মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর মির্জাগঞ্জে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে দুই বাস কাউন্টারে ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম গত রোববার রাতে কলেজ রোডে কাউন্টারগুলোয় অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
অভিযানে দেখা গেছে, ঈদের ছুটি শেষে কর্মস্থলে যাওয়াকে কেন্দ্র করে বরগুনা থেকে ঢাকাগামী বাসে নির্ধারিত ভাড়ার চেয়ে ২০০-৩০০ টাকা বেশি নেওয়া হচ্ছে। একটি চক্র যাত্রীদের জিম্মি করে এ টাকা নিচ্ছে। এই অভিযোগে ইমরান পরিবহনের কাউন্টারের দায়িত্বে থাকা মো. শামীম আহমেদ এবং সোনারতরী পরিবহনের কাউন্টারের দায়িত্বে থাকা মো. রাজিব মিয়াকে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়।
ইউএনও তরিকুল বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়ায় বাস কাউন্টারগুলোয় অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুটি কাউন্টারকে সড়ক পরিবহন আইন অনুযায়ী ৬ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এমন অভিযোগ পেলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানের সময় মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদসহ সেনাবাহিনীর একটি দল উপস্থিত ছিল।
পটুয়াখালীর মির্জাগঞ্জে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে দুই বাস কাউন্টারে ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম গত রোববার রাতে কলেজ রোডে কাউন্টারগুলোয় অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
অভিযানে দেখা গেছে, ঈদের ছুটি শেষে কর্মস্থলে যাওয়াকে কেন্দ্র করে বরগুনা থেকে ঢাকাগামী বাসে নির্ধারিত ভাড়ার চেয়ে ২০০-৩০০ টাকা বেশি নেওয়া হচ্ছে। একটি চক্র যাত্রীদের জিম্মি করে এ টাকা নিচ্ছে। এই অভিযোগে ইমরান পরিবহনের কাউন্টারের দায়িত্বে থাকা মো. শামীম আহমেদ এবং সোনারতরী পরিবহনের কাউন্টারের দায়িত্বে থাকা মো. রাজিব মিয়াকে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়।
ইউএনও তরিকুল বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়ায় বাস কাউন্টারগুলোয় অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুটি কাউন্টারকে সড়ক পরিবহন আইন অনুযায়ী ৬ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এমন অভিযোগ পেলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানের সময় মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদসহ সেনাবাহিনীর একটি দল উপস্থিত ছিল।
খুলনার ময়লাপোতা মোড়ে অবস্থিত কেএফসি ও ডমিনোস পিৎজার শাখা এবং সেনাকল্যাণ ভবনে বাটা শোরুম ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে পর্যায়ক্রমে এ ভাঙচুর চালানো হয়।
১৯ মিনিট আগেক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সকারের মন্ত্রী হাছান মাহমুদের ঘনিষ্ঠ সহযোগী ইকবাল হোসেন চৌধুরী মিল্টনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার তাঁকে আদালতে হাজির করা হয়। মিল্টন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও ইসলামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান।
২৩ মিনিট আগেবগুড়ার শাজাহানপুর উপজেলার ডেমাজানি এলাকায় প্রাচীন নিদর্শন বলিহার রাজার কাছারিবাড়ি থেকে লোহার ১৭টি গ্রিল চুরি করে নিয়ে যাওয়ার সময় ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক ফেরদৌস আলমকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনগণ।
২৫ মিনিট আগেকুমিল্লার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুরে অবৈধভাবে শত বছরের একটি পুকুর ভরাট করা হয়। উপজেলা প্রশাসন সেই পুকুরটি পুনরুদ্ধারে অভিযান পরিচালনা করে। পরে পুকুর ভরাটের উত্তোলিত বালু বিক্রি করা হয় প্রকাশ্যে নিলামে। স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে নিলামে তোলা হয় জব্দ করা উত্তোলিত বালু। আজ সোমবার দুপরে পুকুর..
২৮ মিনিট আগে