তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রেমের টানে দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের বাসিন্দা প্রেমাকান্ত প্রায় ৪ হাজার মাইল পাড়ি দিয়ে এসেছেন বাংলাদেশে। গত ২৪ জুলাই তিনি বরিশাল পৌঁছান। তবে সেখানে মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন প্রেমাকান্ত।
আজ শুক্রবার দুপুরে তিনি পৌঁছেছেন উপকূলীয় জেলা বরগুনার তালতলীতে। প্রেমিকার সঙ্গে দেখা না করে দেশে ফিরবেন না।
গতকাল বৃহস্পতিবার রাতে বরিশাল থেকে সড়কপথে বরগুনায় এসে বিভিন্ন জায়গায় প্রেমিকাকে খোঁজেন প্রেমাকান্ত। না পেয়ে আজ দুপুরে প্রেমিকার পরিবারের সঙ্গে কথা বলতে তালতলীতে পৌঁছেছেন বলে নিশ্চিত করেন তালতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু।
নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার প্রেমাকান্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় তালতলী উপজেলার টিঅ্যান্ডটি এলাকার এক কলেজছাত্রীর সঙ্গে। ওই ছাত্রী বরিশাল সরকারি মহিলা কলেজে একাদশ শ্রেণিতে পড়ে। পরিচয়ের সূত্রে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ফেসবুকে টানা তিন বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক চলে আসছে। একপর্যায়ে সুসম্পর্ক গড়ে ওঠে দুই পরিবারের মধ্যেও। ভিডিও কলে এতদিন কথা হচ্ছিল। প্রেমাকান্ত মনস্থির করেন, প্রেমিকাকে সরাসরি দেখবেন। এরপরই তামিলনাড়ু থেকে প্রথমে বরিশালে আসেন তিনি।
প্রেমাকান্ত জানান, বরিশালে আসার পর প্রেমিকার সঙ্গে তাঁর দেখা হয়েছে। তবে দ্রুতই পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়।
ঘটনার বর্ণনায় প্রেমাকান্ত জানান, ২০১৯ সালে ফেসবুকে তালতলীর ওই তরুণীর সঙ্গে পরিচয় হয়। করোনার প্রকোপ কমে এলে গত ২৪ জুলাই বাংলাদেশ এলে বরিশালের একটি রেস্টুরেন্টে দুজনের দেখা হয়। দেখা হওয়ার একদিন পর প্রেমাকান্ত জানতে পারেন, তালতলী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক চয়ন হালদারের সঙ্গে প্রেমের সম্পর্ক আছে তাঁর প্রেমিকার। এরপরই প্রেমিকা ও তার পরিবার যোগাযোগ বন্ধ করে দেয়। এমনকি প্রেমিকার নতুন প্রেমিকের হাতে মারধরও খেতে হয় তাঁকে। পরে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানা পুলিশের হেফাজতে থাকতে হয়েছে তাঁকে।
এত কিছুর পরও প্রেমাকান্তের বিশ্বাস, দেখা হলে হয়তো প্রেমিকা আবার ফিরে আসবে। তাই গতকাল বৃহস্পতিবার রাতে বরিশাল থেকে সড়কপথে তালতলী যাওয়ার উদ্দেশে বরগুনা এসে পৌঁছান। আজ দুপুরে প্রেমিকার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে তালতলীর জেলা পরিষদ ডাক বাংলোর হল রুমে অবস্থান করছেন তামিলনাড়ুর ওই যুবক। প্রেমিকার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন।
এদিকে ডাক বাংলোর সামনে ভিড় করছে উৎসুক জনতা। বিদেশি যুবককে একনজর দেখার জন্য দূর-দুরান্ত থেকে আসছে তারা।
এ ব্যাপারে জানতে চাইলে তালতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ‘ভারত থেকে প্রেমাকান্ত নামের এক যুবক তালতলীতে এসেছে, বিষয়টি শুনেছি। এখনো আমাদের কাছে আসেনি। থানায় আসলে ও অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
প্রেমের টানে দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের বাসিন্দা প্রেমাকান্ত প্রায় ৪ হাজার মাইল পাড়ি দিয়ে এসেছেন বাংলাদেশে। গত ২৪ জুলাই তিনি বরিশাল পৌঁছান। তবে সেখানে মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন প্রেমাকান্ত।
আজ শুক্রবার দুপুরে তিনি পৌঁছেছেন উপকূলীয় জেলা বরগুনার তালতলীতে। প্রেমিকার সঙ্গে দেখা না করে দেশে ফিরবেন না।
গতকাল বৃহস্পতিবার রাতে বরিশাল থেকে সড়কপথে বরগুনায় এসে বিভিন্ন জায়গায় প্রেমিকাকে খোঁজেন প্রেমাকান্ত। না পেয়ে আজ দুপুরে প্রেমিকার পরিবারের সঙ্গে কথা বলতে তালতলীতে পৌঁছেছেন বলে নিশ্চিত করেন তালতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু।
নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার প্রেমাকান্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় তালতলী উপজেলার টিঅ্যান্ডটি এলাকার এক কলেজছাত্রীর সঙ্গে। ওই ছাত্রী বরিশাল সরকারি মহিলা কলেজে একাদশ শ্রেণিতে পড়ে। পরিচয়ের সূত্রে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ফেসবুকে টানা তিন বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক চলে আসছে। একপর্যায়ে সুসম্পর্ক গড়ে ওঠে দুই পরিবারের মধ্যেও। ভিডিও কলে এতদিন কথা হচ্ছিল। প্রেমাকান্ত মনস্থির করেন, প্রেমিকাকে সরাসরি দেখবেন। এরপরই তামিলনাড়ু থেকে প্রথমে বরিশালে আসেন তিনি।
প্রেমাকান্ত জানান, বরিশালে আসার পর প্রেমিকার সঙ্গে তাঁর দেখা হয়েছে। তবে দ্রুতই পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়।
ঘটনার বর্ণনায় প্রেমাকান্ত জানান, ২০১৯ সালে ফেসবুকে তালতলীর ওই তরুণীর সঙ্গে পরিচয় হয়। করোনার প্রকোপ কমে এলে গত ২৪ জুলাই বাংলাদেশ এলে বরিশালের একটি রেস্টুরেন্টে দুজনের দেখা হয়। দেখা হওয়ার একদিন পর প্রেমাকান্ত জানতে পারেন, তালতলী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক চয়ন হালদারের সঙ্গে প্রেমের সম্পর্ক আছে তাঁর প্রেমিকার। এরপরই প্রেমিকা ও তার পরিবার যোগাযোগ বন্ধ করে দেয়। এমনকি প্রেমিকার নতুন প্রেমিকের হাতে মারধরও খেতে হয় তাঁকে। পরে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানা পুলিশের হেফাজতে থাকতে হয়েছে তাঁকে।
এত কিছুর পরও প্রেমাকান্তের বিশ্বাস, দেখা হলে হয়তো প্রেমিকা আবার ফিরে আসবে। তাই গতকাল বৃহস্পতিবার রাতে বরিশাল থেকে সড়কপথে তালতলী যাওয়ার উদ্দেশে বরগুনা এসে পৌঁছান। আজ দুপুরে প্রেমিকার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে তালতলীর জেলা পরিষদ ডাক বাংলোর হল রুমে অবস্থান করছেন তামিলনাড়ুর ওই যুবক। প্রেমিকার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন।
এদিকে ডাক বাংলোর সামনে ভিড় করছে উৎসুক জনতা। বিদেশি যুবককে একনজর দেখার জন্য দূর-দুরান্ত থেকে আসছে তারা।
এ ব্যাপারে জানতে চাইলে তালতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ‘ভারত থেকে প্রেমাকান্ত নামের এক যুবক তালতলীতে এসেছে, বিষয়টি শুনেছি। এখনো আমাদের কাছে আসেনি। থানায় আসলে ও অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
রাজশাহীর পবা উপজেলায় হাঁসুয়া ও চাপাতির কোপে আমিরুল ইসলাম (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ছোট ভাই গোলাম আজম (৩০) আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার আলিমগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটেছে।
২১ মিনিট আগেসিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। তাঁর নাম রাকিবুল হাসান। এ ঘটনায় অপর আরোহী তাঁর বন্ধু আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উল্লাপাড়া উপজেলার মোহনপুর বাজারসংলগ্ন সালসাদী ফিলিং স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
২৩ মিনিট আগেচট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রিনা আক্তার (২৬) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর সাড়ে ১২টায় উপজেলার পোমরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বুড়ির দোকান এলাকার নবাবীপাড়া গ্রামে নিজ বসতঘর থেকে তাঁর লাশটি মেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর শ্বশুরকে আটক করেছে পুলিশ।
২৯ মিনিট আগেবিদ্যুৎ বিভাগের ভ্রাম্যমাণ আদালতে হামলা মামলার প্রধান আসামি মো. সাজুকে আটকের পাঁচ ঘণ্টা পর ছেড়ে দিয়েছিল চট্টগ্রাম নগরের খুলশী থানা-পুলিশ। পরে আবার তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে খুলশী থানার পোড়া কলোনির একটি পাহাড় থেকে...
৩১ মিনিট আগে