Ajker Patrika

বরগুনায় হরিণের ২টি মাথাসহ অঙ্গপ্রত্যঙ্গ উদ্ধার করল কোস্টগার্ড

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বরগুনায় হরিণের ২টি মাথাসহ অঙ্গপ্রত্যঙ্গ উদ্ধার করল কোস্টগার্ড

বরগুনার পাথরঘাটায় হরিণঘাটা সংরক্ষিত বনের লাল দিয়ার চর থেকে হরিণের ২টি মাথাসহ অঙ্গপ্রত্যঙ্গ উদ্ধার করেছে কোস্টগার্ড। আজ মঙ্গলবার দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়। তবে হরিণের মাংস ও জড়িত কাউকে আটক করতে পারেনি। 

কোস্ট গার্ডের পাথরঘাটা স্টেশন কন্টিনজেন্ট কমান্ডার মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে বলেন, ‘মঙ্গলবার রাত ১টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হরিণঘাটা বনাঞ্চলের মধ্যে লালদিয়ার চরে পরিত্যক্ত অবস্থায় দুইটি হরিণের মাথা, নয়টি চামড়া, ১১টি পা, চারটি লেজ এবং চারটি শিং উদ্ধার করা হয়।’ 

তিনি বলেন, ‘আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন বিভাগের কাছে এগুলো হস্তান্তর করা হয়। ধারণা করা হচ্ছে, রাতের অন্ধকারে হরিণ পাচারকারী চক্র এগুলো বনের চরে ফেলে মাংস নিয়ে পালিয়ে গেছে।’ 

পাথরঘাটা বন বিভাগের আইন কর্মকর্তা মো. সোহরাফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বুধবার সকালে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল আদালতের অনুমতি নিয়ে বেলা ১২টার দিকে উদ্ধার করা দুইটি হরিণের মাথা, নয়টি চামড়া, ১১টি পা, চারটি লেজ এবং চারটি শিং মাটিচাপা দেওয়া হয়।’ 

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গত এপ্রিল ও মে মাসে পৃথক অভিযানে কোস্ট গার্ড সাত মণ হরিণের মাংস, মাথা ও শিং উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করে। জব্দকৃত বন্য হরিণের মাংস বা অঙ্গপ্রত্যঙ্গ হরিণঘাটা বন নাকি সুন্দরবন থেকে পাচার হচ্ছিল কেউ তা নিশ্চিত করতে পারেনি। 

বন বিভাগের পটুয়াখালীস্থ বিভাগীয় বন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, ‘সুন্দরবন নিকটবর্তী হওয়ায় নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, কোন বনের বন্য প্রাণী, তবে এ ব্যাপারে অনুসন্ধান চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত