Ajker Patrika

সাঈদীকে নিয়ে পোস্ট দেওয়ায় মির্জাগঞ্জে ৫ ছাত্রলীগ নেতাকে বহিষ্কার 

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ১৮: ৩৪
সাঈদীকে নিয়ে পোস্ট দেওয়ায় মির্জাগঞ্জে ৫ ছাত্রলীগ নেতাকে বহিষ্কার 

মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ায় পটুয়াখালীর মির্জাগঞ্জে পাঁচ ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ। 

আজ বৃহস্পতিবার তিনজনকে ও গতকাল বুধবার দুজনকে জেলা ছাত্রলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম ও সম্পাদক তানভীর হাসান স্বাক্ষরিত পত্রের মাধ্যমে তাঁদের বহিষ্কার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জেলা ছাত্রলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম বলেন, সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় তাঁদের বহিষ্কার করা হয়েছে। 

বহিষ্কৃতরা হলেন আমড়াগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. বেলাল সিকদার, সহসভাপতি মো. সজিব মল্লিক, মো. মাসুম বিল্লাহ, মাধবখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সজীব আহমেদ সানি ও দেউলী সুবিদখালী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. নুরুল হক। 

বহিষ্কৃত মাধবখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজীব আহমেদ সানি বলেন, ‘শুনেছি কে বা কারা আমার নামে ফেক আইডি খুলে সামাজিক যোগাযোগমাধ্যমে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু নিয়ে পোস্ট করেছে। এ জন্য আমাকে বহিষ্কার করা হয়েছে। যে আইডি দিয়ে বিষয়টি পোস্ট করা হয়েছে ওই আইডি সম্পর্কে আমি কিছুই জানি না। শত্রুতামূলক আমাকে ফাঁসিয়ে দেওয়ার জন্য এ কাজ করা হয়েছে। বিষয়টি সুষ্ঠু তদন্ত করে ন্যায়বিচারের জন্য আমি জেলা ছাত্রলীগের কাছে অনুরোধ জানাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

ধানমন্ডি ৩২ নম্বরে শিবির নেতা, ছাত্রলীগ সন্দেহে মারধর করল ছাত্রদল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত