মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর মির্জাগঞ্জে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে দুই বাস কাউন্টারে ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম গত রোববার রাতে কলেজ রোডে কাউন্টারগুলোয় অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
অভিযানে দেখা গেছে, ঈদের ছুটি শেষে কর্মস্থলে যাওয়াকে কেন্দ্র করে বরগুনা থেকে ঢাকাগামী বাসে নির্ধারিত ভাড়ার চেয়ে ২০০-৩০০ টাকা বেশি নেওয়া হচ্ছে। একটি চক্র যাত্রীদের জিম্মি করে এ টাকা নিচ্ছে। এই অভিযোগে ইমরান পরিবহনের কাউন্টারের দায়িত্বে থাকা মো. শামীম আহমেদ এবং সোনারতরী পরিবহনের কাউন্টারের দায়িত্বে থাকা মো. রাজিব মিয়াকে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়।
ইউএনও তরিকুল বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়ায় বাস কাউন্টারগুলোয় অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুটি কাউন্টারকে সড়ক পরিবহন আইন অনুযায়ী ৬ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এমন অভিযোগ পেলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানের সময় মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদসহ সেনাবাহিনীর একটি দল উপস্থিত ছিল।
পটুয়াখালীর মির্জাগঞ্জে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে দুই বাস কাউন্টারে ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম গত রোববার রাতে কলেজ রোডে কাউন্টারগুলোয় অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
অভিযানে দেখা গেছে, ঈদের ছুটি শেষে কর্মস্থলে যাওয়াকে কেন্দ্র করে বরগুনা থেকে ঢাকাগামী বাসে নির্ধারিত ভাড়ার চেয়ে ২০০-৩০০ টাকা বেশি নেওয়া হচ্ছে। একটি চক্র যাত্রীদের জিম্মি করে এ টাকা নিচ্ছে। এই অভিযোগে ইমরান পরিবহনের কাউন্টারের দায়িত্বে থাকা মো. শামীম আহমেদ এবং সোনারতরী পরিবহনের কাউন্টারের দায়িত্বে থাকা মো. রাজিব মিয়াকে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়।
ইউএনও তরিকুল বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়ায় বাস কাউন্টারগুলোয় অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুটি কাউন্টারকে সড়ক পরিবহন আইন অনুযায়ী ৬ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এমন অভিযোগ পেলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানের সময় মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদসহ সেনাবাহিনীর একটি দল উপস্থিত ছিল।
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে সিরাজগঞ্জের কামারখন্দ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। রোববার সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
১০ মিনিট আগে২৮ তম বিসিএস পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে মির্জা তারেক আহমেদ বেগ এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ মাসুদ আলম নির্বাচিত হয়েছেন। আগামী দুই বছরের জন্য নির্বাচিত হয়েছেন তাঁরা। মির্জা তারেক আহমেদ বেগ ও মোহাম্মদ মাসুদ আলম ডিএমপিতে উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত।
২৬ মিনিট আগেসিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ের (বাংকার) সংরক্ষিত এলাকায় পাথর তুলতে গিয়ে বালুচাপায় হাবিবুর রহমান (৩৫) নামে এক শ্রমিক মারা গেছেন। শনিবার রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
৩২ মিনিট আগেরাজধানীর শ্যামপুরে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগের চেষ্টা করার সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে ডিএমপির শ্যামপুর মডেল থানা-পুলিশ। তাঁর নাম সিয়াম সরকার (২২)।
৩৫ মিনিট আগে