Ajker Patrika

ববি কর্মকর্তার ধর্ষণ মামলা: আপসের শর্তে জামিন পেলেন অতিরিক্ত পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
ববি কর্মকর্তার ধর্ষণ মামলা: আপসের শর্তে জামিন পেলেন অতিরিক্ত পুলিশ সুপার

ধর্ষণ মামলায় জামিন পেলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান ফেরদৌস (৪০)। আজ মঙ্গলবার বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ ট্রাইব্যুনালে বিচারক আদালতে হাজির হয়ে তিনি জামিন প্রার্থনা করেন। বিচারক মো. ইয়ারব হোসেন আবেদন মঞ্জুর করেন। 

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী হুমায়ন কবীর। তিনি জানান, আপস–মীমাংসার শর্তে ওই পুলিশ কর্মকর্তাকে জামিন দেওয়া হয়েছে।

মাহমুদুল হাসান ফেরদৌস বরিশাল আর্মড পুলিশ ব্যাটালিয়নের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার। বর্তমানে তিনি পুলিশ হেডকোয়ার্টারে পদায়নে রয়েছেন। গত ২ জানুয়ারি নারী ও শিশু নির্যাতন অপরাধ ট্রাইব্যুনালে তাঁর বিরুদ্ধে প্রতারণা ও ধর্ষণ মামলা করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক নারী কর্মকর্তা। 

মামলার বরাতে বেঞ্চ সহকারী জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় অতিরিক্ত পুলিশ সুপার ফেরদৌস ও ববি নারী কর্মকর্তার সঙ্গে পরিচয় হয়। কর্মসূত্রে দুজনে বরিশালে এলে তাঁদের মধ্যে প্রেম হয়। পুলিশের ওই কর্মকর্তা বরিশাল বিশ্ববিদ্যালয়ের ওই কর্মকর্তার ভাড়া বাসায় অনেকবার যান। এর জেরে ওই নারী কর্মকর্তার স্বামী গত বছরের জানুয়ারি তাঁকে তালাক দেন। 

গত বছরের ৬ ফেব্রুয়ারি বরিশাল আর্মড ব্যাটালিয়ন বাংলোতে ইসলামি রীতি অনুযায়ী ওই নারী কর্মকর্তাকে বিয়ে করেন পুলিশ কর্মকর্তা ফেরদৌস। পরে স্বামী–স্ত্রী পরিচয়ে তাঁরা বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন। গত বছরের মার্চে ফেরদৌসের প্রথম স্ত্রী সন্তানসহ বাংলোতে আসেন। তখন মামলার বাদীও সেখানে গেলে তাঁকে মারধর করা হয়। একই বছরের ২২ জুলাই গুলশানের এক বন্ধুর বাসায় দুজনের বিয়ে নিবন্ধন হয়। গত বছরের ৮ অক্টোবর ফেরদৌস বরিশাল থেকে বদলি হয়ে ঢাকায় চলে যান। 

এরপর যোগাযোগ করলে তিনি বিয়ের কথা অস্বীকার করেন এবং এ নিয়ে বাড়াবাড়ি না করার হুমকি দেন। এ ঘটনায় একাধিক আইনি নোটিশ দেওয়ার পর পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রতারণা ও ধর্ষণ মামলা করেন ববির ওই নারী কর্মকর্তা। এর আগে পুলিশ সদর দপ্তরে অভিযোগ দিলে বিভাগীয় মামলাও হয় পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান ফেরদৌসের বিরুদ্ধে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

ধানমন্ডি ৩২ নম্বরে শিবির নেতা, ছাত্রলীগ সন্দেহে মারধর করল ছাত্রদল

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ: ভাতা দ্বিগুণ হয়ে ১২০০, ঘণ্টায় সম্মানী ২৫০০ থেকে বেড়ে ৩৬০০ টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত