আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলীতে যুবদলের এক নেতা ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও ৫ লাখ টাকার অধিক লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে। তবে ওই নেতার দাবি, তাঁকে কোপানোর ঘটনা ধামাচাপা দিতে এই অভিযোগ আনা হয়েছে।
উপজেলার বাঁধঘাট চৌরাস্তায় অবস্থিত মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্সের মালিক মো. মোশাররফ হোসেন গতকাল সোমবার এক সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন। অভিযুক্ত সামসুল হক চৌকিদার উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য ও সাবেক কাউন্সিলর।
লিখিত বক্তব্যে মোশাররফ বলেন, গত বছরের এপ্রিলে পৌরসভা নির্বাচনে সেলিম রেজা টিটু ও সামসুল হক চৌকিদার কাউন্সিলর পদে নির্বাচন করেন। ওই নির্বাচনে সেলিমের পক্ষে মোশাররফ কাজ করায় তাঁর ওপর সামসুল ক্ষুব্ধ হন। এর জেরে গত শনিবার দুপুরে সামসুল এবং তাঁর সহযোগী মতি চৌকিদার, মিল্টন, রেজাউল ও ইমরান খাঁন তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে অতর্কিত হামলা চালান। তাঁরা প্রতিষ্ঠানে ভাঙচুর করে ৫ লাখ ৭ হাজার টাকা লুট করে নিয়ে গেছেন।
মোশাররফ বলেন, ‘আমি কোনো রাজনীতির সঙ্গে জড়িত না; তারপরও আমার ব্যবসাপ্রতিষ্ঠানে তারা হামলা, লুটপাট করেছে। আমি পুলিশ প্রশাসনের কাছে এর বিচার দাবি করছি।’
জানতে চাইলে যুবদল নেতা সামসুল বলেন, ‘কবির ফকির (মোশাররফের পক্ষ) ও তাঁর লোকজন আমাকে এবং আমার লোকজনকে কুপিয়ে আহত করেছে। ওই ঘটনা ধামাচাপা দিতে দোকান ভাঙচুর ও লুটের নাটক সাজাচ্ছে। আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা।’
এ বিষয়ে আমতলী থানার ওসি মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বরগুনার আমতলীতে যুবদলের এক নেতা ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও ৫ লাখ টাকার অধিক লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে। তবে ওই নেতার দাবি, তাঁকে কোপানোর ঘটনা ধামাচাপা দিতে এই অভিযোগ আনা হয়েছে।
উপজেলার বাঁধঘাট চৌরাস্তায় অবস্থিত মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্সের মালিক মো. মোশাররফ হোসেন গতকাল সোমবার এক সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন। অভিযুক্ত সামসুল হক চৌকিদার উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য ও সাবেক কাউন্সিলর।
লিখিত বক্তব্যে মোশাররফ বলেন, গত বছরের এপ্রিলে পৌরসভা নির্বাচনে সেলিম রেজা টিটু ও সামসুল হক চৌকিদার কাউন্সিলর পদে নির্বাচন করেন। ওই নির্বাচনে সেলিমের পক্ষে মোশাররফ কাজ করায় তাঁর ওপর সামসুল ক্ষুব্ধ হন। এর জেরে গত শনিবার দুপুরে সামসুল এবং তাঁর সহযোগী মতি চৌকিদার, মিল্টন, রেজাউল ও ইমরান খাঁন তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে অতর্কিত হামলা চালান। তাঁরা প্রতিষ্ঠানে ভাঙচুর করে ৫ লাখ ৭ হাজার টাকা লুট করে নিয়ে গেছেন।
মোশাররফ বলেন, ‘আমি কোনো রাজনীতির সঙ্গে জড়িত না; তারপরও আমার ব্যবসাপ্রতিষ্ঠানে তারা হামলা, লুটপাট করেছে। আমি পুলিশ প্রশাসনের কাছে এর বিচার দাবি করছি।’
জানতে চাইলে যুবদল নেতা সামসুল বলেন, ‘কবির ফকির (মোশাররফের পক্ষ) ও তাঁর লোকজন আমাকে এবং আমার লোকজনকে কুপিয়ে আহত করেছে। ওই ঘটনা ধামাচাপা দিতে দোকান ভাঙচুর ও লুটের নাটক সাজাচ্ছে। আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা।’
এ বিষয়ে আমতলী থানার ওসি মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে সিরাজগঞ্জের কামারখন্দ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। রোববার সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
৮ মিনিট আগে২৮ তম বিসিএস পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে মির্জা তারেক আহমেদ বেগ এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ মাসুদ আলম নির্বাচিত হয়েছেন। আগামী দুই বছরের জন্য নির্বাচিত হয়েছেন তাঁরা। মির্জা তারেক আহমেদ বেগ ও মোহাম্মদ মাসুদ আলম ডিএমপিতে উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত।
২৩ মিনিট আগেসিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ের (বাংকার) সংরক্ষিত এলাকায় পাথর তুলতে গিয়ে বালুচাপায় হাবিবুর রহমান (৩৫) নামে এক শ্রমিক মারা গেছেন। শনিবার রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
৩০ মিনিট আগেরাজধানীর শ্যামপুরে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগের চেষ্টা করার সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে ডিএমপির শ্যামপুর মডেল থানা-পুলিশ। তাঁর নাম সিয়াম সরকার (২২)।
৩২ মিনিট আগে