Ajker Patrika

চরফ্যাশনে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিস কর্মীদের ওপর হামলা, আহত ৫ 

ভোলা প্রতিনিধি
চরফ্যাশনে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিস কর্মীদের ওপর হামলা, আহত ৫ 

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা সংলগ্ন আঞ্জুর হাট বাজারে অগ্নিকাণ্ডে চার ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে চরফ্যাশন ফায়ার সার্ভিস কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এ হামলার ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও চরফ্যাশন ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে শশীভূষণ থানা সংলগ্ন আঞ্জুর হাট বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। তাৎক্ষণিক চরফ্যাশন ফায়ার সার্ভিসকে জানালে চরফ্যাশন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

শশীভূষণ থানার ওসি মো. মিজানুর রহমান খবরের সত্যতা নিশ্চিত করেছেন। 

চরফ্যাশন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আসাদুজ্জামান আজকের পত্রিকাকে জানান, স্থানীয়দের কাছ থেকে রাত ৪টা ২০ মিনিটের দিকে আগুন লাগার খবর পান তিনি। তাৎক্ষণিক দুইটি ইউনিট নিয়ে ৪টা ৪৫ মিনিটের দিকে তিনি ঘটনাস্থলে পৌঁছান। ঘটনাস্থলে পৌঁছতে বেশ কয়েকটি কালভার্ট পার হতে হয়েছে। এ সময় উত্তেজিত জনতা দমকল বাহিনীর গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করে। এতে ৪-৫ জন আহত হন। এর মধ্যে মাসুদ রানা নামে দমকল বাহিনীর এক সদস্যের বুকে ও পায়ে ইটের আঘাত লাগলে তিনি গুরুতর আহত হন। ক্ষতিগ্রস্ত হয় দমকল বাহিনীর গাড়িটি। 

আসাদুজ্জামান আরও জানান, চরফ্যাশন উপজেলা থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় ২৫ কিলোমিটার। ঘটনাস্থলে যেতে তাদের ২৫ মিনিট সময় লেগেছে। কিন্তু উত্তেজিত জনতা কোনো কিছু বুঝে ওঠার আগেই তাদের ওপর হামলা চালায়। এর মধ্যে গুরুতর আহত মাসুদ রানাকে চরফ্যাশন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 

এ ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে শশীভূষণ থানায় একটা সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও জানিয়েছেন স্টেশন অফিসার। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে বলা যাবে বলেও জানান তিনি। 

শশীভূষণ থানার ওসি মো. মিজানুর রহমান জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে পুলিশ সদস্যরাও ঘটনাস্থলে গিয়েছিলেন। উত্তেজিত জনতাকে পুলিশ শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

ওসি আরও জানান, ফায়ার সার্ভিস কর্মীদের ওপর হামলার ঘটনায় স্টেশন অফিসার যে সাধারণ ডায়েরি করেছে, সেটির তদন্ত চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত