Ajker Patrika

ছিটকে সমুদ্রে পড়ে যান জামাল, তাঁকে রেখেই ফিরলেন সতীর্থরা

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৫: ০৬
ছিটকে সমুদ্রে পড়ে যান জামাল, তাঁকে রেখেই ফিরলেন সতীর্থরা

চরফ্যাশন উপজেলার ঢালচরের সাগর মোহনায় জাল ফেলার সময় ট্রলার থেকে ছিটকে পড়ে জামাল উদ্দিন (৩৫) নামের এক জেলে নিখোঁজ হয়েছেন। বুধবার বিকেলে ঢালচরের তারুয়া দ্বীপ এলাকার সাগর মোহনায় এ ঘটনা ঘটে। 

ট্রলারে থাকা জেলেরা জানান, ১২ জন জেলে মিলে সাগরে ইলিশ শিকারে গিয়েছিলেন। জাল ফেলার সময় জামাল উদ্দিন পড়ে গেলে বাকিরা তাঁকে উদ্ধারের চেষ্টা করলেও প্রবল ঢেউ ও স্রোতের কারণে তাঁকে উদ্ধার করা যায়নি। স্রোতের টানে মুহূর্তেই তিনি পানিতে ডুবে যান। নিখোঁজ জেলে জামাল মাঝি ঢালচর ইউনিয়নের মৃত মালেক মাঝির ছেলে এবং ওই ট্রলারের চালক ছিলেন। 

চরমানিকা কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার অলিউল্লাহ জানান, খবর পাওয়ার পর থেকে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ উদ্যোগে নিখোঁজ জেলে জামাল মাঝিকে উদ্ধার চেষ্টা অব্যাহত রয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর কোনো সন্ধান মেলেনি। 

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, দুর্ঘটনার পরপরই ওই জেলেকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। প্রবল স্রোতের কারণে তাঁর কোনো হদিস পাওয়া যায়নি। 

ঢালচর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নুরুল ইসলাম জানান, নিখোঁজ জেলে জামাল ওই ট্রলারের মাঝি ছিলেন। স্রোতের কারণে তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত