Ajker Patrika

বরিশাল সিটি নির্বাচন: উন্নয়নের ৩৫ প্রতিশ্রুতি নৌকার মেয়র প্রার্থীর

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ০৭ জুন ২০২৩, ১৯: ২৫
বরিশাল সিটি নির্বাচন: উন্নয়নের ৩৫ প্রতিশ্রুতি নৌকার মেয়র প্রার্থীর

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছেন নৌকার মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত। নগরীর একটি কনভেনশন হলে আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উন্নয়নের ৩৫ প্রতিশ্রুতি দিয়ে তিনি এই ইশতেহার ঘোষণা করেন। এ সময় তিনি জবাবদিহি নিশ্চিতকরণে ওয়ার্ডভিত্তিক ‘জনতার মুখোমুখি মেয়র’ শীর্ষক মতবিনিময় সভা করার প্রতিশ্রুতি দেন ইশতেহারে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবুল খায়ের বলেন, ‘আমি যতটুকু পারব, ততটুকুই বলি। আমার আত্মবিশ্বাস থেকেই বলি।’ বর্তমান মেয়রের (ভাতিজা সাদিক) বিষয়ে তিনি কোনো মন্তব্য করবেন না বলে জানিয়ে দেন।

আবুল খায়ের তাঁর নির্বাচনী প্রচারের শুরু থেকে ভোটারদের বলে আসছেন, তিনি নাগরিকদের সম্মানিত করবেন। ইমারত নির্মাণে অনিয়ম দূর করে দ্রুত সময়ে সম্পন্নের ব্যবস্থা করবেন। হোল্ডিং ট্যাক্স সহনীয় হবে।

ঘোষিত ইশতেহারে উল্লেখ করেছেন নগর পরিকল্পনাবিদ, স্থপতি ও বিশেষজ্ঞদের পরামর্শে জনবান্ধব বরিশাল গড়তে উন্নয়নের মহাপরিকল্পনা গ্রহণ করা হবে। বরিশালকে শিল্প, বাণিজ্য ও পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে।

ইশতেহারে তিনি আরও উল্লেখ করেন ড্রেনেজব্যবস্থা সংস্কারসহ নতুন ড্রেন নির্মাণ, খাল খননে বিশেষ উদ্যোগ গ্রহণ, বর্ধিত এলাকায় সড়ক, পানি ও বিদ্যুৎ সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধান, নাগরিকসেবায় ওয়ান স্টপ সার্ভিস চালু, নাগরিক অভিযোগ গ্রহণ ও তদারকিতে ‘সবার বরিশাল’ নামক অ্যাপ চালু, ময়লা-আবর্জনা যথাসময়ে অপসারণ, মশক নিধন, পানি সরবরাহ লাইন চার্জ সহনীয় করা, নগরী সিসি ক্যামেরার আওতায় আনা, আইটি নগরী প্রতিষ্ঠাসহ ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি, সিডিসি কার্যক্রম পুনরায় চালু, মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যক্তিদের নামে নগরীর সড়কের নামকরণ এবং নগরীতে একাধিক বিনোদন ও পার্ক স্থাপন।

এ সময় উপস্থিত ছিলেন নৌকার নির্বাচনী প্রধান এজেন্ট অ্যাড. আফজালুল করিম, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মেজর জেনারেল (অব.) হাফিজ মল্লিক, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতা বলরাম পোদ্দার, কে বি এস আহম্মেদ কবির, অ্যাড. আনিচ উদ্দিন সহিদ, অ্যাডভোকেট লস্কর নুরুল হক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি ইসাহাক আলী খান পান্না, নির্বাচন পরিচালনা উপদেষ্টা কমিটির সদস্য অধ্যাপক জিয়াউল হক, অধ্যাপক শাহ সাজেদা, অধ্যাপক ননী গোপাল দাস ও জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ মহসিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত