা-কাটাকাটি ও হামলার ঘটনা ঘটে। এতে পাঁচ শিক্ষার্থী আহত হন। আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরে ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, সানজানা আফিফা অদিতি, এস এ সাঈদ প্রমুখ।
এ বিষয়ে ছাত্র আন্দোলনের নেত্রী আসমা আরা মিতু আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের আন্দোলনে যখন বিজয় আসছে, তখন আমাদের মধ্যে অনুপ্রবেশকারী ঢুকে পড়ে। তারাই আজকে এ হামলার ঘটনা ঘটিয়েছে।’
আরেক নেত্রী জান্নাত রোশনী বলেন, ‘এত নেতা–কর্মী আগে ছিল না। আজকে যারা এ ঘটনা ঘটিয়েছে, তারা হলো সুযোগ সন্ধানী। সুযোগ বুঝেই তারা এ ঘটনা ঘটিয়েছে।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মতবিনিময় সভায় কোনো হামলার ঘটনা ঘটেনি। ছাত্ররা ভেতরে বসা নিয়ে হাতাহাতি করেছে।’
কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়াছড়া স্টেশনের অদূরে ময়লার ডাম্পিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২০ মিনিট আগেপদ্মা নদীর নাজিরগঞ্জ এলাকায় ঝড়ের কবলে পড়ে ক্যামেলিয়া নামক একটি ফেরি নিয়ন্ত্রণ হারিয়ে ভাসমান মাছের খামারে উঠে পড়ে। এতে মাছের খামারের জালের খাঁচা ভেঙে অন্তত ৩৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মাছচাষি ও স্থানীয় বাসিন্দাদের।
৩০ মিনিট আগেকক্সবাজারে রাখাইন সম্প্রদায়ের তিন দিনব্যাপী সাংগ্রাইং পোয়ে বা জলকেলি উৎসব শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরের পর বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। শনিবার সন্ধ্যায় উৎসব শেষ হবে।
১ ঘণ্টা আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসি ড. মোহাম্মদ মাছুদের পদত্যাগের এক দফা দাবিতে শিক্ষার্থীরা মশাল মিছিল করেছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলার পাদদেশ থেকে মিছিল নিয়ে প্রধান ফটক-সংলগ্ন কুয়েট উডের পাদদেশে বিক্ষোভ করে।
১ ঘণ্টা আগে