Ajker Patrika

বরিশালে বিএনপির সমাবেশ: এবার তিন চাকার যানবাহনেও ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ০৯: ৩০
বরিশালে বিএনপির সমাবেশ: এবার তিন চাকার যানবাহনেও ধর্মঘট

বরিশালে বিএনপির বিভাগীয় গণ সমাবেশের আগে বাসের পর এবার তিন চাকার যানবাহনেও ধর্মঘট ডেকেছেন মালিকেরা। ৪ ও ৫ নভেম্বর ৪৮ ঘণ্টার ধর্মঘট আহ্বান করেছেন তাঁরা। বাস মালিকদের হয়রানি বন্ধসহ পাঁচ দফা দাবিতে রোববার (৩০ অক্টোবর) রাতে এ ধর্মঘট ডাক দিয়েছেন তিন চাকার যানবাহনের মালিকেরা।

বরিশাল জেলা মিশুক, বেবিট্যাক্সি, টেক্সিকার ও সিএনজি চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন লিটন মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত মঙ্গলবার (২৫ অক্টোবর) মহাসড়কে তিন চাকার অবৈধ যান ও ভাড়ায় চালিত মোটরসাইকেল বন্ধের দাবিতে আগামী ৪ ও ৫ নভেম্বর বরিশাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল বন্ধের ঘোষণা দেয় বরিশাল বাস মালিক গ্রুপ। 

বিএনপি দাবি করেছে, আগামী ৫ নভেম্বর বরিশালে গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশ ঠেকাতে এই ধর্মঘট ডাকা হয়েছে। ক্ষমতাসীন দলের প্ররোচনায় এই অপকৌশল নেওয়া হয়েছে।

তিন চাকার যানবাহন মালিক ও চালকদের কাছে থ্রি হুইলার মালিক সমিতির পক্ষ থেকে পাঠানো এক জরুরি নোটিশে বলা হয়েছে, তেলের দাম বৃদ্ধির পর তিন চাকার যানের ভাড়ার চার্ট প্রদান ও সহজ শর্তে ড্রাইভিং লাইসেন্স প্রদানের দাবিতে আগামী ৪ ও ৫ নভেম্বর ডিজেল, সিএনজি, ব্যাটারিচালিত সব ধরনের তিন চাকার যান চলাচল বন্ধ থাকবে।

বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, ‘চট্টগ্রাম, ময়মনসিংহ খুলনা এবং রংপুরেও এমন করা হয়েছিল। কিন্তু জনগণকে ঠেকানো যায়নি। বরিশালে মানুষের ঢল নামবে।’

তবে বরিশাল জেলা মিশুক, বেবিট্যাক্সি, ট্যাক্সিকার, ও সিএনজি চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন মোল্লা বলেন, ‘আমরা বাস মালিক-শ্রমিকদের দ্বারা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছি। এ দাবিতে অনেক আগে থেকেই আমরা আন্দোলন করে আসছি।’

মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসাইন বলেন, ‘বিএনপির সমাবেশ নিয়ে আমাদের মাথা ব্যথা নেই।’

এর আগে বিএনপির ময়মনসিংহ, খুলনা ও রংপুর বিভাগীয় গণসমাবেশের আগে ও সমাবেশের দিন মহাসড়কে ‘অবৈধ’ থ্রি হুইলার চলাচল বন্ধের দাবিতে ধর্মঘটের ডাক দেয় বাস মালিক সমিতি। এতে সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত