Ajker Patrika

বরিশালে নিম্নবিত্তের জন্য রেশনিং চালুর দাবি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে নিম্নবিত্তের জন্য রেশনিং চালুর দাবি

নিম্ন আয়ের মানুষের জন্য পূর্ণ রেশনিং চালুসহ চাল, ডাল, তেল, চিনি, আটা, ময়দাসহ সব নিত্যপণ্যের দাম কমিয়ে আনার দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। আজ সোমবার বরিশাল নগরের অশ্বিনীকুমার হলের সামনে জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতি, বাংলাদেশ কৃষক ক্ষেতমজুর সমিতি ও বরিশাল জেলা ঐক্য সম্মেলন প্রস্তুতি কমিটির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতির জেলা সভাপতি অধ্যাপক জলিলুর রহমান।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুস সত্তার, সহসাধারণ সম্পাদক নিমাই মণ্ডল, সদস্য উপাধ্যক্ষ হারুন অর রশিদ, অধ্যাপক শাহ্ আজিজুর রহমান খোকন, নৃপেন্দ নাথ বাড়ৈ, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেন খান প্রমুখ। 

এ সময় বক্তারা বলেন, নিত্যপণ্যের দাম কমানোসহ নিম্ন আয়ের মানুষের জন্য রেশনিং চালু করতে হবে। পাশাপাশি সব কৃষিপণ্যের লাভজনক মূল্য নিশ্চিত করতে হবে। সহজ শর্তে কৃষিঋণের নিশ্চয়তা দিতে হবে। কৃষকদের হয়রানিমুক্ত রাখতে সার্টিফিকেট মামলা প্রত্যাহার করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত