নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অবশেষে শিক্ষার্থীদের দাবি পূরণ হলো। আন্দোলনের ২৯তম দিনে এসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক শুচিতা শরমিনকে অপসারণ করা হয়েছে। এ ছাড়াও সহ-উপাচার্য অধ্যাপক গোলাম রাব্বানী, ট্রেজারার অধ্যাপক মামুন-অর-রশীদকেও সরিয়ে দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাশেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন এবং অধ্যাপক গোলাম রাব্বানী এসব তথ্য নিশ্চিত করেছেন।
ভিসির পদত্যাগের দাবিতে ববিতে যে আন্দোলন চলছিল তাতে সমর্থন ছিল শিক্ষক-কর্মকর্তাদের একাংশেরও। তাঁর পদত্যাগের দাবিতে গত সোমবার বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করা হয়। শিক্ষার্থীদের এ কর্মসূচিতে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও। এ কর্মসূচি থেকে গতকাল বেলা ২টার মধ্যে পদত্যাগের সময়সীমা বেঁধে দেওয়া হয়। এর আগে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন সময় একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন করে দেওয়া হয়েছিল।
তবে শিক্ষার্থীদের এই দাবি মেনে না নিয়ে সোমবার রাতে ফেসবুকে লাইভ করেন উপাচার্য শুচিতা। এই লাইভ থেকে আলোচনার প্রস্তাব দেন তিনি। উপাচার্যের এ প্রস্তাব প্রত্যাখ্যান করে সোমবার রাত ১২টায় ১২ শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেন। এ কর্মসূচি পালন করতে গিয়ে গতকাল পাঁচ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তাঁদের একজনকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এদিকে গতকাল বিকেল পর্যন্ত উপাচার্য শিক্ষার্থীদের দাবি মেনে না নেওয়ায় আন্দোলনে সংহতি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিভিন্ন পদে থাকা ৫ শিক্ষক পদত্যাগ করেন। এরপর গতকাল বিকেলে ক্যাম্পাসসংলগ্ন ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। সন্ধ্যার দিকেও এই অবরোধ চলছিল। শিক্ষার্থীদের এই অবরোধের কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয় এবং দুর্ভোগে পড়েন যাত্রীরা।
নতুন ভিসি রাবি থেকে
শিক্ষার্থীদের চলমান এই আন্দোলনের মাঝেই গতকাল সন্ধ্যার দিকে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। বিভাগের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাশেম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ভিসি অধ্যাপক শুচিতা শরমিনকে অপসারণ করা হয়েছে। এ ছাড়া অন্তর্বর্তী সময়ের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক তৌফিক আলমকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে পদায়ন করা হয়েছে।
এদিকে সহ-উপাচার্য অধ্যাপক গোলাম রাব্বানী ও ট্রেজারার অধ্যাপক মামুন-অর-রশীদের সরে যাওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন অধ্যাপক গোলাম রাব্বানী নিজেই। তিনি জানান, ববির ওই পদে তিনি আর থাকছেন না।
এদিকে প্রজ্ঞাপন জারির পর অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন শিক্ষার্থীরা। এ ছাড়া আনন্দ মিছিল করেছেন তাঁরা।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অবশেষে শিক্ষার্থীদের দাবি পূরণ হলো। আন্দোলনের ২৯তম দিনে এসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক শুচিতা শরমিনকে অপসারণ করা হয়েছে। এ ছাড়াও সহ-উপাচার্য অধ্যাপক গোলাম রাব্বানী, ট্রেজারার অধ্যাপক মামুন-অর-রশীদকেও সরিয়ে দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাশেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন এবং অধ্যাপক গোলাম রাব্বানী এসব তথ্য নিশ্চিত করেছেন।
ভিসির পদত্যাগের দাবিতে ববিতে যে আন্দোলন চলছিল তাতে সমর্থন ছিল শিক্ষক-কর্মকর্তাদের একাংশেরও। তাঁর পদত্যাগের দাবিতে গত সোমবার বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করা হয়। শিক্ষার্থীদের এ কর্মসূচিতে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও। এ কর্মসূচি থেকে গতকাল বেলা ২টার মধ্যে পদত্যাগের সময়সীমা বেঁধে দেওয়া হয়। এর আগে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন সময় একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন করে দেওয়া হয়েছিল।
তবে শিক্ষার্থীদের এই দাবি মেনে না নিয়ে সোমবার রাতে ফেসবুকে লাইভ করেন উপাচার্য শুচিতা। এই লাইভ থেকে আলোচনার প্রস্তাব দেন তিনি। উপাচার্যের এ প্রস্তাব প্রত্যাখ্যান করে সোমবার রাত ১২টায় ১২ শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেন। এ কর্মসূচি পালন করতে গিয়ে গতকাল পাঁচ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তাঁদের একজনকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এদিকে গতকাল বিকেল পর্যন্ত উপাচার্য শিক্ষার্থীদের দাবি মেনে না নেওয়ায় আন্দোলনে সংহতি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিভিন্ন পদে থাকা ৫ শিক্ষক পদত্যাগ করেন। এরপর গতকাল বিকেলে ক্যাম্পাসসংলগ্ন ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। সন্ধ্যার দিকেও এই অবরোধ চলছিল। শিক্ষার্থীদের এই অবরোধের কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয় এবং দুর্ভোগে পড়েন যাত্রীরা।
নতুন ভিসি রাবি থেকে
শিক্ষার্থীদের চলমান এই আন্দোলনের মাঝেই গতকাল সন্ধ্যার দিকে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। বিভাগের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাশেম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ভিসি অধ্যাপক শুচিতা শরমিনকে অপসারণ করা হয়েছে। এ ছাড়া অন্তর্বর্তী সময়ের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক তৌফিক আলমকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে পদায়ন করা হয়েছে।
এদিকে সহ-উপাচার্য অধ্যাপক গোলাম রাব্বানী ও ট্রেজারার অধ্যাপক মামুন-অর-রশীদের সরে যাওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন অধ্যাপক গোলাম রাব্বানী নিজেই। তিনি জানান, ববির ওই পদে তিনি আর থাকছেন না।
এদিকে প্রজ্ঞাপন জারির পর অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন শিক্ষার্থীরা। এ ছাড়া আনন্দ মিছিল করেছেন তাঁরা।
ক্রমবর্ধমান চাহিদার সাথে পাল্লা দিয়ে নয়াবাজারে গড়ে উঠেছে ৫০টিরও বেশি পুরনো আসবাবপত্রের দোকান। এখানে কী নেই! পুরনো দরজা, জানালা, চৌকাঠ, জানালার গ্রিল, চেয়ার, টেবিল, সিমেন্টের পাল্লা, এমনকি পুরনো টিন পর্যন্ত পাওয়া যায়। মূলত নতুন পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়ায়...
৩ মিনিট আগে২০২৪ সালের ১৯ জুলাই জুমার নামাজ শেষে বাড্ডা এলাকায় বের হলে তিনি পুলিশের গুলিতে আহত হন। একটি গুলি তাঁর ডান চোখের পাশে লেগে মাথার পেছন দিয়ে বের হয়ে যায়। পথচারীরা তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১০ মিনিট আগেস্থানীয়ভাবে ‘হোমিও চিকিৎসক’ হিসেবে পরিচিত মোসলেম আলির একটি দোকান রয়েছে, যার নাম ‘মাতৃশোধন হোমিও ফার্মেসি’। পুলিশ জানায়, ফার্মেসির আড়ালে তিনি বাড়িতে বসে এলকোলি নামের মাদক, ঘুমের ওষুধ ও চুনের পানি মিশিয়ে মদ তৈরি করতেন। শনিবার রাতে ওই ফার্মেসিতে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।
৩৫ মিনিট আগেশনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের করিমপুর হাইওয়ে থানা সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
৪০ মিনিট আগে